পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭o বাঙ্গল-ব্যাকরণ । ২ পরা, ভঙ্গ-বাচক, যথা, পরাজয়—অর্থাৎ রণ-ভঙ্গ । এবং ভঙ্গ, প্রত্যাবৃত্তি, অনাদর ও নাগভাবের দ্যোতক, যথা . পরাভব, প্রত্যাবৃত্ত, পরাস্ত । . ৩ অপ, অনাদর ; বৈৰূপ্য বা ভংশ বাচক, যথা, অপদেবত ; অপযশ, অপমান। এবং অনাদর,ভংশ ; ও নঞ অর্থের দ্যোতক, যথা, অপক্লষ্ট, অপগত ; অপচয়। ৪ সং বা সম্, প্রকর্ষ (অর্থাৎ উত্তমতা বা সম্যক ভাব), শ্লেষ t অর্থাৎ যোগ ; এবং আভিমুখ্য বাচক, যথা, সঙ্গীত, সঙ্কীৰ্ত্তন, সন্তুষ্ট, সম্বন্ধ, সন্মুখ। এবংনৈ রন্তৰ্য্য দ্যোতক, যথা, সন্তত । * ৫ নি, নিশ্চয় বাচক, যথা, নি-বারণ, নিমগ্ন । এবং নিষেধ e দ্যোতক, যথা, নিষেধ । ৬ অব, অনাদর বাচক, যথা, অবজ্ঞাত, অবগীত। এবং নিশ্চয় ও সাকল্য দ্যোতক, যথা, অবধারণ, অবসন্ন । ৭ অনু, পশ্চাৎ ; সাদৃশ্য ও পুনরর্থ বাচক, যথা, অনুগামী, অনুতাপ ; অনুৰূপ, অনুশীলন। ৮ নির, নিষেধ (অর্থাৎ শুন্য বা নএঃ অর্থ) ; বহিস্করণ ; ও নিশ্চয় বাচক, যথা, নির্ভর, নির্জন ; নিগত, নিস্তৃত ; নির্জিত । এবং নিশ্চয় দ্যোতক, যথা, নিৰ্দ্ধারিত । ৯ জুর, কষ্ট (অতএব কদাচিৎ পাকতঃ নিষেধ); নিন্দ, ও কুৎসিত বাচক, যথা, দুর্গমা,(ইশ্বর) দুর্বোধ্য; ছুশ্চরিত্র, দুনাম । ১০ বি, নঞ অর্থ ; ও বিশেষ বাচক, যথা, বি-যুক্ত, বি-ধবা ; বিমোচন । এবং দান, ও গতি দ্যোতক, যথা, বি-তরণ, বি-হার। ১১ অধি, উপরিতাবাদি বাচক, যথা, অধিপতি, অধিষ্ঠাতা । ১২ মু, পূজন অর্থাৎ উত্তমতা বা অনায়াস; এবং অতিশয় বীচক, যথা, সুমানুষ, সুগঠিত ; সুগম ; মুকঠিন । ১৩ উৎ, উৰ্দ্ধ বাচক, যথা, উত্থিত, এবং উৎকর্ষ ও প্রাকট্য দ্যোতক, যথা, উৎকৃষ্ট, উদ্ভাবন, উৎপত্তি।