পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*; o o জানিবে যে, তাহীদের মধ্যে এক জন ভাববাদী রহিয়াছে । দুষ্ট ও উত্তম মেষপালকগণ । එ8 _H এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য-সন্তান, তুমি ইস্রায়েলের পালকদের বিরুদ্ধে ভাববাণী বল, ভাববাণী বল, তাহাদিগকে, অর্থাৎ সেই পালকদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েলের সেই পালকদিগকে ধিক্, যাহার। আপনাদিগকেই পালন করিতেছে । ৩ মেৰগণকেই পালন কর। কি পালকদের কৰ্ত্তব্য নয় ? তোমরা মেদ খাচয় থাক, মেষলোম পরিধান করিয়৷ থাক, পুষ্ট মেষ বলিদান করিয়া থাক, কিন্তু মেষ৪ গণকে পালন কর না । তোমরা দুৰ্ব্বলদিগকে সবল কর নাই, পীড়িতের চিকিৎসা কর নাই, ভগ্নাঙ্গের ক্ষত বাধ নাই, দূরীকৃতকে ফিরাইয়া আন নাই, হারাণের অন্বেষণ কর নাই, কিন্তু বল ও উপদ্রবও পূর্বক তাহদের শাসন করিয়াছ । আর পালকের অভাবে মেষগণ ছিন্নভিন্ন হইয়াছে ; তাহারা বস্ত পশু সকলের খাদ্য হইয়াছে, ছিন্নভিন্ন হইয়া গিয়াছে । ৬ আমার মেষের সকল পর্বতে ও সকল উচ্চ গিরির উপরে ভ্রমণ করিতেছে ; সমস্ত ভূতলে আমার মেষগণ ছিন্নভিন্ন হইয়াছে , তাহদের অন্বেষণ কি সন্ধান করে, এমন কেহ নাই । ৭ অতএব হে পালকগণ, সদাপ্রভূর বাক্য শুন । ৮ প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, আমার পাল লুটদ্রব্য হইয়াছে, এবং আমার মেষগণ বন্ত পশু সকলের খাদ্য হইয়াছে ; কেননা পালক নাই, এবং আমার পালকের আমার মেষগণের অন্বেষণ করে নাই ; বরং সেই পালকের। আপনাদিগকেই পালন ৯ করিয়াছে, আমার মেষগণকে পালন করে নাই ; এই জন্ত, হে পালকগণ, তোমর। সদাপ্রভুর বাক্য শুন । ১• প্রভু সদা প্ৰভু এই কথা কহেন দেখ, আমি সেই পালকদের বিপক্ষ ; আমি তাহদের হস্ত হইতে আমার মেষগণকে আদায় করিব, এবং তাহাদিগকে মেষপালকের কৰ্ম্ম হইতে চু্যত করিব, সেই পালকের আর আপনাদিগকে পালন করিবে না ; আর আমি আপন মেষগণকে তাহদের মুখ হইতে উদ্ধার করিব, ১১ তাহদের খাদ্য হইতে দিব না। কারণ প্ৰভু সদ্যপ্ৰভু এই কথা কহেন, দেখ, আমি, আমিই আপন মেষগণের অন্বেষণ করিব, তাহাদিগকে খুজিয়া বাহির ১২ করিব। পালক আপন ছিন্নভিন্ন মেষগণের মধ্যে থাকিবার দিনে যেমন আপন পাল খুজিয়া বাহির করে, তেমনি আমি আপন মেষগণকে খুজিয়া বাহির করিব, এবং যে সকল স্থানে তাহার মেঘাচ্ছন্ন অন্ধকারময় দিবসে ছিন্নভিন্ন হইয়াছে, সেই সকল স্থান ১৩ হইতে তাহাদিগকে উদ্ধার করিব । তার তামি জাতিগণের মধ্য হইতে তাহাদিগকে বাহির করিয়া যিহিস্কেল । [○8 3 >ーミー l আনিল, নানা দেশ হইতে সংগ্ৰহ করিব, এবং তাহীদের নিজ ভূমিতে তাহাদিগকে আনিব ; আর ইস্রায়েলের পৰ্ব্বত-সমূহের উপরে, জলপ্রবাঙ্গ গুলির কাছে এবং ১৪ দেশের সকল বসতি-স্থানে তাহাদিগকে চরাইব । আমি উত্তম চরাণিতে তাহাদিগকে চরাইব, এবং ইস্তায়েলের উচ্চ উচ্চ পৰ্ব্বতে তাঙ্গাদের বাথান হুইবে তাহার সেই স্থানে উত্তম বাথানে শয়ন করিবে, এবং ইস্রা১৫ য়েলের পববতমালায় হরিৎ চরাণিতে চরিবে। আমিই আপন মেষদিগকে চরাচব, আমিই তাহাদিগকে শয়ন ১৬ করাইব, ইহা প্ৰভু সদাপ্রভু বলেন। আমি হারাণের অন্বেষণ করিব, দূরীক্স কে ফিরাইয়া আনিব ভগ্নাঙ্গের ক্ষত বাধিব, ও পীড়িতকে সবল কfরল, এবং হৃষ্টপুষ্ট ও বলবানকে সংহার করিব ; আমি বিচারমতে ১৭ তাহাদিগকে পালন করিব । তার তোমাদের বিষয়ে, হে আমার মেষপাল, প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি মেষ ও মেষের, আবার মেষদের ও ছাগ১৮ দের মধ্যে বিচার করিব । চহ৷ fক তোমাদের কাছে তুচ্ছ বিষয় বোধ হয় যে, উত্তম চরণিতে চরিতেছ, আবার আপনাদের অবশিষ্ট তৃণ পদ তলে দলিত করিতেছ ? এবং নিৰ্ম্মল জল পান করিতেছ, আবার ১৯ অবশিষ্টকে পদ দ্বারা মলিন করিeেছ ? আমার মেষগণের গতি এই, তোমরা যাহ। পদতলে দলন করিয়াছ, তাহার। তাহাই খায়, ও তোমরা যাহ। পদ দ্বার। মলিন করিয়াছ, তাহার। তাহাঙ্গ পান করে। ২০ অতএব প্রভু সদা প্ৰভু তাহাদিগকে এই কথা কহেন, দেগ, আমি, আমিই হৃষ্টপুষ্ট মেষের ও কুশ মেষের ২১ মধ্যে বিচার করিব । তোমরা পার্শ্ব ও স্কন্ধ দিয়া দুর্বল সকলকে ঠেলিতেছ, শৃঙ্গ দিয়া ঢষাইতেছ, তাহাদিগকে ২২ বাহিরে ছিন্ন। ভন্ন না করিয়৷ ক্ষান্ত হও না । এই জন্ত আমি আপন মেষপালকে রক্ষা করিল, তাহার আর লুটদ্রব্য হইবে না ; এবং আমি মেঘ ও মেষের ২৩ মধ্যে বিচার করিব। আর আমি তাহদের উপরে একমাত্র পালককে উৎপন্ন করিব, তিনি তাহীদিগকে পালন করিবেন, তিনি আমার দাস দায়ুদ ; তিনিই তাহাদিগকে চরাইবেন, এবং তিনিই তাহা২৪ দের পালক হইবেন । আর আমি সদাপ্রভু তাহীদের ঈশ্বর হইব এবং আমার দাস দায়ুদ তাহদের মধ্যে অধ্যক্ষ হইবেন ; আমি সদাপ্র তুই ইহা কহিলাম। ২৫ তামি তাঙ্গাদের পক্ষে শান্তির নিয়ম স্থির করিব, ও হিংস্র পশু দিগকে দেশ হইতে শেষ করিব ; তাহাতে তাহারা নিৰ্ভয়ে প্রান্তরে বাস করিবে ও বনে নিদ্রা ২৬ যাইবে । আর আমি তাহাদিগকে ও আমার গিরির চারিদিকের পরিসীমাকে আশীৰ্ব্ববাদ স্বরূপ করিব ; এবং যথাসময়ে জলধার। বর্ষাহব, আশীৰ্ব্ববাদের ধারা ২৭ বৰ্ষিবে। আর ক্ষেত্রের বৃক্ষ ফল উৎপন্ন করবে, ও ভূমি নিজ শস্ত দিবে; এবং তাহার। নিভয়ে স্বদেশে থাকিবেতাহাতে তাহারা জানিবে যে, আমিই সদা প্ৰভু, যখন আমি তাহদের যোয়ালির খিল ভাঙ্গিয় ফেলিব, 700