পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

А\pо ২• পশ্চাৎ দাড়াইল ; তাঁহ মিসরের শিবির ও ইস্রায়েলের শিবির, এই উভয়ের মধ্যে আসিল ; আর সেই মেঘ ও অন্ধকার থাকিল, তথাপি উহ। রাত্রিতে আলোক প্রদান করিল ; এবং সমস্ত রাত্রি এক দল অন্ত দলের ২১ নিকটে আসিল না । মোশি সমুদ্রের উপরে আপন হস্ত বিস্তার করিলেন, তাহাতে সদাপ্রভু সেই সমস্ত রাত্রি প্রবল পুৰ্ব্বীয় বায়ু দ্বারা সমুদ্রকে সরাইয়া দিলেন, ও তাহ শুষ্ক ভূমি করিলেন, তাহাতে জল দুই ভাগ ২২ হইল। আর ইস্রায়েল-সন্তানের শুষ্ক পথে সমুদ্রমধ্যে প্রবেশ করিল, এবং তাহদের দক্ষিণে ও বামে জল ২৩ প্রাচীরস্বরূপ হইল। পরে মিশ্ৰীয়ের, ফরেণের সকল অশ্ব ও রথ এবং অশ্বারূঢ়গণ ধাবমান হইয় তাহদের ২৪ পশ্চাৎ পশ্চাৎ সমুদ্রের মধ্যে প্রবেশ করিল। কিন্তু রাত্রির শেষ প্রহরে সদাপ্রভু অগ্নি ও মেঘস্তস্তে থাকিয়৷ মিশ্রীয়দের সৈন্তের উপরে দৃষ্টিপাত করিলেন, ও মিশ্রীয়২৫ দের সৈন্তাকে উদ্বিগ্ন করিলেন । আর তিনি তাহাদের রথের চক্র সরাইলেন, তাহাতে তাহারা অতি কষ্ট্রে রথ | চালাইল ; তখন মিশ্ৰীয়েরা কহিল, চল, আমরা ইস্রায়েলের সন্মুখ হইতে পলায়ন করি, কেননা সদাপ্রভু তাহাদের পক্ষে মিশ্রীয়দের বিপক্ষে যুদ্ধ করিতেছেন। পরে সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি সমুদ্রের উপরে হস্ত বিস্তার কর; তাহাতে জল ফিরিয়া মিশ্রীয়দের উপরে ও তাহদের রথের উপরে ও অশ্বারাঢ়দের ২৭ উপরে আসিবে। তখন মোশি সমুদ্রের উপরে হস্ত বিস্তার করিলেন, আর প্রাতঃকাল হইতে ন হইতে সমুদ্র পুনরায় সমান হইয় গেল ; তাহাতে মিশ্ৰীয়ের তাহার দিকেই পলায়ন করিল ; আর সদাপ্রভু সমুদ্রের ২৮ মধ্যে মিস্ত্রীয়দিগকে ঠেলিয়া দিলেন । জল ফিরিয়া আসিল, ও তাহদের রথ ও অশ্বারূঢ়দিগকে আচ্ছাদন করিল, তাহাতে ফরোণের যে সকল সৈন্ত তাহদের পশ্চাৎ সমুদ্রে প্রবিষ্ট হইয়াছিল, তাহদের এক জনও ২৯ অবশিষ্ট রহিল না। কিন্তু ইস্রায়েল-সন্তানের শুষ্ক পথে সমুদ্রের মধ্য দিয়া চলিল, এবং তাঁহাদের দক্ষিণে ও ৩০ বামে জল প্রাচীরস্বরূপ হইল। এইরূপে সেই দিন সদাপ্রভু মিস্ত্রীয়দের হস্ত হইতে ইস্রায়েলকে নিস্তার করিলেন, ও ইস্রায়েল মিশ্ৰীয়দিগকে সমুদ্রের ধারে মৃত ৩১ দেখিল । আর ইস্রায়েল মিশ্রীয়দের প্রতি কৃত সদাপ্রভুর মহৎ কৰ্ম্ম দেখিল ; তাহাতে লোকের সদাপ্রভুকে ভয় করিল, এবং সদাপ্রভুতে ও তাহার দাস মেশিতে বিশ্বাস করিল। ইস্রায়েলের বিজয়-সঙ্গীত । S(K তখন মোশি ও ইস্রায়েল-সন্তানের সদাপ্রভুর - উদ্দেশে এই গীত গান করিলেন ; তাহার বলিলেন, আমি সদাপ্রভুর উদ্দেশে গান করিব ; কেনন। তিনি মহামহিমান্বিত হইলেন, তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। ミも যাত্রীপুস্তক । [ > 8 ; २० – > G ; >१ ॥ ২ সদাপ্রভু আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইলেন : এই আমার ঈশ্বর, আমি তাহার প্রশংসা করিব ; আমার পৈতৃক ঈশ্বর, আমি তাহার প্রতিষ্ঠা করিব । ৩ সদাপ্রভু যুদ্ধবীর ; সদাপ্রভু তাহার নাম । ৪ তিনি ফরেণের রথসমূহ ও সৈন্যদলকে সমুদ্রে নিক্ষেপ করিলেন ; তাহার মনোনীত সেনানিগণ সুফসাগরে নিমগ্ন হইল । ৫ জলরাশি তাহাদিগকে আচ্ছাদন করিল : তাহারা অগাধ জলে প্রস্তরবৎ তলাইয়া গেল । ৬ হে সদাপ্রভু, তোমার দক্ষিণ হস্ত বলে গৌরবান্বিত : হে সদাপ্রভু, তোমার দক্ষিণ হস্ত শক্রচুর্ণকারী। ৭ তুমি নিজ মহিমার মহত্ত্বে, যাহার তোমার বিরুদ্ধে উঠে, তাহাদিগকে নিপাত করিয়া থাক ; তোমার প্রেরিত কোপাগ্নি নাড়ার স্থায় তাহাদিগকে ভক্ষণ করে । ৮ তোমার নাসিকার নিশ্বাসে জল রাশীকৃত হইল : স্রোত সকল স্তুপের ন্তায় দণ্ডায়মান হইল ; সমুদ্র-গৰ্ত্তে জলরাশি ঘনীভূত হইল । ৯ শক্র বলিয়াছিল, আমি পশ্চাৎ ধাবিত হইব, উহাদের সঙ্গ ধরিব, লুট বিভাগ করিয়া লইব ; উহুদিগেতে আমার অভিলাষ পূর্ণ হইবে : আমি খড়গ নিস্কোষ করিব, আমার হস্ত উহাদিগকে বিনাশ করিবে । ১০ তুমি নিজ বায়ু দ্বারা ফু দিলে, সমুদ্র তাহাদিগকে আচ্ছাদন করিল ; তাহার প্রবল জলে সীসাবৎ তলাইয়া গেল । ১১ হে সদাপ্রভু, দেবগণের মধ্যে কে তোমার তুল্য ? কে তোমার দ্যায় পবিত্রতায় আদরণীয়, প্রশংসায় ভয়ার্হ, আশ্চৰ্য্য ক্রিয়াকারী ? ১২ তুমি আপন দক্ষিণ হস্ত বিস্তার করিলে, পৃথিবী উহাদিগকে গ্রাস করিল। ১৩ তুমি যে লোকদিগকে মুক্ত করিয়াছ, তাহাদিগকে নিজ দয়াতে চালাইতেছ, তুমি নিজ পরাক্রমে তাহাদিগকে তোমার পবিত্র নিবাসে লহয়। যাইতেছ। ১৪ জাতি সকল ইহা শুনিল, কম্পান্বিত হইল, পলেষ্টয়া-বাসিগণ ব্যথাগ্রস্ত হইয়া পড়িল । ১৫ তখন ইদোমের দলপতিগণ বিহ্বল হইল ; মোয়াবের মেড়ার কম্পগ্রস্ত হইল : কনন-নিবাসী সকলে গলিয়া গেল । ১৬ ত্রাস ও আশঙ্ক। তাহীদের উপরে পড়িতেছে ; তোমার বাহুবলে তাহারা প্রস্তরবৎ স্তব্ধ হইয়া আছে : যাবৎ, হে সদাপ্রভু, তোমার প্রজাগণ উত্তীর্ণ না হয়, যাবৎ তোমার ক্রীত প্রজাগণ উত্তীর্ণ না হয়। ১৭ তুমি তাহাদিগকে লইয়া যাইবে, আপন অধিকার পৰ্ব্বতে রোপণ করিবে ; 60