পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> > や ২১ অতএব যোহনের বাপ্তিস্ম অবধি আরম্ভ করিয়া, যে দিন প্রভূ যীশু আমাদের নিকট হইতে উদ্ধে নীত হন, সেই দিন পর্য্যন্ত, যত দিন তিনি আমাদের কাছে ভিতরে আসিতেন ও বাহিরে যাইতেন, তত দিন সৰ্ব্বদা ২২ র্যাহারা আমাদের সহচর ছিলেন, তাহদের এক ব্যক্তি যে আমাদের সহিত তাহার পুনরুত্থানের সাক্ষী হন, ইহা ২৩ আবশ্যক। তখন তাহার এই দুই জনকে দাড় করাইলেন, যোষেফ—যাহাকে বাশকবা বলিয়৷ ডাকে, ২৪ র্যাহার উপাধি যুষ্ট—এবং মত্তথিয় ; আর তাহার প্রার্থনা করিলেন, হে প্ৰভু তুমি সকলের অন্তঃকরণ জান, যিহুদা নিজ স্থানে যাইবার জন্য এই যে ২৫ পরিচর্য্যা ও প্রেরিতত্ব ছাড়িয়া গিয়াছে, তাহার স্থান গ্রহণ করিবার জন্য তুমি এই দুইয়ের মধ্যে যাহাকে মনোনীত ২৬ করিয়াছ, তাহাকে দেখাইয়া দেও । পরে তাহারা উভয়ের জন্য গুলিবাট করিলেন, আর মত্তথিয়ের নামে গুলি উঠিল ; তাহাতে তিনি এগার জন প্রেরিতের সহিত গণিত হইলেন । পঞ্চাশত্তমীর দিনে পবিত্র আত্মার অবতরণ | २ পরে পঞ্চাশত্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে একত্র ছিলেন । আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গুহে তাহারা বসিয়াছিলেন, ৩ সেই গৃহের সর্ববত্র ব্যাপ্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে, এমন অনেক অগ্নিবৎ জিহবা তাহাদের দৃষ্টিগোচর হইল ; এবং তাছাদের প্রত্যেক জনের ৪ উপরে বসিল । তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তত দান করিলেন, তদনুসারে অন্য অনা ভাষায় কথা কহিতে লাগিলেন । ৫ ঐ সময়ে যিহুদীরা, আকাশের নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা, যিরশালেমে বাস ৬ করিতেছিল। আর সেই ধ্বনি হইলে অনেক লোক সমাগত হইল, এবং তাহারা হতবুদ্ধি হইয়া পড়িল, কারণ প্রত্যেক জন অপেন আপন ভাষায় তাহাদিগকে ৭ কথা কহিতে শুনিতেছিল। তখন সকলে আতিশয় আশ্চৰ্য্যাম্বিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল, দেখ, এই যে লোকের কথা কহিতেছে, ইহারা সকলে ৮ কি গলীলায় নহে । তবে আমরা কেমন করিয়া প্রত্যেক জন নিজ নিজ জন্মদেশীয় ভাষায় কথা ৯ শুনিতেছি ? পার্থীয়, মাদীয় ও এলমীয় লোক, এবং মিসপতামিয়া, যিছুদিয়া ও কাপ্পদকিয়া, পন্ত ও ১• আশিয়া, ফরুগিয়া ও পাদুলিয়া, মিসর, এবং লুবিয়া দেশস্থ কুরাণীর নিকটবৰ্ত্তী অঞ্চলনিবাসী, এবং প্রবাসকারী রোমীয়—কি যিহুদী কি যিহুদী-ধৰ্ম্মাবলম্বী লোক—এবং ক্রীতীয় ও আরবীয় লোক যে আমরা, ১১ আমাদের নিজ নিজ ভাষায় উহাদিগকে ঈশ্বরের প্রেরিত । [ ४ ; २०– १ ; २¢ । ১২ মহৎ মহৎ কৰ্ম্মের কথা বলিতে শুনিতেছি । এইরূপে তাহারা সকলে চমৎকৃত হইল ও হতবুদ্ধি হইয়। ১৩ পরস্পর বলিতে লাগিল, ইহার ভাব কি ? অন্য লোকের পরিহাস করিয়া বলিল, উহারা মিষ্ট দ্রাক্ষা১৪ রসে মত্ত হইয়াছে । কিন্তু পিতর এগার জনের সহিত দাড়াইয়া উচ্চৈঃস্বরে তাঁহাদের কাছে বক্তৃত৷ করিয়া কহিলেন, পিতরের বক্তৃত । হে যিহুদী লোকেরা, হে ফিরূশালেম নিবাসী সকলে তোমরা ইহা জ্ঞাত হও, এবং আমার কথায় কর্ণপাত ১৫ কর । কেননা তোমরা যেরূপ অনুমান করিতেছ, ইহার মত্ত, তাহ নয়, কারণ এখন বেলা তিন ১৬ ঘটিকামাত্র। কিন্তু এটা সেই ঘটনা, যাহার কথা যোয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে, “শেষ কালে এইরূপ হইবে, ইহা ঈশ্বর বলিতেছেন, আমি মৰ্ত্ত্যমাত্রের উপরে আপন আত্মা সেচন করিব : তাহাতে তোমাদের পুত্ৰগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনের স্বপ্ন দেখিবে । আবার আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময়ে আমি আমার আত্মা সেচন করিব, আর তাহারা ভাববাণী বলিবে । আমি উপরে আকাশে নানা অদ্ভুত লক্ষণ এবং নীচে পৃথিবীতে নানা চিহ্ন দেখাইব, রক্ত, অগ্নি ও ধূম-বাস্প। স্বৰ্য্য অন্ধকার হইয়। যাইবে, চন্দ্র রক্ত হইয়া যাইবে, প্রভুর সেই মহৎ ও জাজ্বল্যমান দিনের আগমনের পূবেব ; > * >しs 3 సా ス● ২১ আর এইরূপ হইবে, যে কেহ প্রভুর নামে ডাকিবে, সেই পরিত্রাণ পাইবে।”* ২২ হে ইস্রায়েলীয়েরা, এই সকল কথা শুন । নাসরতীয় যীশু পরাক্রম-কাৰ্য্য, অদ্ভুত লক্ষণ ও চিহ্ন সমূহ দ্বারা তোমাদের নিকটে ঈশ্বর-কর্তৃক প্রমাণিত মনুষ্য ; তাহারই দ্বারা ঈশ্বর তোমাদের মধ্যে ঐ সকল কাৰ্য্য ২৩ করিয়াছেন, যেমন তোমরা নিজেই জান : সেই ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণ ও পুৰ্ব্বজ্ঞান অনুসারে সমাপত হইলে তোমরা তাহাকে অধৰ্ম্মীদের হস্ত দ্বারা ক্রুশে ২৪ দিয়া বধ করিয়াছিলে। ঈশ্বর মৃত্যু-যন্ত্রণ। মুক্ত করিয়া তাহাকে উঠাইয়াছেন ; কেননা তাহাকে ধরিয়া রাখতে ২৫ মৃত্যুর সাধ্য ছিল না। কারণ দায়ুদ তাহার বিষয়ে বলেন, “ আমি প্রভুকে নিয়তই আমার সম্মুখে দেখিতাম : কারণ তিনি আমার দক্ষিণে আছেন, যেন আমি বিচলিত না হই ।

  • যোয়েল ২ ; ২৮-৩২ ৷

116