পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У У о A. दांक्रली-दाांकज़१ ।। সংযুক্ত বাতু। কএকটি ধাতু আছে যাৰ অন্য ধাতুর চতুম ও জ্বাচ্আদি পদে যুক্ত হইলে প্রায় স্বকীয়ার্থ প্রকাশ না করিয়া ঐ চতুম ও ক্তচাদি পদে আর কোন অর্থ যোগ করে। একত্রে ব্যবহৃত এমত ক্রিয়াপদদ্বয় এক সংযুক্ত ক্রিয়াপদ বলা যায়, যথা— ১ ফেলন ধাতু পৃথকরূপে ব্যবহৃত হইলে নিক্ষেপ করণ বুঝায়, কিন্তু অন্য ধাতুর ত্ত্বাছ পদে যুক্ত হইলে ঐ জ্বাচের কার্য অগোঁণে শেষ করা বুঝায়, যথা, খাইয় ফেলেন, বলিয় ফেলেন । ২ দেওন ও যাওন ধাতু জ্বাচের পর যুক্ত হইলে ঐ ভাচের কার্য্য একপ্রকার শেষ করা বুঝায়, যথা, ছাড়িয়া দেওন, চলিয়া যাওন, । ৩ কোন ধাতুর ত্ত্বাছ পদে ও চুকন ধাতু সংযুক্ত (ও একত্রে উচ্চরিত) হইলে তার ঐ জুীচের কার্য (কোন কালের অগ্ৰে) সমাপ্ত হইয়া যাওন বুঝায়, যথা, সব দেন। পাওন) নিকাস্ করিয়া চুকিয়াছি। ৪ চতুম্‌ পদে লাগন ধাতু যুক্ত হইলে তদ্বারা ঐ মূল ধাতুর কার্যের আরম্ভ বা ব্যাপ্তি বুঝায়, যথা, তিনি বলিতে লাগিলেন। w ৫ চতুমের উত্তর দেওন ধাতু যুক্ত হইলে তদ্বারা অনেক স্থলে মূল ধাতুর কণয্য করিতে অনুমতি দেওন অথবা বাধা না দেওন বুঝায়, যথা, যাইতে দেওন, গাইতে দেওন, হইতে দেওন । শু চতুমের উত্তর পাওন ধাতু সংযুক্ত হইলে, ভদ্বারা ঐ মূল ধাতুর কাৰ্য্য করণে সমর্থ হওয়া বা বাধা না পাওয়া বোধ হয়, যথা, দেখিতে পণওন, আণসিতে পাওন। ৭ চতুমের উত্তর চলন, থাকন, অথবা আছি ধাতু যুক্ত (এবং একত্রে উচ্চারিত) হইলে, তদ্বারা ঐ মূল ধাতুর কার্য্য ক্রমিক হওন বুঝায়, যথা, ও এখন হইতেচলিল, লিখিতেথাক, আমি গড়িতেআছি তুমি ভাঙ্গিতে আছে । •? ৮ বিরুক্ত চতুমের পর আছি, থাকন, ও রহন ভিন্ন অন্য ধাতু যুক্ত হইলে, অথবা ভূীচের উত্তর আছি, থাকন, বা রহন যুক্ত হইলে, তদ্বারা তৎকৰ্ত্তার ঐ চতুমের বা জ্বাচের কার্য্য করণাবস্থায় পুৰ্ব্বৰ্ত্তি ক্রিয়ার । কাৰ্য্য করণ বুঝায়, তিনি গাইতে২ আসিতেছেন, সে কাদিতেই দৌড়িল, সে যখন ঘুমাইয় থাকে বোধ হয় যেন মরিয়া রহিয়াছে। ১০ চতুমের পর হওন ধাতু যুক্ত হইলে ভদ্বারা বোধ হয় যে ঐ চতুম্ পদবোধ্য কর্ঘ্য হওয়া বা করা উচিত'ব। অবশ্যক, অথবা তৎকৰ্ত্ত তাহ করিতে বাধিত, যথা, সেখানে একবার যাইতে হয়, তোমাকে এই কৰ্ম্ম