বিষয়বস্তুতে চলুন

পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ 5 o ; অঙ্গ কাটকুট করিয়া সদাপ্রভুর গৃহে উৎসর্গ করণার্থে ৬ নৈবেদ্য ও ধূপ হন্তে লইয়৷ [ আদিতেছিল ]। আর নথনিয়ের পুত্র ইশ্বায়েল তাহদের সহিত সাক্ষাৎ করিবার জন্য মিম্প হইতে নির্গত হইয়। রোদন করিতে করিতে বাহিরে গেল, এবং তাঁহাদের সহিত সাক্ষাৎ হইলে তাহাদগকে কহিল, অহীকামের পুত্র গদলিয়ের ৭ কাছে চল । পরে তাহারা নগরের মধ্যস্থানে আসিলে মথনিয়ের পুত্র ইশ্মায়েল ও তাহার সঙ্গী পুরুষের। তাহাদিগকে বধ করিয়া তথাকার কুপমধ্যে নিক্ষেপ ৮ করিল। কিন্তু তাহীদের মধ্যে দশ জনকে পাওয়া গেল, যাহার। ইশ্মায়েলকে কহিল, আমাদিগকে বধ করবেন না, কেননা ক্ষেত্রে আমাদের গোম, যব, তৈল ও মধুর গুপ্ত ভাণ্ডার আছে। তাহাতে সে ক্ষান্ত झुझेल्न, তাহাদের ভ্রাতৃগণের মধ্যে তাহাদিগকে বধ করিল না। ৯ ঐ লোকদিগকে বধ করিলে পর ইশ্মায়েল যে কূপে তাহাদের শক গদলিয়ের পাশ্বে ফেলিয়৷ দিয়াছিল, তাহা আসে। রাজ ইস্রায়েল-রাজ বাশার ভয়ে প্রস্তুত করিয়াছিলেন ; নথনিয়ের পুত্র ইশ্মায়েল তাহাই নিহত১• গণের শবে পরিপূর্ণ করিল। পরে ইশ্মায়েল মিস্পাতে অবশিষ্ট সমস্ত লোককে বন্দি করিয়া লইয়া গেল, রাজকুমারীগণ ও যে সমস্ত লোক মিম্পাতে অবশিষ্ট ছিল, যাহাদিগকে নবুযরদন রক্ষক-সেনাপতি তাই কামের পুত্র গদলিয়ের কাছে সমর্পণ করিয়াছিলেন, তাহtদিগকে নখনিয়ের পুত্র ইশ্মায়েল বন্দি করিয়া অন্মোনসন্তানদের কাছে যাইবার জন্ত প্রস্থান করিল। ১১ কিন্তু করেহের পুত্ৰ যোহানন ও তাহীর সঙ্গী সেনাপতির সকলে যখন শুনিতে পাইল যে, নথনিয়ের পুত্র ইশ্বায়েল এই সকল ভুঞ্জিয় করিয়াছে, ১২ তখন তাহার। সমস্ত লোককে লইয়৷ নথনিয়ের পুত্র ইশ্মায়েলের সহিত যুদ্ধ করিতে গেল, এবং গিবিয়োনে স্থিত বৃহৎ জলাশয়ের নিকটে তাহার দেখা পাইল । ১৩ তখন ইশ্মায়েলের সঙ্গে যে সকল লোক ছিল, তাহার কারেহের পুত্ৰ যোহাননকে ও তাহার সঙ্গী সেনাপতি ১৪ দিগকে দেখিয়া আনন্দিত হইল। আর ইশ্মীয়েল সেই যে সকল লোককে বন্দি করিয়া মিস্প হইতে লইয়। যাইতেছিল, তাহার। ঘূরিয়া করেহের পুত্ৰ যোহাননের ১৫ নিকটে ফিরিয়া আসল। কিন্তু নখনিয়ের পুত্র ইশ্মায়েল আট জন লোকের সহিত যোহাননের সম্মুখ হইতে পলায়ন করিয়৷ অম্মোন-সন্তানদের কাছে গেল । ১৬ নখনিয়ের পুত্র যে ইশ্মায়েল অহৗকামের পুত্র গদলিয়কে বধ করিয়াছিল, তাহার নিকট হইতে কারেহের পুত্ৰ যোহনন ও তাহার সঙ্গী সেনাপতিগণ যে সকল অবশিষ্ট লোককে মিম্প হইতে ফিরাইয়া আনিয়াছিল, তাহাদিগকে সঙ্গে লইল, তথাৎ যুদ্ধকুশল পুরুষদিগকে এবং গিবিয়োন হইতে তানীত স্ত্রীলোক, বালক বালিকা ও নপুংসকদিগকে সঙ্গে ১৭ লইল ; আর তাহার। কল্দীয়দের ভয় প্রযুক্ত মিসরে যাহবার জন্ত বৈৎলেহমের পার্থে কিমূহমের যে সরাই ফিরমিয় ] [ 8 > ; ७ -- 8 ९ : २२ ॥ ১৮ খন আছে, তথায় প্রবাস করিল। কেনন। নথনিয়ের পুত্র ইশ্মায়েল বাবিল-রাজের নিযুক্ত দেশাধ্যক্ষ অহাকামের পুত্র গদলিয়কে বধ করিয়াছিল, তজ্জন্ত তাহার। কলুদীয়দের হইতে ভীত হইয়াছিল। 8 २ পরে সমস্ত সেনাপতি এবং কারেহের পুত্র যোহানন ও হোশয়িয়ের পুত্ৰ যাসনিয়, আর ২ ক্ষুদ্র ও মহানৃ সমস্ত লোক নিকটে আসিল, এবং যিরমিয় ভাববাদীকে কহিল, আমাদের এই বিনতি আপনার সাক্ষাতে গ্রাহ হউক : আপনি তামাদের নিমিত্তে, অৰ্থাৎ এই সমস্ত অবশিষ্ট লোকের নিমিত্তে, আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থন করুন ; কেননা আপনি স্বচক্ষে আমাদিগকে দেখিতেছেন, তামর। অনেকে ছিলাম, এক্ষণে অল্পই অবশিষ্ট তাছি ? ও অতএব কোন পথ আমাদের গন্তব্য, কি করা তামাদের কৰ্ত্তব্য, তাহ। আপনার ঈশ্বর সদাপ্রভু তামাও দিগকে জ্ঞাত করুন । তখন ফিরমিয় ভাববাদী তাহাদিগকে কহিলেন, তামি তোমাদের কথা শুনিলাম, দেখ, তোমাদের বাক্যানুসারে আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করিব, এবং সদাপ্রভু তোমাদিগকে যে কোন উত্তর দিলেন, তাহার সমস্ত কথা তোমাদিগকে জ্ঞাত করিব, কিছুচ তোমাদের ৫ কাছে গোপন করিব না । তাহার। যিরমিয়কে কহিল, সদাপ্রভু আমাদের মধ্যে সত্য ও বিশ্বাস্য সাক্ষী হউন , আপনার ঈশ্বর সদাপ্রভু আপনার দ্বারা যে কোন কথ। আমাদের কাছে বলিয়। পাঠাইবেন, তদনুও সারে আমরা তাবগু করিব। ভাল হউক, কি মন্দ হউক, আমরা যাহার কাছে আপনাকে প্রেরণ করেতেছি, তামাদের ঈশ্বর সেই সদাপ্রভুর রবে আমরা অবধান করিব ; যেন আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করি বলিয়। আমাদের মঙ্গল হয় । ৭ পরে দশ দিন গত হইলে সদাপ্রভুর বাক্য যির৮ মিয়ের নিকটে উপস্থিত হইল। তাহাতে তিনি করেহের পুত্ৰ যোহাননকে ও তাহার সঙ্গী সেনাপতিগণকে এবং ক্ষুদ্র ও মহানৃ সমস্ত লোককে ৯ ডাকিয় কহিলেন, তোমরা যাহার কাছে আপনাদের বিনাত উপস্থিত করণাথে আমাকে প্রেরণ করিয়াছিলে, সেই সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, ১০ তোমর। যদি স্থির হইয়। এই দেশে বাস কর, তবে আমি তোমাদিগকে গথিয়া তুলিব, উৎপাটন করিব ন, তোমাদিগকে রোপণ করিব, উন্মুলন করিব না ; কেননা তোমাদের যে অমঙ্গল করিয়াছি, তদ্বিষয়ে ১১ ক্ষান্ত হইলাম। তোমরা যে বাবিল-রাজ হইতে ভাত হইয়াছ, তাহা হইতে ভীত হইও না ; সদাপ্রভু কহেন, তাহা হইতে ভীত হইও না ; কেননা তোমাদের নিস্তার করিতে ও তাহার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার ১২ করিতে আমি তোমাদের সহবৰ্ত্তী। আর আম তোমাদের প্রতি করুণ। বৰ্ত্তাহব, তাহাতে সে তোমাদের প্রতি করুণ। কারবে, ও তোমাদের ভূমিতে তোমা 650