পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ©b~ बांक्रव्ल-दTांकज्ञं १ । ক্রিয়াবাচক শব্দে হওন ধাতুর যোগে নিম্পন্ন উক্তরূপ ধাতুর প্রয়োগ ভাববাচ্যেই প্রণয় হইয় থাকে। যে সকল সংস্কৃত অন ভাণান্ত ক্রিয়াবাচক ও অন্য প্রকার সংস্কৃত ক্রিয়াবাচক শব্দ বাঙ্গলাতে ধাতুরূপে ব্যবহৃত নয়, তাহ করণাদি ধাতু যোগে ধাতুরূপে ব্যবহার ও তৎপরে করণাদির রূপকরণদ্বারা রূপকরযাইতেপারে, যথা, গমন-করণ, গতি-করণ, উপস্থিত-হওন, ইত্যাদি। পদ্যেতে আবশ্যকমতে উক্তরূপ সংযুক্ত ধাতুর শেষ ভাগ অগ্রে ও প্রথম ভাগ পরে ব্যবহার করাযায়, যথা, গমন-করিল না বলিয়া করিল-গমন বলাযায়। ബ് উক্তরূপ সংযুক্ত ধাতুর ক্তান্ত পদ ও কর্তৃবোধক পদ শেষ ধাতুর তত্তজপ (সংস্কৃত) পদ সাধিলে সিদ্ধ হয়, অথবা শেষ ত্যাগে শুদ্ধ ক্রিয়াবাচক শব্দের উক্ত রূপ পদ সাধাগেলে সিদ্ধ হইতে পারে, যথা,— ধাতু কর্তৃবোধক পদ ক্তান্ত পদ f o অপহরণ-কৰ্ত্ত বা অপহৰ্ত্ত । অপহরণ-কৃত অপহরণ-করণ { অপহরণ-কারুক বা অপহারক ব অপহরণ-কারী বা অপহারী J অপহৃত কিন্তু সে যাহtহউক এরূপ সংযুক্ত ক্তান্তপদ প্রায় ব্যবহার করাযায় ন, ব্যবহার করিলেও সুশ্রাব্য হয় না। অসংযুক্ত বা সংযুক্তৰূপ সমাপক ক্রিয়াপদের পূৰ্ব্বে (বা কখন২ পরে) যদিশবদ ব্যবহৃত হইয়াথাকে, এবং তদবস্থায় ঐ ক্রিয়াপদ সমাপক হইয়াও (যদি যোগে) এক প্রকার অসমাপক হয়,অৰ্থাৎ তাহার পর এক সমাপক ক্রিয়াপদ ব্যবহৃত ন হইলে ভাবের বা বাক্যের শেষ হয় না । উক্ত ক্রিয়াপদদ্বয় ইলে ভাগান্ত অসমাপক ক্রিয়াপদ ও তৎপরবৰ্ত্তি ক্রিয়াপদের ন্যায় পরস্পর আপেক্ষিক, এবং ভাবার্থেও যদিপূর্বক ক্রিয়াপদ ইলে ভাগান্ত ক্রিয়াপদের ন্যায়, এবং তৎপরবর্তি ক্রিয়াপদও ৰূপবিশেষে ইলে ভাগান্ত ক্রিয়াপদের পরবর্তি তদ্রুপ ক্রিয়াপদের ন্যায় অপেক্ষ ও পণ আদির আভাস প্রকাশক হয়, (১২৯ পৃষ্ঠা দেখ) যথা, যদি তুমি যাও তবে আমি যাই, (অর্থাৎ তুমি গেলে আমি যাই) যদি তুমি গালি দিবে তবে আমি মারিব। যদি এমত কৰ্ম্ম করিবেই বা করিলেই তবে আগে আমাকে জানাইলে না কেন P । -