পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* O R. তাছাদিগকে তাছাজের ঈশ্বরের প্রতি ফিরিতে দেয় না, কেননা জাহাঙ্গের অন্তরে ব্যভিচারের আত্মা থাকে, ৪ এবং তাহারা সঙ্গাপ্রভুকে জানে লী । আর ইস্রায়েলের জপ তাহার মুখের উপরে প্রমাণ দিতেছে, * এই জন্ত ইস্রায়েল ও ইক্রয়িম আপনাদের অপরাধে উছোট খাইবে, এবং তাহদের সক্তি যিহুদাও উছোট ৬ খাইবে । তাহারা আপন আপন গোমেষপাল লইয়া সদাপ্রভুর অন্বেষণ করিতে যাইবে, কিন্তু তাহার উদেশ পাইবে না ; তিনি তাহদের নিকট হইতে ৭ চলিয়। গিয়াছেন। তাহার। সদাপ্রভুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করিয়াছে, কারণ বিজাতীয় সন্তান উৎপন্ন করিয়াছে ; এখন অমাবস্ত। তাহাদিগকে ও তাছাদের অধিকার গ্রাস করিবে । ৮ তোমরা গিৰিয়াতে ভেরী বাজাও, রামাতে তুরীধ্বনি কর, বৈৎ-আবনে সিংহনাদ করিয়া বল, হে বিস্তা= মীন, তোমার পশ্চাৎ [ শক্র ]। ভৎসনার দিনে ইক্ৰয়িম ধ্বংসস্থান হইবে : ৰাহ নিশ্চয় ঘটিবে, তাঙ্গাই আমি হস্রায়েল-বংশগণের মধ্যে জ্ঞাত করিয়াছি । ১• যিছুদার অধ্যক্ষগণ তাহাঙ্গের স্কায় হইয়াছে, যাহার সীমার চিহ্ন স্থানান্তর করে : তাহীদের উপরে আমি ১১ জলের ছায় আপন ক্রোধ ঢালিয়া দিব । ইক্রয়িম উপদ্রুত ও বিচারে মদিত হইতেছে, কারণ সে আপন ১২ ইচ্ছায় [মিথ্যা] বিধানের অনুবত্তী হইয়াছে। এই জম্ভ আমি ইফুয়িমের পক্ষে কীটস্বরূপ, যিহুদী-কুলের পক্ষে ১৩ ক্ষয়স্বরূপ হইয়াছি। যখন ইফ্রয়িম আপন রোগ ও যিছুদ আপন ক্ষত দেখিতে পাইল, তখন ইফ্রয়িম অশূরের কাছে গমন করিল, ও বিবাদ-রাজের নিকটে লোক পাঠাইল ; কিন্তু সে তোমাদিগকে সুস্থ করিক্তে ১৪ পারে না, তোমাদের ক্ষত আরোগ্য করিবে না। কারণ আমি ইফ্রয়িমের পক্ষে সিংহের তুল্য, ও যিছুদ-কুলের পক্ষে যুবকেশরীর সদৃশ হইব ; আমি, আমিই বিদীর্ণ করিয়া চলিয়। যাইব ; আমি লইয়। যাইব, কেহ ১৫ উদ্ধার করিবে না । আমি আপন স্থানে ফিরিয়া যাইব, যে পৰ্য্যন্ত তাহার। দোষ স্বীকার না করে, ও আমার ক্রমুখের অন্বেষণ না করে ; সঙ্কটের সময়ে তাহারা সযত্নে আমার অন্বেষণ করিবে । Vo চল, আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়৷ যাই, কারণ তিনিই বিদীর্ণ করিয়াছেন, তিনি আমাদিগকে স্বস্থও ৰুরিবেন ; তিনি আঘাত করিয়াছেন, ই তিনি আমাদের ক্ষত বন্ধনও করিবেন। দুই দিনের পরে তিনি আমাদিগকে সঞ্জীবিত করিবেন, তৃতীয় দিনে উঠাইবেন, তাহাতে আমরা তাহার সাক্ষাতে ও ৰাচিয়া থাকিব । আইস, আমরা সদাপ্রভুকে জ্ঞাত্ত হই, জ্ঞাত হইবার জন্ত অনুধাবন করি ; অরুণোদয়ের স্তায় তাহার উদয় নিশ্চিত ; আর তিনি আমাদের

  • ৰ ৷ ইস্রায়েলেৰ মহিষাস্থল তাহার সম্মুখে প্রয়াণ জিতেছেন । * (ৰ1) ইচ্ছায় অসাম্ৰভাৱ ।

হোশেয় । [ & ; 4 – 4 ; at নিকটে বৃষ্টির স্কায় আসিবেন, ভূমি-সেচনকারী শেষ বর্ষার স্তায় আসিবেন। ৪ - হে ইক্ৰয়ম, তোমার জন্তু আমি কি করিব ? ছে বিহ্রদ, তোমার জন্ত কি করিব ? তোমাদের সাধুক্ত৷ ত প্ৰাতঃকালের মেঘের স্থায়, শিশিরের স্যায়, বাহু ৫ প্রত্যুষে উড়িয়া যায়। এই জন্ত আমি ভাববাদিগণ দ্বারা লোকদিগকে তক্ষিত করিয়াছি, আমার মুখের বাক্য দ্বারা বধ করিয়াছি ; এবং আমার বিচার * ৬ বিদ্যুতের স্থায় নির্গত হয় । কারণ আমি দয়াই চাই, বলিদান নয় ; এবং হোম অপেক্ষ ঈশ্বরবিষয়ক জ্ঞান ৭ [ চাই ] । কিন্তু ইহার আদমের স্যায় নিয়ম লঙ্ঘন করিয়াছে ; ঐ স্থানে আমার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ৮ করিয়াছে। গিলিয়দ অধৰ্ম্মচারীদের নগর, তাহ রক্তে ৯ অঙ্কিত। যেমন দহ্যদল মানুষের অপেক্ষায় ঘাটি বসাইয় থাকে, তদ্রুপ যাজকসমাজ শিখিমে যাইবার পথে নরহত্যা করে, ই, তাহার। কুকৰ্ম্ম করিয়াছে। ১• আমি ইস্রায়েল-কুলে রোমাঞ্চজনক ব্যাপার দেখিয়াছি ; ঐ স্থানে ইফুয়িমের বেস্তাবৃত্তি প্রচলিত, ইস্রা ১১ য়েল অশুচীভূত। আর হে যিছুদ, আমি যখন আপন প্রজাদের বন্দিত্ব ফিরাই, তখন তোমার জন্তও ফসল কাটিবার সময় নিরূপিত । ইস্রায়েলের পাপ ও তাহার দণ্ড । o আমি যখন ইস্রায়েলকে স্বস্থ করিতে চাহি, তখন ইফ্রয়িমের অপরাধ ও শমরিয়ার দুষ্টত। প্রকাশ পায় ; কারণ তাহারা প্রতারণার কায্য করে : ভিতরে চোর প্রবেশ করে, বাহিরে দম্যদল লুণ্ঠন ২ করে। আর তাঁহাদের সমস্ত দুষ্টত। যে আমার স্মরণে আছে, ইহ। তাহার। অন্তঃকরণে বিবেচনা করে না : এখন তাহদের কার্য্য সকল তাহাদিগকে ঘেরিয়াছে, ৩ আমারই দৃষ্টিগোচরে সে সকল রহিয়াছে। তাহার আপনাদের দুষ্টতা দ্বার রাজাকে ও আপনাদের মিথ্যা৪ বাক্য দ্বার অধ্যক্ষগণকে আনন্দিত করে । তাহার। সকলে পারদরিক, রুট ওয়ালার উত্তপ্ত তুন্দুরস্বরূপ : ময়দা ছানিলে পর তাড়ী মাতিয়া উঠা পয্যন্ত রুটী৫ ওয়ালা আগুন না উষ্কাইয়া নিবৃত্ত থাকে। আমাদের রাজার উৎসবদিনে অধ্যক্ষগণ পীড়িত হওয়া পধ্যস্ত দ্রাক্ষরসে উত্তপ্ত হইল, সে নিন্দ কদের সঙ্গে হস্ত ৬ বিস্তার করিল। কারণ তাহারা যখন ঘটি বসায়, তখন তুন্দুরের স্থায় আপনাদের হৃদয় প্রস্তুত করে, তাহাদের রুটী-ওয়াল সমস্ত রাত্রি নিদ্রা যায়, প্রাতঃকালে সে ৭ [ তুন্দুর] যেন প্রচও অগ্নিতে জ্বলে । তাহার। সকলে তুন্দুরের স্থায় উত্তপ্ত, এবং আপনাদের বিচারকর্তাদিগকে গ্রাস করে ; তাহাজের রাজগণ সকলে গঠিত হইয়াছে ; তাঁহাদের মধ্যে কেহই আমাকে আহবান করে না ।

  • (ৰ ) তোমাৰ দণ্ডীজা ।

732