বিষয়বস্তুতে চলুন

পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や○レア ২৫ বলিবে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তুমি যিরশালেমস্থ সমস্ত লোকের কাছে ও মাসেয়ের পুত্র সফনির যাজক এবং সমস্ত যাজকের ২ণ্ড কাছে আপনার নামে এই পত্র পাঠাইয়াছ, যথা, সদাপ্রভু যিহোয়াদ যাজকের পরিবর্তে তোমাকে যাজকপদে নিযুক্ত করিয়াছেন, যেন তোমরা সদাপ্রভুর গুহে অধ্যক্ষ হও ; যে কোন ব্যক্তি ক্ষিপ্ত হইয় আপনাকে ভাববাদী বলিয়া দেখায়, তাহাকে হাড়িকাঠে ও ২৭ বেড়ীতে বদ্ধ করা তোমার উচিত। অতএব অনাথোতীয় যে বিরমিয় তোমাদের কাছে আপনাকে ভাববাদী বলিয় দেখায়, তাহকে তুমি কেন তিরস্কার ২৮ কর নাই ? না করাতেই সে বাবিলে আমাদের নিকটে একখান পত্র পঠাইয়াছে, বলিয়াছে, বিলম্ব হইবে, তোমরা গৃহ নিৰ্ম্মাণ করিয়া বাস কর, উপবন রোপণ ২৯ করিয়৷ ফল ভোগ কর । সফনিয় যাজক ফিরমিয় ভাববাদীর কর্ণগোচরে সেই পত্র পাঠ করিলেন । ৩• পরে ফিরমিয়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত ৩১ হইল, তুমি সমস্ত নিৰ্ব্বাসিত লোকের কাছে এই কথা বলিয়। পাঠাও, সদাপ্রভু নিহিলামীয় শমল্লিয়ের বিষয়ে এই কথা কহেন, আমি শময়িয়কে প্রেরণ না করিলেও সে তোমাদের কাছে ভাববাণী বলিয়া মিথ্যা কথায় ৩২ তোমাদের বিশ্বাস জন্মাইয়াছে। তজ্জন্ত সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি নিহিলামীয় শময়িয়কে ও তাহার বংশকে দণ্ড দিব ; তাহার কোন সন্তান এই জাতির মধ্যে বাস করিবে না ; আর আমি আপন প্রজাদের যে মঙ্গল করিব, তাহা সে দেখিতে পাইবে ন, ইহ সদাপ্রভু কহেন; কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে বিপথগমনের কথ। কহিয়াছে। নূতন নিয়ম সম্বন্ধীয় প্রতিজ্ঞ । ७० - जूनéडू ह३८ड #३ बका पिबभिप्यूक निकै উপস্থিত হইল, সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, আমি তোমার কাছে যে সকল কথ। বলিয়াছি, সে সমস্ত একখানি পুস্তকে লিথিয়া রাখ । ৩ কেননা, সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে আমি আপন প্রজ। ইস্রায়েলের ও যিহুদার বন্দিত্ব ফিরাইব ; আর আমি তাহদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, সেই দেশে তাহাদিগকে ফিরাইয়া আনিব, এবং তাহার। তাহ অধিকার করিবে । ৪ ইস্রায়েল ও যিহুদার বিষয়ে সদাপ্রভু যে সকল ও বাক্য বললেন, তাহ। এই। সদাপ্রভু এই কথা কহেন ; আমর ভয়ের, কম্পনের শব্দ শুনিয়াছি, শান্তির নয় । ৬ তোমরা এক বার জিজ্ঞাসা করিয়া দেখ, পুরুষের কি প্রসববেদন হয় ? প্রসবকালে যেমন স্ত্রীলোকের, তেমনি আমি প্রত্যেক পুরুষের কটিদেশে হস্ত ও ৭ সকলের মুখ বিষাদে স্নান কেন দেখিতেছি ? হায় । সেই দিন মহৎ, তাহার তুল্য দিন আর নাই ; এ ফিরমিয় । [ * ఎ ; ఇe-రిe ; ఇe l যাকোবের সঙ্কটকাল, কিন্তু ইহা হইতে সে নিস্তার ৮ গাইবে । বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমি সেই দিন তোমার গ্রীব হইতে উহার যোয়ালি ভগ্ন করিব, তোমার বন্ধন সকল ছেদন করিব, এবং ৯ বিদেশিগণ তাহাকে আর দাসত্ব করাইবে না। কিন্তু তাহার। আপনাদের ঈশ্বর সদাপ্রভুর, ও আপনাদের রাজা দায়ুদের দাসত্ব করিবে, আমি তাহীদের জন্ত ১• তাহাকেই উৎপন্ন করিব। অতএব, হে আমার দাস যাকোব, ভয় করিও না, ইহ সদাপ্রভু কহেন ; হে ইস্রায়েল, নিরাশ হইও না ; কেননা দেখ, আমি দূর হইতে তোমাকে ও বন্দিত্ব-দেশ হইতে তোমার বংশকে নিস্তার করিব : যাকোব ফিরিয়া আসিয়া নির্ভয় ও নিশ্চিন্ত থাকিবে, কেহ তাহাকে ভয় দেখাইবে না। ১১ কেননা তোমার পরিত্রাণার্থে আমিই তোমার সহবৰ্ত্তী, ইহ সদাপ্রভু কহেন ; কারণ আমি যাহাঁদের মধ্যে তোমাকে ছিন্নভিন্ন করিয়াছি, সেই সমস্ত জাতিকে নিঃশেষে সংহার করিব ; তোমাকে নিঃশেষে সংহার করিব না, কিন্তু বিচারানুরূপ শাস্তি দিব, কোন মতে আদণ্ডিত রাখিব না। ১২ কারণ সদাপ্রভু এই কথা কহেন, তোমার ভঙ্গ ১৩ অপ্রতীকাৰ্য্য ও তোমার ক্ষত ব্যথাজনক। তোমার পক্ষ সমর্থন করিবার কেহই নাই ; তোমার ব্ৰণ ভাল ১৪ করিবার ঔষধ নাই, তোমার গটীও নাই । তোমার প্রেমকারিগণ সকলে তোমাকে ভুলিয়া গিয়াছে, তাহার তোমার আম্বেষণ করে না ; কারণ আমি তোমাকে শত্রুর আঘাতের ন্তায় আঘাত করিয়াছি, নিৰ্দয়ের স্থায় শাস্তি দিয়াছি ; কেননা তোমার অপরাধ ১৪ বহুল, তোমার পাপ প্রবল। তোমার ভঙ্গ প্রযুক্ত কেন ক্ৰন্দন কর । তোমার বেদন অপ্রতীকীৰ্ঘ্য ; তোমার অপরাধ বহুল, তোমার পাপ প্রবল, এই জন্ত আমি ১৬ তোমার প্রতি এই সকল করিয়াছি। অতএব যাহারা তোমাকে গ্রাস করে, তাহারা সকলে গ্ৰাসিত হইবে ; তোমার বিপক্ষগণ সকলেই বন্দিত্বের স্থানে যাইবে : এবং যাহার তোমার সম্পত্তি লুট করে, তাহার। লুটিত হইবে ; ও যাহার তোমার দ্রব্য হরণ করে, সেই ১৭ সকলের দ্রব্য আমি হরণ করাইব । কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, ও তোমার ক্ষত সকল ভাল করিব, ইহ সদাপ্রভু কহেন, কেননা তাহার বলে, এ দূরীকৃত, এ সেই সিয়োন, যাহার অন্বেষণ কেহ করে ১৮ ন। সদাপ্রভু এই কথা কহেন দেখ, আমি যাকোবের তাম্বু সকলের বন্দিত্ব ফিরাইব, ও তাহার আবাস সকলের প্রতি করুণ করিব ; তাহাতে নগর আপন উপপৰ্ব্বতের উপরে নিৰ্ম্মিত হইবে, ও রাজপুরীতে ১৯ রীতিমতে মানুষের বসতি হইবে। আর সেই স্থানের মধ্য হইতে স্তবগান ও আনন্দকারীদের ধ্বনি নিৰ্গত হইবে ; আর আমি লোকদের বুদ্ধি করিব, তাহার হ্রাস পাইবে না ; আমি তাহাদিগকে গৌরবান্বিত ২• করিব, তাহার। আর লঘু থাকবে না। আর তাহাজের 638