পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধাতু। >NSq ভদ্ভিন্ন যে সকল ধাতুর ক্রিয়াবাচক শব্দ, ক্তান্তপদ, ও কর্তৃবোধক পদ তিনই চলিত নাই কিন্তু দুই বা এক চলিত তাহা এখানে লিখা গেল না,—ফলতঃ তাহ অতি অলপ | * নিমু লিখিত ক্রিয়াবাচক শব্দাদি যে২ উপসর্গ বা শব্দ পুৰ্ব্বক, যে২ ধাতু হইতে নিম্পন্ন তাহা তত্তৎ বাম ভাগে দর্শিত হইল। এস্থলে বিশেষতঃ কুাতব্য এই যে, যে সকল ধাতুর ঔকার ইৎ ষায় তাহার ক্তাদি পদে ইকারের আগম প্রায় না হওয়াতে ও ভণন্ত পদ সমূহ বাঙ্গলায় ব্যবহৃত এবং এস্থলে দর্শিত হওয়াতে ঐ ধাতু সমুদয়ের উত্তর ঔ-কারের ইং দেখান গিয়াছে, যথা, গম—ঔ। এবং যে ধাতুর উচ্চারণকালে ব্যবহারানুসারে যে বর্ণ উচ্চারিত হইয়। পরে ইৎ যায়, তাহ সেই ধাতুর সহিত লিখিয়া পরে ইৎ দেওয়াগিয়াছে, যথা, বৃঞ—ঞ তদ্ভিন্ন আর যে বা যে২ বর্ণ কোন কর্ঘ্যের নিমিত্তে সংস্কৃতে কোন ধাতুর উত্তর লিখিয়া ইৎ দেওয়া যায়, সে কার্য হয় যে পদে তদ্রুপ পদের ব্যবহার রাঙ্গলায় না থাকাতে সে ধাতুর উত্তর সে অক্ষর লিখগেল না। ধাতু অসংযুক্তাবস্তায় যে অর্থ বোধক,কোন শব্দ সঙ্গে সংযুক্তাবস্থায় ঐ শব্দার্থ পুৰ্ব্বক প্রায় সেই অর্থ স্থচকই হয়, কিন্তু উপসর্গ যোগে প্রায় স্বকীয় অণদ্য অর্থের অতিরেকে কিম্বা তদ্ব্যতিরেকে কোন অর্থ প্রকাশক হয়, অতএব নান উপসর্গ সংসর্গে এক ধাতু নানার্থ প্রতিপাদক হয়, যথা উপসৰ্গ প্রকরণ দৃষ্টে অবগতি হইবে। পরন্তু নিমু দর্শিত ধাতু সকল অসংযুক্তাবস্থায় কি অর্থবোধক এবং যে উপসর্গ যোগে ব্যবহৃত তৎ সংযোগ কি অর্থের প্রতিপাদক তাহার প্রদশর্ণ অভিধান গণেরই কাৰ্য ব্যাকরণের নয়, তথাচ তত্ত্বাবতই প্রায় এক প্রকার দশিত হইয়াছে, অর্থাৎ শব্দ বা উপসর্গ পুৰ্ব্বক প্রত্যেক ধাতুর অর্থ তৎ দক্ষিণ ভাগে মুর্শিত তৎ ক্রিয়াবাচক শব্দদ্বারা এক প্রাকার প্রতিপাদিত হইয়াছে। এবং ঐ ধাতু উপসৰ্গাদি সংযোগ বিনা যে অর্থের প্রতিপাদক তাহ ঐ ধাতু অসংযক্তাবস্থায় নিযু ধাতুমানায় যে স্থলে ব্যবহৃত হইয়াছে সেখানে তদীয় ক্রিয়াবাচক শব্দদ্বারা এক প্রকার প্রকাশ পাইছে। পরন্তু যে কএক ধাতু ও তত্ত্বৎ ক্রিয়াবাচকশব্দ কেবল সংযুক্তাবস্থায় বাঙ্গলায় ব্যবহৃত হওয়াতে নিযু ধাতুমালায় অসংযুক্তাবস্থায় 'দর্শন যায় নাই, ঐ ধাতু কতিপয় উপসৰ্গাদির যোগ বিনা ষে অর্থের প্রতিপাদক তাহাও ছাত্রের অভিধানগণ আহরণ ও দর্শন জন্য কুেশ নিবারণার্থ ঐ ধাতু সংক্তরূপে যে২ পৃষ্ঠায় লিখাগেল, তাহারি প্রথম পৃষ্ঠার নীচেটকারূপে লিখালে । পরন্তু , আরো জ্ঞাতব্য এই যে ত্ত প্রত্যয়ান্ত ও কর্তৃবোধক পদের পুংলিঙ্গবাচক আকার বঙ্গলায়, অধিক প্রচলিত ग