পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ ; ১৩ – ৫ ; ৯ । ] আর ইস্রায়েলের সমস্ত মণ্ডলী যদি প্রসাদবশতঃ পাপ করে, এবং তাহ সমাজের দৃষ্টির অগোচর থাকে, এবং সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কৰ্ম্ম করিয়৷ যদি ১৪ দোষী হয়, তবে তাহদের কৃত সেই পাপ যখন জ্ঞাত হইবে, তৎকালে সমাজ পাপার্থক বলিরূপে এক গোবৎস উৎসর্গ করিবে ; লোকের সমাগম তাম্বুর ১৫ সম্মুখে তাহাকে আনিবে। পরে মণ্ডলীর প্রাচীনবর্গ সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎসের মস্তকে হস্তার্পণ করবে, এবং সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন করা ১৬ যাইবে। পরে অভিষিক্ত যাজক সেই গোবৎসের ১৭ কিঞ্চিৎ রক্ত সমাগম-তাম্বুমধ্যে আনিবে। আর যাজক সেই রক্তে আপন অঙ্গুলি ডুবাইয় তাহার কিঞ্চিৎ তিরস্করিণীর অগ্রে, সদাপ্রভুর সম্মুখে সাত বার ছিটা১৮ইবে । এবং সেই রক্তের কিঞ্চিৎ লইয়া সমাগম-তাম্বুর মধ্যে সদাপ্রভুর সম্মুখে স্থিত বেদির শৃঙ্গের উপরে দিবে; পরে সমাগম তাম্বুর দ্বারসমীপে স্থিত হোম১৯ বেদির মূলে অন্ত সমস্ত রক্ত ঢালিয়া দিবে। আর বলি হইতে তাহার সমস্ত মেদ লইয়া বেদির উপরে ২০ দগ্ধ করিবে । সে ঐ পাপার্থক বলির বৎসকে যেরূপ করে, ইহাকেও তদ্রুপ করিবে ; এইরূপে যাজক তাহাদের জন্ত প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহদের ২১ পাপের ক্ষম হইবে। পরে সে গোবৎসকে শিবিরের বাহিরে লইয়া গিয়া প্রথম বৎসট যেমন পোড়াইয়াছিল, তেমনি তাহাকেও পোড়।হয়। দিবে ; ইহ সমাজের পাপার্থক বলিদান । আর যদি কোন অধ্যক্ষ পাপ করে, অর্থাৎ প্রমাদবশতঃ আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন ২৩ কৰ্ম্ম করিয়া দোষী হয়, তবে তাহার কৃত সেই পাপ যখন সে জ্ঞাত হইবে, তৎকালে আপনার উপহার ২৪ বলিয়া এক নির্দোষ পুংছাগ আনিবে। পরে ঐ ছাগের মস্তকে হস্তপণ করিয়া হোমবলি হননের স্থানে সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন করিবে ; ইহা পাপ২৫ খক বলিদান। পরে যাজক আপন অঙ্গুলি দ্বারা সেই পাপার্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গের উপরে দিবে, এবং তাহার রক্ত হোমবেদির মূলে ঢালিয়। ২৬ দিবে। আর মঙ্গলার্থক বলিদানের মেদের দ্যায় তাহার সমস্ত মেদ লইয়া বেদিতে দগ্ধ করিবে; এইরূপে যাজক তাহার পাপমোচনার্থ প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষম হইবে । আর সাধারণ লোকদের মধ্যে যদি কেহ প্রমাদবশতঃ সদাপ্রভুর কোন আজ্ঞানিষিদ্ধ কৰ্ম্ম দ্বারা পাপ ২৮ করিয়া দোষী হয়, তবে সে যখন আপনার কৃত পাপ জ্ঞাত হুইবে, তখন আপনার কৃত সেই পাপের জন্ত আপনার উপহার বলিয়া পালের মধ্য হইতে এক ২৯ নির্দোষ ছাগী আনিবে । পরে ঐ পাপার্থক বলির স্তকে হস্তীর্পণ করিয়া হোমবলি-স্থানে সেই পাপার্থক ৩০ বলি হনন করিবে। পরে যাজক অঙ্গুলি দ্বারা তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গের উপরে দিবে, 3 ২২ ՀԳ লেবীয় পুস্তক । ペー এবং তাহার সমস্ত রক্ত বেদির মূলে ঢালির দিবে। ৩১ আর মঙ্গলার্থক বলি হইতে নীত মেদের ন্তায় তাহার সকল মেদ ছাড়াইয়া লুইবে ; পরে যাজক সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে বেদির উপরে তাহ দগ্ধ করিবে: এইরূপে যাজক তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষম হইবে। ৩২ যদি সে পাপার্থক বলির উপহারার্থে মেষশাবক ৩৩ অনে, তবে একটী নির্দোষ মেষবৎসা আনিবে। আর সেই পাপার্থক বলির মস্তকে হস্তপণ করিয়া হোমবলি ৩৪ হননের স্থানে সেই পাপার্থক বলি হনন করিবে। পরে যাজক অঙ্গুলি দ্বারা সেই পাপার্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গগুলির উপরে দিবে, ও সমস্ত ৩৫ রক্ত বেদির মূলে ঢালিবে । পরে মঙ্গলার্থক বলির যে মেষশাবক, তাহার মেদ যেমন ছাড়ান যায়, তেমনি যাজক ইহার সকল মেদ ছাড়াইয়া লইবে, এবং সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারের রীতি অনুসারে তাহা বেদিতে দগ্ধ করিবে ; এইরূপে যাজক তাহার কৃত পাপের প্রায়শ্চিত্ত করিবে ; তাহাতে তাহার পাপের ক্ষম হইবে । ( আর যদি কেহ এইরূপে পাপ করে, সাক্ষী হইয়া, দিব্য করাইবার কথা শুনিলেও, যাহ। দেখিয়াছে কিম্বা জানে, তাহ সে প্রকাশ না করে, তবে ২ সে আপন অপরাধ বহন করিবে । কিম্বা যদি কেহ কোন অশুচি দ্রব্য স্পর্শ করে, অশুচি জন্তুর শক হউক, কিম্বা অশুচি গোমেষাদির শব হউক, কিম্বা অশুচি সরীস্বপের শব হউক ; যদি সে তাহ জানিতে ন পায় ৩ ও অশুচি হয়, তবে সে দোষী হইবে। কিম্বা মনুষ্যের কোন অশৌচ, অর্থাৎ যাহা দ্বারা মনুষ্য অশুচি হয়, এমন কিছু যদি কেহ স্পর্শ করে, ও তাহ জানিতে না ৪ পায়, তবে সে তাহ জ্ঞাত হইলে দোষী হইবে। আর কেহ অবিবেচনাপূর্বক যে কোন বিষয়ে শপথ করুক না কেন, যদি কেহ আপন ওষ্ঠে অবিবেচনাপূর্বক ভাল বা মন্দ কাৰ্য্য করিব বলিয়া শপথ করে, ও তাহ। জানিতে না পায়, তবে সে তাহ জ্ঞাত হইলে তদ্বিষয়ে ৫ দোষী হুইবে । আর তদ্রুপ কোন বিষয়ে দোষী হইলে ৬ সে নিজকৃত পাপ স্বীকার করিবে। পরে সে পাপার্থক বলির নিমিত্তে পাল হইতে মেষবৎসা কিম্বা ছাগবৎসা লইয়। সদাপ্রভুর উদ্দেশে আপনার কৃত পাপের উপযুক্ত দোষার্থক বলি উৎসর্গ করিবে ; তাহাতে যাজক তাহার পাপমোচনার্থ প্রায়শ্চিত্ত করিবে । ৭ আর সে যদি মেষবৎসা আনিতে অসমর্থ হয়, তবে আপনার কৃত পাপের জন্ত দুই ঘুঘু কিম্বা দুই কপোতশাবক, এই দোষার্থক বলি সদাপ্রভুর নিকটে আনিবে : ৮ তাহার একটী পাপার্থ, অন্তটা হোমর্থ হইবে। সে তাহাদিগকে যাজকের নিকটে আনিবে, ও যাজক অগ্ৰে পাপার্থক বলি উৎসর্গ করিয়া তাহার গলা মুচ৯ ড্রাইবে, কিন্তু ছিড়িয়া ফেলিবে না। পরে পাপার্থক বলির কঞ্চিৎ রক্ত লইয়া বেদির গাত্রে ছিটাইবে, এবং 87