৯ ; ৫-৩২ ৷ ] ৫ প্রস্থান করিও। আর যে সকল লোক তোমাদিগকে গ্রহণ না করে, সেই নগর হইতে প্রস্থান করিবার সময়ে তাহীদের বিরুদ্ধে সাক্ষ্যের জন্য তোমাদের ৬ পায়ের ধূলা ঝাড়িয়া ফেলিও। পরে তাহারা প্রস্থান করিয়া চারিদিকে গ্রামে গ্রামে যাইতে লাগিলেন, সৰ্ব্বত্র সুসমাচার প্রচার এবং আরোগ্য দান করিতে লাগিলেন । ৭ আর, যাহা যাহা হইতেছিল, হেরোদ রাজা সমস্তই শুনিতে পাইলেন ; এবং তিনি বড় অস্থির হইলেন, কারণ কেহ কেহ বলিত, যোহন মৃতদের মধ্য ৮ হইতে উঠিয়াছেন ; আর কেহ কেহ বলিত, এলিয় দর্শন দিয়াছেন ; এবং আর কেহ কেহ বলিত, পূৰ্ব্বকালীয় ভাববাদিগণের এক জন উঠিয়াছেন। ৯ আর হেরোদ কহিলেন, যোহনের ত আমিই মস্তক ছেদন করিয়াছি ; কিন্তু ইনি কে, যাহার বিষয়ে এরূপ কথা শুনিতে পাইতেছি ? আর তিনি তাহাকে দেখিবার চেষ্টা করিতে লাগিলেন । যীশু পাচ হাজার লোককে আহার দেন । পরে প্রেরিতেরা যাহা যাহা করিয়াছিলেন, ফিরিয়া আসিয়া তাহার বৃত্তান্ত যীশুকে কহিলেন । আর তিনি তাহাদিগকে সঙ্গে লইয়া বিরলে বৈৎসৈদ ১১ নামক নগরে গেলেন । কিন্তু - লোকেরা তাহা জানিতে পারিয়া তাহার পশ্চাৎ গমন করিল, আর তিনি তাহাদিগকে সদয় ভাবে গ্রহণ করিয়া তাহদের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয় কথা কহিলেন, এবং যাহাদের হস্থ হইবার প্রয়োজন ছিল, তাহাদিগকে স্বস্থ ১২ করিলেন। পরে দিব অবসান হইতে লাগিল, আর সেই বার জন নিকটে আসিয়া তাহাকে কহিলেন, আপনি এই লোকসমূহকে বিদায় করুন, যেন ইহার চারিদিকে গ্রামে ও পল্লীতে গিয়া রাত্রিবাস করে ও খাদ্য দ্রব্য দেখিয় লয়, কেনন। এখানে আমরা নির্জন ১৩ স্থানে আছি। কিন্তু তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাই ইহাদিগকে আহার দেও। তাহারা বলিলেন, পাচথান রুট ও দুইটী মাছের অধিক আমাদের কাছে নাই ; তবে কি আমরা গিয়া এই সমস্ত লোকের ১৪ জষ্ঠ্য খাদ্য কিনিয়া আনিতে পারিব ? কারণ তাহারা অনুমান পাচ সহস্র পুরুষ ছিল। তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, পঞ্চাশ পঞ্চাশ জন করিয়া উহা১৫ দিগকে সারি সারি বসাইয়া দেও। তাহারা সেইরূপ ১৬ করিলেন, সকলকে বসাইয়া দিলেন । পরে তিনি সেই পাচখান রুট ও দুইটী মাছ লইয়। স্বর্গের দিকে উদ্ধৃদৃষ্টি করিয়া সেইগুলিকে আশীৰ্ব্বাদ করিলেন, ও ভাঙ্গিলেন ; আর লোকদের সম্মুখে রাখিবার জন্য ১৭ শিষ্যগণকে দিতে লাগিলেন। তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল, এবং তাহারা যাহ অবশিষ্ট রাখিল, সেই সকল গুড়াগাড়া কুড়াইলে পর বার ডাল হইল । ১ । যথি ১৪ , ১ ৩-২ ১ । যোহন • ; G -> * | У о كيم মণক ৬ ; ৩২-৪৪ ৷ লুক । ○" যীশু আপন মৃত্যু ও পুনরুত্থান বিষয়ে কথা বলেন । একদ। ১ তিনি বিজনে প্রার্থনা করিতেছিলেন, শিষ্যগণ তাহার সঙ্গে ছিলেন ; আর তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, আমি কে, এ বিষয়ে লোকসমূহ ১৯ কি বলে ? তাহার। উত্তর করিয়া কহিলেন, যোহন বাপ্তাইজক , কিন্তু কেহ কেহ বলে, আপনি এলিয় ; আর কেহ কেহ বলে, পূৰ্ব্বকালীয় ভাববাদিগণের ২০ এক জন উঠিয়াছেন । তখন তিনি তাহাদিগকে কহিলেন, কিন্তু তোমরা কি বল, আমি কে ? পিতর ২১ উত্তর করিয়া কহিলেন, ঈশ্বরের সেই খ্ৰীষ্ট । তখন তিনি তাহাদিগকে দৃঢ়ৰূপে বলিয়া দিলেন ও আজ্ঞ ২২ করিলেন, এ কথা কাহাকেও বলিও না ; তিনি কহিলেন, মনুষ্যপুত্রকে অনেক দুঃখ ভোগ করিতে হইবে, প্রাচীনবর্গ, প্রধান যাজকগণ ও অধ্যাপকগণ কর্তৃক অগ্রাহ হইতে হইবে, এবং হত হইতে হইবে : ২৩ আর তৃতীয় দিবসে উঠতে হইবে। আর তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক, এবং আমার ২৪ পশ্চাদগামী হউক। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে ; কিন্তু যে কেহ আমার নিমিত্ত আপন প্রাণ হারায়, সেই ২৫ তাহ রক্ষা করিবে । কারণ মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপনাকে হারায় কিম্ব খোয়ায়, তবে ২৬ তাহার লাভ কি হইল ? কেননা যে কেহ আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করে, মনুষ্যপুত্র তাহাকে লজ্জার বিষয় জ্ঞান করিবেন, যখন তিনি আপনার প্রতাপে এবং পিতার ও পবিত্র দূতগণের ২৭ প্রতাপে আসিবেন । কিন্তু আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যাহার এখানে দাড়াইয়া রহিয়াছে, তাহদের এমন কএক জন আছে, যাহার কোন মতে মৃত্যুর আস্বাদ পাইবে না, যে পৰ্য্যন্ত না ঈশ্বরের রাজ্য দেখিবে । যীশু উজ্জল রূপ গ্রহণ করেন । এই সকল কথা বলিবার পরে ২ দিন আটেক গত হইলে তিনি পিতর, যোহন ও যাকেণবকে সঙ্গে লইয়া প্রার্থনা করিবার জন্য পৰ্ব্বতে উঠিলেন । ২৯ আর তিনি প্রার্থনা করিতেছেন, এমন সময়ে তাহার মুখের দৃশ্য অন্তরূপ হইল, এবং তাহার বস্ত্র শুভ্র ৩০ ও চক্চক্যময় হইল। আর দেখ, দুই জন পুরুষ তাহার সহিত কথোপকথন করিতে লাগিলেন : ৩১ তাহার মোশি ও এলিয় ; তাহারা সপ্রতাপে দেখা দিয়া, তাহার যাত্রার বিষয় কথা কহিতে লাগিলেন, যাহা তিনি যিরশালেমে সমাপন করিতে উদ্যত ৩২ ছিলেন। তখন পিতর ও র্তাহার সঙ্গীরা নিদ্রীয় ১ । মথি ১৬ ; ১৩-২৮ । মাক ৮ ; ২৭-৩১ i ৯ ; ১ । S S BBBS S AAS AA SAAAAA BBB SSSSSS SSSSLS SS0SDS0S > br ミ* 67
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৪৯
অবয়ব