পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°აe &) বাঙ্গল-ব্যাকরণ । যদ, তদ, এতদ বিশেষণৰূপে ক্রমে যে, সে এবং এ শব্দের পরিবর্তে সমাসে ব্যবহৃত হুয়,* কোন শব্দ এবং কোন শব্দ বিশেষণ ৰূপে প্রকাশিত শব্দের পূর্বে ব্যবহৃত হইয়। কোন শব্দ অধিকন্তু জিজ্ঞাসা বোধক হয়। অর্থের দৃঢ়ত নিমিত্তে এ, ও, সে শব্দের উত্তর ই যুক্ত হইয়া, সংযুক্ত এই, ঐ, এবং সেই শব্দ বিশেষণ রূপেই প্রায় ব্যবহৃত হয়। o যেমন বিশেষ্য ও বিশেষণ শবদ একত্রে প্রকাশিত থাকিলে শুদ্ধ বিশেষণকে দ্বিরুক্তি করিলে অথবা বিশেষ্যকে বহুবচনে রূপান্তর করিলে উভয়ে বহুবচন হয়, একত্রে প্রকাশিত বিশেষণ সৰ্ব্বনাম ও তদ্বিশেষ্যও ঐরূপ বহুবচন হয়, যথা, যদ্যদ, তত্তদ। এবং এ, ও, সে ই-যুক্ত নাহইয়। দ্বিরুক্ত হয়না, যথা, এ এ বস্তু বলা যায় না কিন্তু এই এই বস্তু বলাগিয়াথাকে, এতদ শব্দ দ্বিরুক্ত হয় না। - এ, ও, সে আর যে শব্দ বিশেষণৰস্থায় সকল, সব, ও সমস্ত শব্দ যোগদ্বারাই প্রকারান্তরে বহুবচন হইয়াথাকে (অন্য বহুত্ব বোধক শব্দ যোগে হইতে পারে না)। এস্থলে অারে। জানা কৰ্ত্তব্য যে বিশেষ্য প্রকাশিত থাকিলেই কেবল বিশেষণ দ্বিরুক্ত হইয়া বহুবচন হইতে পারে, কিন্তু সকল, সব, ও সমস্ত যোগে উভয় অবস্থাতেই বহুবচন হইতে পাৱে । বিশেষণে ও বিশেষণসৰ্ব্বনামে বিশেষ এই যে (শুদ্ধ) বিশেষণ যেমন তদ্বিশেষ্য প্রকাশিত না থাকিলেও আবশ্যকমতে ভিন্ন২ রূপে রূপান্তর হয়, তেমন বিশেষণসৰ্ব্বনাম ভদ্বিশেষ্য উহ থাকিলে (টা অাদি প্রত্যয় যুক্ত না হইলে) রূপ করা যায় না ;–কিন্তু টা আদিও যুক্ত হইলে রূপ করা যায়, যথl,— কর্তৃকারক शशङ्क्षिा অধিকরণ এ-ট। এ-টা-র এ-টা-তে, এ-ট-য় কোন-টী কোন্-টী-র কোন-ট-তে 寫

  • স্থল বিশেষে যদু শব্দ যৎ, যন, তদ শব্দ তৎ, তন, এবং এতদ শব্দ এতৎ, এতনও হয় ।

ও এবং ই সংযোগে ঐ এবং কদাচিৎ অই ইত্যাকারে লিখিত হয়। g # ७२ श्रृंॐ1 cछ्थ । ১৭ পৃষ্ঠা দেখ । এবং টা-জাদির যে প্রত্যয় ঐ ঔহ বিশেষ্যে প্রযুজ্য তাহাই ঐ বিশেষণে প্রয়োগ করা যায় । o