পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8 : » o- » G ; R | } ১• করিয়া বলিতেছ, পিতাকে আমাদের দেখাউন ? তুমি কি বিশ্বাস কর না যে, আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন ? আমি তোমাদিগকে যে সকল কথা বলি, তাহা আপন হইতে বলি না ; কিন্তু পিত অামাতে থাকিয়া আপনার কার্য্য সকল সাধন করেন । ১১ আমার কথায় বিশ্বাস কর যে, আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন ; আর না হয়, সেই সকল ১২ কায্য প্রযুক্তই বিশ্বাস কর । সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কাৰ্য্য করিতেছি, সেও করিবে, এমন কি, এ সকল হইতেও বড় বড় কাৰ্য্য করিবে ; কেননা ১৩ আমি পিতার নিকটে যাইতেছি । আর তোমরা আমার নামে যে কিছু যাজ্ঞা করিবে, তাহ আমি সাধন ১৪ করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাদ্ধা কর, তবে আমি তাহা করিব । সত্যের অগত্ম শিষ্যদের সহায় । ১৫ তোমরা যদি আমাকে প্রেম কর, তবে আমার ১৬ আজ্ঞ সকল পালন করিবে । আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় * তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের ১৭ সঙ্গে থাকেন : তিনি সত্যের আত্মা ; জগৎ তাঁহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে ন, তাহাকে জানেও না ; তোমরা তাহাকে জান, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও ১৮ তোমাদের অন্তরে থাকিবেন । আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে ১৯ আসিতেছি । আর অল্প কাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে ; কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত ২ • থাকিবে । সেই দিন তোমরা জানিবে যে, আমি আমার পিতাতে আছি, ও তোমরা আমাতে আছ ২১ এবং আমি তোমাদিগেতে আছি । যে ব্যক্তি আমার আজ্ঞ সকল প্রাপ্ত হইয়। সে সকল পালন করে, সেই আমাকে প্রেম করে ; আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন : এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে ১২ তাহার কাছে প্রকাশ করিব । তখন যিছুদ– ঈষ্করিয়োতীয় নয়—তাহাকে বলিলেন, প্রভু, কি হইয়াছে যে, আপনি আমাদেরই কাছে আপনাকে ১৩ প্রকাশ করিবেন, আর জগতের কাছে নয় ? যীশু উত্তর করিয় তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য পালন করিবে ; আর আমার পিত। তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস ২৪ করিব । যে আমাকে প্রেম করে না, সে আমার বাকা সকল পালন করে না। আর তোমরা যে বাক্য শুনিতে * ( বা ) পক্ষসমর্থনকারী, উকীল গ্ৰীক ) পরাক্লীত । যোহন । У o e) পাহতেছ, তাহ আমার নয়, কিন্তু পিতার, যিনি আমাকে পাঠাইয়াছেন। ২৫ তোমাদের নিকটে থাকিতে থাকিতেই আমি এই ২৬ সকল কথা কহিলাম। কিন্তু সেই সহায়, পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয় দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি, সে সকল স্মরণ ২৭ করাইয়া দিবেন। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি ; জগৎ যেরূপ দান করে, আমি সেরূপ দান করি না । তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হউক, ২৮ ভীতও না হউক । তোমরা শুনিয়াছ যে, আমি তোমাদিগকে বলিয়াছি, আমি যাইতেছি, আবার তোমাদের কাছে আসিতেছি । যদি তোমরা আমাকে প্রেম করিতে, তবে আনন্দ করিতে যে, আমি পিতার নিকটে যাইতেছি ; কারণ পিতা আম অপেক্ষ মহান। ২৯ আর এখন, ঘটিবার পূর্বেব, আমি তোমাদিগকে ৩০ বলিলাম, যেন ঘটিলে পর তোমরা বিশ্বাস কর । আমি তোমাদের সহিত আর অধিক কথা বলিব না ; কারণ জগতের অধিপতি আসিতেছে, আর আমাতে তাহার ৩১ কিছুই নাই ; কিন্তু জগৎ যেন জানিতে পায় যে, আমি পিতাকে প্রেম করি, এবং পিতা আমাকে যেরূপ আজ্ঞা দিয়াছেন, আমি সেইরূপ করি। উঠ, আমরা এ স্থান হইতে প্রস্থান করি । যীশু দ্রণক্ষণলতা, শিষ্যের শাখা । S(C আমি প্রকৃত দ্রাক্ষালতা, এবং আমার পিত কৃষক। আমাতে স্থিত যে কোন শাখায় ফল নী ধরে, তাহ তিনি কাটিয়া ফেলিয়া দেন ; এবং যে কোন শাখায় ফল ধরে, তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে ৩ আরও অধিক ফল ধরে । আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি, তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত ৪ আছ । আমাতে থাক, আর আমি তোমাদিগেতে থাকি ; শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রীক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রুপ আমাতে না ৫ থাকিলে তোমরাও পার না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা ; যে আমাতে থাকে, এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয় ; কেননা তাম ৬ ভিন্ন তোমরা কিছুই করিতে পার না । কেহ যদি আমাতে না থাকে, তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায় ও সে শুকাইয়া যায় ; এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়। ৭ তোমরা যদি আমাতে থাক, এবং আমার বাকী যদি তোমাদিগেতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছ হয়, যাঞ্জা করিও, তোমাদের জন্য তাহ করা যাইবে । ৮ ইহাতেই আমার পিতা মহিমাদ্বিত হন যে, তোমর প্রচুর ফলে ফলবান হও ; আর তোমরা আমার শিষ্য ৯ হইবে । পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও 107