পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ 8 ; ¢ ०-> ; २१ ।] লুক – মোহন । bro এই নগরে অবস্থিতি কর, যে পৰ্য্যন্ত ন উদ্ধ হইতে আশীৰ্ব্বাদ করিতে করিতে তাহদের হইতে পৃথক শক্তিপরিহিত হও । ৫২ হইলেন, এবং উদ্ধে, স্বর্গে নীত হইতে লাগিলেন । আর •• পরে তিনি র্তাহাদিগকে বৈথনিয়ার সম্মুখ পৰ্য্যন্ত | তাহার। তাহাকে প্রণাম করিয়া মহানন্দে যিরশালেমে লইয়া গেলেন ; এবং হাত তুলিয় তাহাদিগকে | ৫৩ ফিরিয়া গেলেন ; এবং নিরন্তর ধৰ্ম্মধামে থাকিয় ৫১ আশীৰ্ব্বাদ করিলেন। পরে এইরূপ হইল, তিনি স্বরের ধন্যবাদ করিতে থাকিলেন। যোহনলিখিত সুসমাচার। ঈশ্বরের বাক্য যীশুর মহত্ত্ব ও অবতার। "ার প্রথা হইলেন কেননা তিনি আমার পূরে Tছলেন । S আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের ১৬ কারণ তাহার পূর্ণত হইতে আমরা সকলে পাইয়াছি কাছে ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। > R ২.৩ তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন । সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে, তাহার কিছুই ৪ তাহ ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল, | ১৮ ৫ এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। আর সেই e- - :ے.fi - জ্যোতি অন্ধকার মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার । 蠶 থাকেন, তিনিই | তাহাকে ] তাহা গ্রহণ * করিল না । ৬ এক জন মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে যীশুর বিষয়ে যোহনের সাক্ষ্য । প্রেরিত হইয়াছিলেন, তাহার নাম যোহন । তিনি ১৯ আর যোহনের সাক্ষ্য এই,—যখন বিহুদিগণ কএক সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, যেন সেই জ্যোতির জন যাজক ও লেীয়কে দিয়া যিরশালেম হইতে র্তাহার বিষয়ে সাক্ষ্য দেন, যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস : কাছে এই কথা জিজ্ঞাসা করিয়া পাঠাইল, “আপনি ৮ করে। তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন, কে ?” তখন তিনি স্বীকার করিলেন, অস্বীকার ৯ যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। প্রকৃত জ্যোতি করিলেন না ; তিনি স্বীকার করিলেন যে, আমি সেই ছিলেন, যিনি সকল মনুষ্যকে দীপ্তি দেন, তিনি জগতে ২১ খ্রীষ্ট নই। তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল, তবে কি ? ১০ আসিতেছিলেন। তিনি জগতে ছিলেন, এবং জগৎ । আপনি কি এলিয় ? তিনি বললেন, আমি নই ৷ তাহার দ্বারা হইয়াছিল, আর জগৎ তাহাকে চিনিল আপনি কি সেই ভাববাদী ? তিনি উত্তর করিলেন, BB B BB BB BBBB BBBS BB BBBB BB BS BBB BBB BBBB BBBS BBB BB S তাহার নিজের, তাহার। তাহাকে গ্রহণ করিল না । যাহারা আমাদিগকে পাঠাইয়াছেন, তাহাদিগকে যেন ১২ কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে, উত্তর দিতে পারি। আপনার বিষয়ে আপনি কি যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে, তিনি ২৩ বলেন ? তিনি কহিলেন, আমি “ প্রান্তরে এক ১৩ ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহারা জনের রব, যে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছ। হইতে নয়, মানুষের পথ সরল কর ", যেমন যিশাইয় ভাববাদী বলিয়াইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত । ২৪ ছিলেন + । তাহারা ফরীশীগণের নিকট হইতে প্রেরিত ১৪ আর সেই বাক্য মাংসে মূৰ্ত্তিমান হইলেন +, এবং ২৫ হইয়াছিল। আর তাহার। তাহাকে জিজ্ঞাসা করিল, আমাদের মধ্যে প্রবাস করিলেন —আর আমরা তাহার আপনি যদি সেই খ্ৰীষ্ট নহেন, এলিয়ও নহেন, সেই মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজাতের ভাববাদীও নহেন, তবে বাপ্তাইজ করিতেছেন কেন ? মহিমা ; তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ । ২৬ যোহন উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমি ১৫ যোহন তাহার বিষয়ে সাক্ষ্য দিলেন, আর উচ্চৈঃস্বরে জলে বা প্তাইজ করিতেছি ; তোমাদের মধ্যে এক বলিলেন, ইনি সেই ব্যক্তি, যাহার বিষয়ে আমি জন দাড়াইয়া আছেন, র্যাহাঁকে তোমরা জান না, বলিয়াছি, যিনি আমার পশ্চাৎ আসিতেছেন, তিনি যিনি আমার পশ্চাৎ আসিতেছেন ; আমি তাহার * ( বা ) প্রতিরোধ । ( বা ) পরাজয় । ২৭ পাদুকার বন্ধন খুলিবারও যোগ্য নহি। যদ্দনের + ( গ্ৰীক ) মাংস হইলেন । * ( বা ) একজগত ঈশ্বর । + যিশ o০ - ৩ । 89 আর অনুগ্রহের উপরে নুগ্রহ পাইয়াছি ; কারণ ব্যবস্থা মোশি দ্বারা দত্ত হইয়াছিল, অনুগ্রহ ও সতা যীশু খ্ৰীষ্ট দ্বারা উপস্থিত হইয়াছে । ঈশ্বরকে কেহ কথনও দেখে নাই ; একজাত পুত্র, *