পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭ ; ૭ર.-૧ ; રક્ત 1] ৬২ বিঘ্ন জন্মে ? তবে মনুষ্যপুত্র পূৰ্ব্বে যেখানে ছিলেন, সেখানে তোমরা তাহাকে উঠিতে দেখিলে কি বলিবে ? ৬৩ আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয় ; আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি, তাহ ৬৪ আত্মা ও জীবন ; কিন্তু তোমাদের মধ্যে কেহ কেহ আছে, যাহার। বিশ্বাস করে না । কেনন। যীশু প্রথম হইতে জানিতেন, কে কে বিশ্বাস করে না, বরং কেই ৬৫ বা তাহাকে শক্রহস্তে সমর্পণ করিবে । তিনি আরও কহিলেন, এই জন্ত আমি তোমাদিগকে বলিয়াছি, কেহই আমার নিকটে আসিতে পারে না, যদি পিতা হইতে তাহাকে ক্ষমতা দত্ত না হয় । ৬৬ ইহাতে তাহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল, ৬৭ তাহার সঙ্গে আর যাতায়াত করিল না। অতএব যীশু সেই বার জনকে কহিলেন, তোমরাও কি চলিয়৷ ৬৮ যাইতে ইচছা করিতেছ ? শিমোন পিতর তাহাকে উত্তর করিলেন, প্রভু, কাহার কাছে যাইব ? আপনকার ৬৯ নিকটে অনন্ত জীবনের কথা আছে ; আর আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে, আপনিই ৭ • ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি । যীশু তাহাদিগকে উত্তর করিলেন, তোমরা এই যে বার জন, আমি কি তোমাfদগকে মনোনীত করি নাই ? আর তোমাদের ৭১ মধ্যেও এক জন দিয়াবল আছে। এই কথা তিনি ঈষ্করিয়োতীয় শিমোনের পুত্ৰ যিহুদার বিষয়ে কহিলেন, কারণ সেই ব্যক্তি র্তাহাকে সমর্পণ করিবে, সে বার জনের মধ্যে এক জন । যিরূশালেমে দত্ত যীশুর উপদেশ । এই সকলের পরে যীশু গালীলে ভ্রমণ করিলেন, কেননা যিহুদিগণ র্তাহাকে বধ করিবার চেষ্ট৷ করায় তিনি যিহূদিয়াতে ভ্রমণ করিতে ইচ্ছা করিলেন ২ না। এক্ষণে যিহুদীদের কুটারবাস পৰ্ব্ব সন্নিকট হইল। ৩ অতএব তাহার ভ্রাতৃগণ র্তাহাকে কহিল, এখান হইতে প্রস্থান কর, যিহ্ৰদিয়াতে চলিয়া যাও ; যেন তুমি যাহা যাহা করিতেছ, তোমার সেই সকল কাৰ্যা ৪ তোমার শিষ্যেরাও দেখিতে পায় । কারণ এমন কেহ নাই যে, গোপনে কৰ্ম্ম করে, আর আপনি সপ্রকাশ হইতে চেষ্টা করে। তুমি যদি এই সকল কৰ্ম্ম কর ৫ তবে আপনাকে জগতের কাছে প্রকাশ কর –কারণ ৬ তাহার ভ্রাতারাও র্ত্যহাতে বিশ্বাস করিত না। —তখন যীশু তাহাদিগকে কহিলেন, আমার সময় এখনও আইসে নাই, কিন্তু তোমাদের সময় সৰ্ব্বদাই উপস্থিত। ৭ জগৎ তোমাদিগকে ঘৃণা করিতে পারে না, কিন্তু আমাকে ঘৃণা করে, কারণ আমি তাহার বিষয়ে এই ৮ সাক্ষ্য দিই যে, তাহার কৰ্ম্ম মন্দ । তোমরাই পর্বে যাও ; আমি এখনও এই পৰ্ব্বে যাইতেছি না, কেনন। ৯ আমার সময় এখনও সম্পূর্ণ হয় নাই । তাহাদিগকে ১• এই কথা বলিয়া তিনি গালীলে রহিলেন । কিন্তু প্তাহার ভ্রাতৃগণ পৰ্ব্বে গেলে পর তিনিও গেলেন, যোহন । > ዓ ১১ প্রকাশ্যরূপে নয়, কিন্তু এক প্রকার গোপনে। তাহাতে যিছুদিগণ পৰ্ব্বে তাহার অন্বেষণ করিল, আর কহিল, ১২ সেই ব্যক্তি কোথায় ? আর সমাগত লোকের তাহার বিষয়ে ফুসফুস করিয়া অনেক কথা কহিতে লাগিল । কেহ কেহ বলিল, তিনি ভাল মানুষ ; আর কেহ কেহ বলিল, তাহ নয়, বরং সে লোকসমূহকে ভুলাইতেছে। ১৩ কিন্তু যিহুদিগণের ভয়ে কেহ তাহার বিষয়ে প্রকাশ্য রূপে কিছু বলিল না। ১৪ পর্বের মধ্য সময়ে যীশু ধৰ্ম্মধামে গেলেন, ১৫ এবং উপদেশ দিতে লাগিলেন। তাহাতে যিহুদীরা আশ্চৰ্য্য জ্ঞান করিয়া কহিল, এ ব্যক্তি শিক্ষা ন৷ ১৬ করিয়া কি প্রকারে শাস্ত্রজ্ঞ হইয়া উঠিল ? যীশু তাহাদিগকে উত্তর করিয়া কহিলেন, আমার উপদেশ আমার নহে, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন, ১৭ তাহার। যদি কেহ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয়ে জানিতে পারিবে, ইহ ঈশ্বর হইতে হইয়াছে, না আমি আপন হইতে ১৮ বলি। যে আপন হইতে বলে, সে আপনারই গৌরব চেষ্টা করে ; কিন্তু যিনি আপন প্রেরণকৰ্ত্তার গৌরব চেষ্টা করেন, তিনি সত্যবাদী, আর তাহাতে কোন ১৯ অধৰ্ম্ম নাই। মোশি তোমাদিগকে কি ব্যবস্থা দেন নাই ? তথাপি তোমাদের মধ্যে কেহই সেই ব্যবস্থা পালন করে না। কেন আমাকে বধ করিতে চেষ্ট৷ ২• করিতেছ? লোকসমূহ উত্তর করিল, তোমাকে ভুতে পাইয়াছে. কে. তোমাকে বধ করিতে চেষ্টা করিতেছে ? ২১ যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমি একটা কাৰ্য্য করিয়াছি, আর সে জন্ত তোমরা সকলে ২২ আশ্চৰ্য্য বোধ করিতেছ। মোশি তোমাদিগকে ত্বকৃছেদবিধি দিয়াছেন—তাহ যে মোশি হইতে হইয়াছে, এমন নয়, পিতৃপুরুষদের হইতে হইয়াছে—এবং তোমরা বিশ্রামবারে মনুষ্যের ত্বকৃছেদ করিয়া থাক। ২৩ মোশির ব্যবস্থ। লজঘন যেন না হয়, তজ্জষ্ঠ যদি বিশ্রামবারে মানুষে ত্বকৃছেদ প্রাপ্ত হয়, তবে আমি বিশ্রামবারে একটা মানুষকে সৰ্ব্বাঙ্গীন হস্থ করিয়াছি ২৪ বলিয়া আমার উপরে কি ক্ৰোধ করতেছ। দৃশ্য মতে বিচার করিও না, কিন্তু দ্যায্য বিচার কর । তখন ষিরশালেম-নিবাসীদের মধ্যে কএক জন কহিল, এ কি সেই নহে, যাহাকে তাহারা বধ করিতে ২৬ চেষ্টা করেন ? আর দেখ, এ প্রকাশ্যরূপে কথা কহিতেছে, আয় তাহার। ইহাকে কিছুই বলেন না ; অধ্যক্ষগণ কি বাস্তবিক জানেন যে, এ সেই খ্ৰীষ্ট ? ২৭ যাহা হউক, এ কোথা হইতে আসিল, তাহ আমরা জানি খ্ৰীষ্ট যখন আইসেন, তখন তিনি কোথা হইতে ২৮ আসিলেন, তাহ কেহ জানে না। তখন যীশু ধৰ্ম্মধামে উপদেশ দিতে দিতে উচ্চৈঃস্বরে কহিলেন, তোমরা ত আমাকে জান, এবং আমি কোথা হইতে আসিয়াছি, তাহাও জান । আর আমি আপন হইতে আসি নাই ; কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি さQ в. к. в. s. ] 7 97