বিষয়বস্তুতে চলুন

পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ ঃ ২৪ – ২৩ : ১৮ । ] ২৪ সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, যিহোয়াকীমের পুত্ৰ যিহ্ৰদ।-রাজ কনিয় আমার দক্ষিণ হস্তস্থিত মোহরের তুল্য হইলেও আমি তোমাকে তথা হইতে ২৫ ফেলিয়। দিব । আর যাহার তোমার প্রাণের অন্বেষণ করে, তাহদের হস্তে, ও যাহদের হইতে তুমি উদ্বিগ্ন হইতেছ, তাহদের হস্তে, অর্থাৎ বাবিল-রাজ নবুখদরিৎসরের হস্তে ও কল্দীয়দের হস্তে তোমাকে সমর্পণ ২৬ করিব। আর তোমাকে ও তোমার প্রসবিনী মাতাকে তুলিয়। অন্ত দেশে নিক্ষেপ করিব, যে দেশে তোমার ২৭ জন্ম হয় নাই ; সেই স্থানে তোমরা মরিবে । কিন্তু যে দেশে ফিরিয়া আসিতে তাহীদের প্রাণ আকাঙক্ষ করে, তখায় তাহার। ফিরিয়া আসিতে পরিবে না । এই কনিয় কি তুচ্ছ ভগ্ন পাত্র ? এ কি অপ্রীতিজনক পাত্ৰ ? এ ব্যক্তি ও ইহার বংশ কেন বহিস্কৃত হইয়াছে ? তাহীদের অজ্ঞাত দেশে কেন নিক্ষিপ্ত হইয়াছে ? ২৯ হে দেশ, দেশ, দেশ, সদাপ্রভুর বাক্য শুন। ৩• সদাপ্রভু এই কথা কহেন, এই ব্যক্তির বিষয়ে লিখ, এ নিঃসন্তান, এ পুরুষ জীবনকালে কৃতকাৰ্য্য হইবে না ; কারণ ইহার বংশের কোন ব্যক্তি কৃতকাৰ্য্য হইবে না, দায়ুদের সিংহাসনে উপবেশন ও যিহুদার উপরে কর্তৃত্ব করিবে না । ২৩ সদাপ্রভু কহেন, ধিক্ সেই পালকদিগকে, বাহার। আমার পালের মেষদিগকে নষ্ট ও ছিন্ন২ ভিন্ন করে। এই জষ্ঠ সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, যে পালকের আমার প্রজাগণকে চরায়, তাহীদের বিরুদ্ধে এই কথা কহেন, তোমরা আমার মেষদিগকে ছিন্নভিন্ন করিয়াছ, তাহাদিগকে তাড়াইয়া দিয়াছ, তাহীদের তত্ত্বাবধান কর নাই ; দেখ, আমি তোমাদের আচরণের দুষ্টতার প্রতিফল তোমাদিগকে দিব, ইহা সদt৩ প্রভু কহেন। আর আমি যে সকল দেশে আপন পাল তাড়াইয়া দিয়াছি, তথা হইতে তাহার অবশিষ্টাংশ সংগ্ৰহ করিব, পুনৰ্ব্বার তাহাদিগকে খোয়াড়ে আনিব, ৪ এবং তাহার। প্রজাবন্ত ও বহুবংশ হইবে। আর আমি তাহদের উপরে এমন পালকগণকে নিযুক্ত করিব, যাহার। তাহাদিগকে চরাইবে ; তখন তাহার। আর ভৗত কি নিরাশ হইবে না, এবং কেহ নিক্লদেশ হইবে না, ইহ সদাপ্রভু কহেন। ৫ সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে আমি দায়ুদের বংশে এক ধাৰ্ম্মিক পল্লব উৎপন্ন করিব ; তিনি রাজী হইয় রাজত্ব করিবেন, বুদ্ধিপূৰ্ব্বক চলিবেন, এবং দেশে স্থায়বিচার ও ধাৰ্ম্মিকতার ৬ অনুষ্ঠান করিবেন। তাহার সময়ে যিহ্রদ। পরিত্রাণ পাইবে, ও ইস্রায়েল নিৰ্ভয়ে বাস করিবে, আর তিনি এই নামে আখ্যাত হইবেন, “সদাপ্রভু আমাদের ৭ ধাৰ্ম্মিকতা ।” অতএব, সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসতেছে, যে সময়ে লোকের আর বলিবে না, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যিনি ইস্রায়েল-সন্তান ミ* যিরমিয় । ○○○ ৮ গণকে মিসর দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন, কিন্তু [তাহার। বলিবে ], সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যিনি ইস্রায়েলের কুলজাত বংশকে উত্তর দেশ হইতে, এবং যে সকল দেশে আমি তাহাদিগকে ছিন্নভিন্ন করিয়াছিলাম, সেই সকল দেশ হইতে উঠাইয়৷ আনিয়াছেন, চালাইয়া আনিয়াছেন ; আর তাহার। আপন দেশে বাস করিবে । ভাক্ত ভাববাদীদের প্রতি অনুযোগ । ৯ ভাববাদিগণের বিষয় । আমার অন্তরে হৃদয় ভগ্ন হইতেছে, আমার সমস্ত অস্থি বিচল হইতেছে ; সদাপ্রভুর হেতু ও তাহার পবিত্র বাক্যের হেতু আমি মত্ত লোকের ন্যায়, দ্রাক্ষরসে অভিভূত ব্যক্তির স্থায় হই১• য়াছি। কেনন। দেশ ব্যভিচারিগণে পরিপূর্ণ ; হা, অভিশাপের কারণ দেশ শোক করিতেছে ; প্রান্তরস্থ চরাণিস্থান সকল শুষ্ক হইয়াছে ; এবং লোকদের ধাবন-পথ মন্দ হইয়াছে, ও তাঁহাদের পরীক্রম দ্যায়সঙ্গত নয় । ১১ কেননা ভাববাদী ও যাজক উভয়ে পামর হইয়াছে : সদাপ্রভু কহেন, আমার গৃহেও আমি তাহদের দুস্কৃিয় ১২ দেখিয়াছ। এ কারণ তাহদের পক্ষে তাহদেয় পথ অন্ধকারময় পিচ্ছিল স্থানের তুল্য হইবে ; তাহার তাড়িত হইয় তাহার মধ্যে পতিত হইবে ; কেননা তাহাদিগকে প্রতিফল দিবার বৎসরে আমি তাহীদের প্রতি অমঙ্গল উপস্থিত করিব, ইহ সদাপ্রভু কহেন। ১৩ আমি শমরিয়ার ভাববাদিগণের মধ্যে অসঙ্গত ব্যাপার দেখিয়াছিলাম ; তাহার। বালের নামে ভাববাণী বলিত ১৪ ও আমার প্রজ ইস্রায়েলকে ভ্রান্ত করিত। আর ফিরাশালেমের ভাববাদিগণের মধ্যে রোমাঞ্চজনক ব্যাপার দেখিয়াছি ; তাহার ব্যভিচার করে, ও মিথ্যারূপ পথে চলে, এবং কদাচারীদের হস্ত এমন বলবান করে যে, কেহ আপন কুপথ হইতে ফিরে না ; তাহারা সকলে আমার কাছে সদোমের তুল্য, এবং সেখানকার নিবাসীরা ঘমোরার সমান হইয়াছে। ১৫ এই জন্ত বাহিনীগণের সদাপ্রভু সেই ভাববাদিগণের বিষয়ে এই কথা কহেন, দেখ, আমি তাহাদিগকে নাগদান ভোজন করাইব, বিষবৃক্ষের রস পান করাইব, কেনন। পামরত যিরশালেমের ভাববাদিগণ ১৬ হইতে উৎপন্ন হইয়। সমস্ত দেশ ব্যাপিয়াছে। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, ঐ যে ভাববাদিগণ তোমাদের কাছে ভাববাণী বলে, তাহদের কথা শুনিও না, তাহার তোমাদিগকে ভুলায় ; তাহার। আপন আপন হৃদয়ের দর্শন বলে, সদাপ্রভুর মুখে শুনিয় বলে ১৭ না। যাহার। আমাকে অবজ্ঞা করে, তাহীদের কাছে তাহার অবিরত বলে, সদাপ্রভু বলিয়াছেন, তোমাদের শান্তি হইবে ; এবং যাহার। আপন আপন হৃদয়ের কাঠিছে চলে, তাহদের প্রত্যেক জনকে বলে, অমঙ্গল ১৮ তোমাদের কাছে আসিবে না । বাস্তবিক কে সদাপ্রভুর সভায় দাড়াইয়া দেখিয়াছে ও তাহার বাক্য 631