; ર૭-૭) ; ગ્લે રે ! ] এই জন্য আমার চিত্ত আনন্দিত ও আমার জিহব৷ উল্লাসিত হইল : আবার আমার মাংসও প্রত্যাশায় প্রবাস করিবে ; কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, আর নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিয়াছ, তোমার শ্ৰীমুখ দ্বারা আমাকে আনন্দে পূর্ণ করিবে।”* ভ্রাতৃগণ, সেই পিতৃকুলপতি দায়ুদের বিষয়ে আমি তোমাদিগকে মুক্তকণ্ঠে বলিতে পারি যে, তিনি প্রাণত্যাগ করিয়াছেন এবং কবরপ্রাপ্তও হইয়াছেন, আর তাহার কবর আজ পর্য্যন্ত আমাদের নিকটে ৩• রহিয়াছে। ভাল, তিনি ভাববাদী ছিলেন, এবং জানিতেন, ঈশ্বর দিব্যপূৰ্ব্বক তাহার কাছে এই শপথ করিয়াছিলেন যে, তাহার ঔরসজাত এক জনকে তাহার ৩১ সিংহাসনে বসাইবেন ; অতএব পূৰ্ব্ব হইতে দেখিয়া তিনি খ্রষ্ঠেরই পুনরুত্থান বিষয়ে এই কথা কহিলেন ネも
- b
R = যে, তাহকে পাতালে পরিত্যাগও করা হয় নাই, । ৩২ তাহার মাংস ক্ষয়ও দেখে নাই । এই যীশুকেই ঈশ্বর উঠাইয়াছেন, আমরা সকলেই এ বিষয়ের সাক্ষী । ৩৩ অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হওয়াতে, এবং পিতার নিকট হইতে অঙ্গীকুত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে, এই যাহা তোমরা দেখিতেছ ও ৩৪ শুনিতেছ, তাহা তিনি সেচন করিলেন। কেননা দায়ুদ স্বৰ্গারোহণ করেন নাই, কিন্তু আপনি এই কথা বলেন, “প্ৰভু আমার প্রভুকে কহিলেন, তুমি আমার দক্ষিণে বস, ৩৫ যাবৎ আমি তোমার শত্রগণকে তোমার পাদপীঠ না করি।” + ৩৬ অতএব ইস্রায়েলের সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হউক যে, ঈশ্বর তাহাকে প্রভু ও খ্ৰীষ্ট উভয়ই করিয়াছেন, এই যীশুকেই করিয়াছেন, যাহাকে তোমরা ক্রুশে দিয়াছিলে । তিন সহস্ৰ লোক মণ্ডলীভুক্ত হয় । এই কথা শুনিয়া তাহীদের হৃদয়ে শেল-বিদ্ধ হইল, এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে s৮ লাগিল, ভ্রাতৃগণ, আমরা কি করিব ? তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও, এবং তোমরা প্রত্যেক জন তোমাদের পাপমোচনের নিমিত্ত যীশু খ্রষ্ট্রের নামে বাপ্তাইজিত হও : তাহা হইলে পবিত্র আত্মারূপ ৩৯ দীন প্রাপ্ত হইবে । কারণ এই প্রতিজ্ঞ৷ তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ৪• ডাকিয়া আনিবেন । আর আর অনেক কথায় তিনি সাক্ষ্য দিলেন, ও তাহাদিগকে উপদেশ দিয়া কহিলেন, এই কালের কুটিল লোকদের হইতে আপনাদিগকে | د ; ه د د قPو + داد - یا و ده د Prs * ©ዓ প্রেরিত । Y S A ৪১ রক্ষা কর । তখন যাহারা তাহার কথা গ্রাহ করিল, তাহারা বা প্তাইজিত হইল ; তাহাতে সেই দিন কমবেশ ৪২ তিন হাজার লোক তাহদের সহিত সংযুক্ত হইল। আর তাহার প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুট ভাঙ্গীয় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল । তথন সকলের ভয় উপস্থিত হইল, এবং প্রেরিতগণ কর্তৃক অনেক অদ্ভূত লক্ষণ ও চিহ্ন-কাৰ্য্য সাধিত হইত। ৪৪ আর যাহারা বিশ্বাস করিল, তাহারা সকলে একসঙ্গে ৪৫ সমস্তই সাধারণে রাথিত ; আর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া, যাহার যেমন প্রয়োজন, তদনুসারে ৪৬ সকলকে অংশ করিয়া দিত। আর তাহারা প্রতিদিন একচিত্তে ধৰ্ম্মধামে নিবিষ্ট থাকিয় এবং বাটীতে ব্রুটা ভাঙ্গিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত ; তাহারা ঈশ্বরের প্রশংসা করিত, এবং সমস্ত ৪৭ লোকের প্রীতির পাত্র হইল। আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিগকে তাহীদের সহিত সংযুক্ত করিতেন। - এক জন জন্মখঞ্জকে সুস্থ করণ । পিতর ও যোহনের কথা ও কারাবাস । এক দিন প্রার্থনার ঘটিকায়, নবম ঘটিকায়, পিতর ও যোহন ধৰ্ম্মধামে যাইতেছিলেন ; এমন সময়ে লোকের এক ব্যক্তিকে বহন করিয়া আনিতে ছিল, সে মাতার গর্ভ হইতে খঞ্জ ; তাহাঁকে প্রতিদিন ধৰ্ম্মধামের সুন্দর নামক দ্বারে রাখিয় দেওয়া হইত, যেন, ধৰ্ম্মধামে যাহারা প্রবেশ করে, তাহদের কাছে ৩ ভিক্ষা চাহিতে পারে। সে পিতরকে ও যোহনকে ধৰ্ম্মধামে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া ভিক্ষা পাইবার ৪ জন্য বিনতি করিতে লাগিল । তাহীতে পিতর যোহনের সহিত তাহার প্রতি একদৃষ্টি চাহিয়া কহিলেন, ৫ আমাদের প্রতি দৃষ্টিপাত কর। তাহাতে সে তাহাদের প্রতি দৃষ্টি করিয়া রহিল, তাহাদের নিকট হইতে ৬ কিছু পাইবার অপেক্ষা করিতেছিল। কিন্তু পিতত্র বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহ। আছে, তাহা তোমাকে দান করি ; নাসরতীয় যীশু ৭ খ্রষ্টের নামে হাটিয়া বেড়াও । পরে তিনি তাহার দক্ষিণ হস্ত ধরিয়া তাহাকে তুলিলেন ; তাহাতে তখনই ৮ তাহার চরণ ও গুল্ফ সবল হইল ; আর সে লক্ষ দিয়া উঠিয় দাড়াইল, ও হাটিয়া বেড়াইতে লাগিল, এবং বেড়াইতে বেড়াইতে, লম্ব দিতে দিতে, ঈশ্বরের ংসা করিতে করিতে র্তাহীদের সহিত ধৰ্ম্মধামে = প্রবেশ করিল। সমস্ত লোক তাহাকে বেড়াইতে ও ১০ ঈশ্বরের প্রশংসা করিতে দেখিল ; আর তাহারা তাহাকে চিনিতে পারিল যে, এ সেই ব্যক্তি, যে ধৰ্ম্মধামের সুন্দর দ্বারে বসিয়া ভিক্ষা করিত ; আর তাহার প্রতি যাহা ঘটিয়াছিল, তাহাতে অতিশয় চমৎকৃত ও বিস্ময়াপন্ন হইল । আর সে পিতরকে ও যোহনকে ধরিয়া থাকাতে 8 ○ > 3 117