পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৰ্ব্বনামের ৰাপ । )e(t সংস্কৃত বিশেষণ সৰ্ব্বনাম, যথা— - পুং ক্লীব লিঙ্গ । স্ত্রীলিঙ্গ । ত্বদীয় ত্বদীয়া Ef***" {ia যুমদীয়া # সন্ত্রমার্থক ভবদীয় ভবদীয়া - প্রথম পুরুষ তদীয় তদীয়া স্ব স্বা স্বীয় স্বীয়া স্বকীয় স্বকীয়া এ, ও, সে, যে, কি, যদ, তদ, এবং এতদ, শব্দও বিশেষ্য-শব্দের পূৰ্ব্বে স্থাপিত হইয় তাহাঁকে বিশেষ করে, অতএৰ ঐসকলও বিশেষণ সৰ্ব্বনাম বলিয়া গণ্য, যথা, এ পণ্ডিত কোথা থাকেন ? ও বালক-টা আমার পুত্র, সে ফলগুলি তুমি কোথা পাইয়াছিলে ? যে মনুষ্য ঈশ্বরের সেবা করে য়েই ধন্য। সে গাই-টার কি বাছুর হইয়াছে নই কি আঁড়িয়া ? তুমি যে স্থানে বাস কর তাহ। অতিমন্দ। (যদ+কালীন=) যৎকালীন, তদ্বিষয়ে, এতদ্দেশে। বিবেচন। যে বস্তুর নামের পরিবর্তে (শুদ্ধ সৰ্ব্বনাম) এ, ইনি, ইহা, বা তত্তদ ৰহুবচনীয় পদ ব্যবহার করাযায় তাহারি বিশেষণার্থে এ শব্দ ব্যবহৃত হয়। এবং যে পদার্থের নামের পরিবর্তে ও, উনি, উহা, বা তত্তৎ বহুবচনীয় রূপ ব্যবহৃত হয়, আহারি পূৰ্ব্বে ও বিশেষণ রূপে ব্যবহৃত হয়। .এবং সে, তিনি, তাহ বা তত্ত বহুবচনীয় পদ যে বস্তুর নামের পরিবর্ভে ব্যবহৃত তাহারি বিশেষণ সে । এইরূপ যে, যিনি, যাহা বা তওঁৰহবচনস্বারা প্রকাশিত বস্তুর বিশেষণ যে শব্দ। যে বস্তুর জিজ্ঞাসার্থে কি ব্যবহার করা যায় তাহারি বিশেষণ প্রায় কি হয়। কি কখন২ কি-প্রকার ইত্যর্থে"মহুষ্যবাচক শব্দেরও বিশেষণ হয়,যথা, সে যে কি লো তাহা অামি বলিতে পারিন । ve - 石