পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&8;°一文@;°1] আচে, ও যাহার কলঙ্ক তাহার মধ্য হইতে বাহির হয় নাই। তুমি খণ্ড খণ্ড করিয়৷ তাহার সমুদয় বহির ৭ কর, তাহার বিষয়ে গুলিবাট করা হয় নাই। কেনন। তাহার রক্ত তাহার মধ্যে আছে ; সে শুষ্ক পাষাণের উপরে তাহ রাখিয়াছে, ধূলি দ্বার আচ্ছাদিত করিবার ৮ জন্ত মৃত্তিকার উপরে তাহ ঢালে নাই। ক্রোধ উৎপাদন করিবার জন্ত, প্রতি-শাধ লইবার জন্ত, আমি তাহার রক্ত শুষ্ক গtষণের উপরে রাখিয়াছি, যেন অlচ্ছাদিত না হয় । ৯ অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ধিক সেই রক্তপূর্ণ পুরীকে । আমিও বিশাল রাশি সাজাইব । £ • বিস্তর কাঠ দেও, অগ্নি প্রজ্বলিত কর, মাংস স্বসিদ্ধ ৪১ কর, মুরস ঝোল কর, অস্থি সকল দগ্ধ হউক। পরে হাড়ী শূন্ত হইলে তাহার অঙ্গরের উপরে তাহা স্থাপন কর, যেন তাহ। তপ্ত হইলে তাহার পিত্তল দগ্ধ হয়, এবং তাহার মধ্যে তাহার অশোচ গলিয়া যায়, ও ১২ তাহার কলঙ্ক নিঃশেষিত হয় । সে পরিশ্রমে ক্লাস্তু হইয়াছে, তথাপি তাহার বিষম কলঙ্ক তাহার মধ্য হইতে নির্গত হয় না, তাহার কলঙ্ক অগ্নিসাৎ হউক । ১৩ তোমার অশোচে কুকৰ্ম্ম আছে ; আমি তোমাকে শুচি করিলেও তুমি শুচি হইলে না, এই জষ্ঠ তুমি আপন অশৌচ হইতে আর শুচীকৃত হইবে না, ষাবৎ আমি তোমাতে নিজ ক্রোধ চরিতার্থ করিয়া শাস্ত না হইব। ১৪ আমি সদাপ্রভু ইহা কহিলাম ; ইহা সফল হইবে, আtiম ইহ সাধন করিব, ক্ষান্ত হইব না, দয়া করিব ম, অনুশোচনাও করিব না ; তোমার যেরূপ আচরণ ও তোমার যেরূপ ক্রিয়, সেইরূপ বিচার করা যাইবে, ইহ প্ৰভু সদাপ্রভু বলেন। ১৫ আরও সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপ১৬ স্থিত হইল, হে মনুষ্য-সন্তান, দেখ, আমি আঘাত দ্বার। তোমার নয়নের প্রীতিপাত্রকে তোম৷ হইতে হরণ করিব ; তথাপি তুমি বিলাপ কি রোদন করিবে না, ১৭ এবং তোমার অশ্রুপাতও হইবে না। দীর্ঘ নিশ্বাস ছাড়, নীরব হও, মৃতের জন্ত বিলাপ করিও না ; তুমি মস্তকে শিরোভূষণ বাধ, ও পায়ে পাদুক। দেও ; তুমি ওষ্ঠাধর আচ্ছাদন করিও না, ও লোকদের [ প্রেরিত ] কুটী ১৮ খাইও না। তখন আমি প্রাতঃকালে লোকদের সঙ্গে কথা কহিলাম ; পরে সন্ধ্যাকালে আমার স্ত্রী মরিল ; এবং প্রাতঃকালে আমি প্রাপ্ত আদেশানুযায়ী কৰ্ম্ম ১৯ করিলাম। আর লোকের আমাকে কহিল, এ সকলের সহিত আমাদের সম্বন্ধ কি যে, তুমি এরূপ করিতেছ ? ২• তাহা কি আমাদিগকে জানাইবে না ? তখন আমি | তাহাদিগকে কহিলাম, সদাপ্রভুর এই বাক্য জামার ২১ নিকটে উপস্থিত হইল, তুমি ইস্রায়েল-কুলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমার যে ধৰ্ম্মধাম তোমাদের বলের গৰ্ব্ব, তোমাদের নয়নের প্রীতিগাত্র ও তোমাদের প্রাণের মমতার বস্তু, তাহাই আমি অপবিত্র করিব, এবং তোমাদের যে পুত্ৰকল্পী যিহিস্কেল । ঔ ৯ ৯ গণকে ত্যাগ করিয়াছ, তাহারা খঙ্গে গতিত হইৰে । ২২ তখন তোমর। আমার এই কৰ্ম্মের মত কৰ্ম্ম করিবে, ওষ্ঠাধর আচ্ছাদন করিবে না, ও লোকদের (প্রেরিত] ২৩ রটা গাইবে না। তোমরা মস্তকে শিরোভূষণ ও চরণে পাণ্ডুক দিবে, বিলাপ কি রোদন করবে না, কিন্তু আপন আপন অপরাধে ক্ষীণ হইয়। যাইবে, এবং এক ২৪ জন অন্ত জনের কাছে কেকাইবে । এইরূপে যিহিস্কেল তোমাদের জন্ত চহম্বরূপ হইবে ; সে যাহ। যাহা করিল, তোমর সেই সমস্তই করিবে ; ইহা যখন ঘটিবে, তখন তোমরা জানিবে যে, আমিই প্ৰভু সদাপ্ৰভু । আর, হে মনুষ্য-সপ্তান, যে দিন আমি তাহদের বল, তাহীদের শোভার আমোদ, তাহদের নয়নের প্রীতিপাত্র ও প্রাণের অভিলষিত বস্তু, তাহদের পুত্র২৬ কন্যাগণকে, তাহাদুর হইতে হরণ করব, সেই দিন কি তাহ তোমার কর্ণগোচর করিবার নিমিত্তে ২৭ পলাতক ব্যক্তি তোমার নিকটে আসিবে না ? সেই দিন পলাতকের কাছে তোমার মুখ খোল যাইবে, তাহাতে তুমি কথা কহিবে, আর বোব থাকিবে না ; এইরূপে তুমি তাহদের জন্ত চিহ্নস্বরূপ হইবে । তাহাতে তাহার। জানিবে যে, আমিই সদাপ্রভু। নানা জাতির উদ্দেশে দণ্ড ঘোষণা । ९0 আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য-সন্তান, তুমি অন্মোন-সন্তানদের দিকে মুখ রাখ, ও তাহদের বিরুদ্ধে ভাববাণী ৩ বল। তুমি অন্মোন-সন্তানদিগকে বল, তোমরা প্রভু সদাপ্রভুর বাক্য শুন। প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি আমার ধৰ্ম্মধাম অপবিত্রীকৃত দেখিয়। তাহার বিষয়ে, ইস্রায়েল-ভূমি ধ্বংসিত দেখিয়৷ তাহার বিষয়ে, এবং যিহুদী-কুল বন্দি হইয়৷ যাত্রী করিয়াছে দেখিয় তাহার বিষয়ে, বলিয়াছ, ‘বাহবা, ৪ বাহব।’ : এই জন্ত দেখ, আমি তোমাকে অধিকাররূপে পূর্ববদেশের লোকদের হস্তে সমর্পণ করিব, তাহার তোমার মধ্যে আপন আপন শিবির স্থাপন করিবে, ও তোমার মধ্যে আপন আপন তাম্বু ফেলিবে ; তাহারাই তোমার ফল ভক্ষণ করিবে, ও তোমার দুগ্ধ পান ৫ করিবে । আর আমি রববাকে উষ্ট্রের বাথান ও অন্মোনসন্তানদের [দেশকে ]মেধাদি পালের শয়ন-স্থান কল্পিৰ ; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্ৰভু । ৬ কেননা প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি ইস্রায়েলদেশের বিরুদ্ধে হাততালি দিয়াছ, পদাঘাত করিয়াছ ও প্রাণের সহিত সম্পূর্ণ অবজ্ঞাভাবে আনন্দ করি৭ য়াছ। এই জন্ত দেখ, আমি তোমার বিরুদ্ধে নিজ হস্ত বিস্তার করিয়াছি, জাতিগণের লুটদ্রব্যরূপে তোমাকে সমর্পণ করিব, জাতিগণের মধ্য হইতে তোমাকে কাটিয়া ফেলিব, দেশসমূহের মধ্য হইতে তোমাকে উচ্ছেন্ন করিব ; আমি তোমাকে লুপ্ত করিব, তাহাতে ভুমি জানিবে যে, আমিই সদাপ্রভু। C: 691