পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రి ; 80 - 8 ; >అ | | ৪° যুগান্ত ; ছেদকের স্বৰ্গ-দূত। অতএব যেমন শ্যামাবাস সংগ্ৰহ করিয়া আগুনে পোড়াইয়া দেওয়া যায়, তেমনি ৪ ১ যুগন্তে হইবে । মনুষ্যপুত্র আপন দূতগণকে প্রেরণ করিবেন : তাহারা তাহার রাজ্য হইতে সমস্ত বিস্ত্ৰজনক বিষয় ও অধৰ্ম্মচারীদিগকে সংগ্ৰহ করিবেন, ৪২ এবং তাহাদিগকে তাগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন ; সেই ৪৩ স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইলে । তখন ধাৰ্ম্মিকেরা আপনাদের পিতার রাজ্যে সূর্য্যের দ্যায় দেদীপ্যমান হইবে । যাহার কাণ থাকে, সে শুনুক । গুপ্ত ধন ও উত্তম যুক্তশয় দৃষ্টান্ত । স্বৰ্গ-রাজ্য ক্ষেত্রমধ্যে গুপ্ত এমন ধনের তুল্য, যাহা দেখিতে পাইয়৷ এক ব্যক্তি গোপন করিয়া রাখিল, পরে আনন্দ হেতু গিয়া সৰ্ব্বস্ব বিক্রয় করিয়া সেই ক্ষেত্র ক্রয় করিল। ৪৫ আবার স্বৰ্গ-রাজ্য এমন এক বণিকের তুল্য, যে ৪৬ উত্তম উত্তম মুক্ত অন্বেষণ করিতেছিল ; সে একটী মহামূল্য মুক্ত দেখিতে পাইয়া গিয়া সৰ্ব্বস্ব বিক্রয় করিয়া তাহ। ক্রয় করিল। • টানা জালের দৃষ্টান্ত । ৪৭ আবার স্বৰ্গ-রাজ্য এমন এক টানা জালের তুল্য, বাহ সমুদ্রে ফেলিয়া দেওয়া হইলে সৰ্ব্বপ্রকার মাছ সংগ্ৰহ ৪৮ করিল। জালটা পরিপূর্ণ হইলে লোকে কুলে টানিয়া তুলিল, আর বসিয়া বসিয়া ভালগুলি সংগ্ৰহ করিয়া ৪৯ পাত্রে রাখিল, এবং মন্দগুলি ফেলিয়া দিল। এইরূপ যুগাস্তে হইবে ; দূতগণ আসিয়া ধাৰ্ম্মিকদের মধ্য হইতে দুষ্টদিগকে পৃথক করিবেন, এবং তাহাদিগকে ৫• অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন : সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইলে । ৫১ তোমরা কি এ সকল বুঝিয়াছ ? তাহারা কহিলেন, ৫২ ই । তপন তিনি তাহাদিগকে কহিলেন, এই জন্য স্বৰ্গ-রাজ্যের সম্বন্ধে শিক্ষিত প্রত্যেক অধ্যাপক এমন গৃহকৰ্ত্তার তুল্য, যে আপন ভাণ্ডার হইতে নুতন ও পুরাতন দ্রব্য বাহির করে । যীশু নিজ নগরে অগ্রাহ্য হন । ১ ৪৩ এই সকল দৃষ্টান্ত সমাপ্ত করিবার পর যীশু তথা *৪ হইতে চলিয়া গেলেন। আর তিনি স্বদেশে আসিয়া লোকদের সমাজ-গৃহে তাহাদিগকে উপদেশ দিতে লাগিলেন, তাহাতে তাহারা চমৎকৃত হইয়া কহিল, ইহার এমন জ্ঞান ও এমন পরাক্রম-কাৰ্য্য সকল ৪৫ কোথা হইতে হইল ? এ কি স্বত্রধরের পুত্র নয় ? ইহার মাতার নাম কি মরিয়ম লয় ? এবং যাকোব, যোষেফ, শিমোন ও বিহ্রদ। কি ইহার ভ্রাতা নয় ? ৫৬ অার ইহার ভগিনীরা কি সকলে আমাদের এখানে নাই ? তবে এ কোথা হইতে এই সমস্ত পাইল ? ৪৭ এইরূপে তাহার। তাহাতে বিল্প পাইতে লাগিল । কিন্তু যীশু তাহাদিগকে কহিলেন, আপনার দেশ ও 88 اده-د و به کl rr اد মথি । S @ কুল ছাড়া আর কোথায়ও ভাববাদী অনাদৃত হন ৪৮ না। আর তাহাদের অবিশ্বাস প্রযুক্ত তিনি সেগানে বিস্তর পরাক্রম-কাৰ্য্য করিলেন না । যোহন বাপ্তাইজকের হত্যা - S8 সেই সময়ে হেরোদ রাজা যীশুর বার্তা শুনিতে পাইলেন, আর আপনার দাসগণকে কছিলেন, এ সেই যোহন বাপ্তাইজক ; তিনি মৃতদের মধ্য হইতে উঠিয়াছেন, আর সেই জন্য পরাক্রম সকল তাহাতে ৩ কাৰ্য্য সাধন করিতেছে । কারণ হেরোদ আপন ভ্রাত। ফিলিপের স্ত্রী হেরোদিয়ার জন্য যোহনকে ধরিয়া ৪ বাধিয়। কারাগারে রাখিয়াছিলেন ; কেননা যোহন তাহাকে বলিয়াছিলেন, উহাকে রাখা আপনার ৫ বিধেয় নয় । আর তিনি তাহাকে বধ করিতে ইচ্ছ। করিলেও লোকসমূহকে ভয় করিতেন, কেননা লোকে ৬ তাহাকে ভাববাদী বলিয়া মানিত । কিন্তু হেরোদের জন্মদিনের উৎসব উপস্থিত হইলে, হেরোদিয়ার কন্য। ৭ সভামধ্যে নাচিয়া হেরোদকে সন্তুষ্ট করিল। এই জন্ত তিনি শপথপূর্বক এই প্রতিজ্ঞ করিলেন, তুমি ৮ যাহা চাহিবে, তাহাই তোমাকে দিব। তখন সে আপন মাতার প্রবর্তনায় কহিল, যোহন বাপ্তাইজকের ৯ মস্তক থালায় করিয়া এখানে আমাকে দিউন । ইহাতে রাজা দুঃখিত হইলেন, কিন্তু আপন শপথ হেতু, এবং যাহার। তাহার সঙ্গে বসিয়াছিল, তাহীদের হেতু, ১ • তাহ দিতে অজ্ঞ করিলেন ; তিনি লোক পাঠাহয়৷ ১১ কারাগারে যোহনের মস্তক ছেদন করাহলেন । আর তাহার মস্তকট একখানি থালায় করিয়া আনিয়া সেই কন্যাকে দেওয়া হইল ; আর সে তাহ মাতার নিকটে ১২ লইয়া গেল। পরে তাহার শিব্যগণ আসিয়া দেহটা লইয়া গিয়া তাহার কবর দিল, এবং যীশুর নিকটে আসিয়া তাহাকে সংবাদ দিল । যীশু পাচ হাজার লোককে আহার দেন, এবং জলের উপর দিয়া হাটিয়া যান । ই যীশু তাহ শুনিয়। তথা হইতে নেীকাযোগে বিরলে এক নির্জন স্থানে প্রস্থান করিলেন ; আর লোকসমূহ তাহা শুনিয়া নানা নগর হইতে আসিয়া স্থলপথে ১৪ তাহার পশ্চাৎ গমন করিল। তখন তিনি বাহির হইয়। বিস্তর লোক দেখিয়া তাঙ্গাদের প্রতি করুণাবিষ্ণু হইলেন, এবং তাঁহাদের পীড়িত লোকদিগকে কুস্থ ১৫ করিলেন । পরে সন্ধ্যা হইলে শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, এ স্থান নির্জন, বেলাও গিয়াছে ; লোকদিগকে বিদায় করুন, যেন উহার গ্রামে গ্রামে গিয়া আপনাদের নিমিত্ত খাদ্য দ্রব্য ১৬ ক্রয় করে। যীশু তাহাদিগকে কহিলেন, উহাদের >Nつ اه - ۹ ۹ ه. جrجاه e-s دو به کrrtاد ২ । মার্ক ও ; ৩২-৫১ । লুক ৯ ; ৩ : ১-২ ১ । ১০-১৭ । যোহন 15