পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অব্যয় শখদ । >లిసి বৈরক্ত ৰোধক, যথা—আহ, আঃ, রাম রাম ইত্যাদি। আশ্চৰ্য্যত বা চমৎকার বোধক, যথ,—ওমা! সেকি ! ওম। সেকি ! ওম একি ! ওরেৰাপ ! কি আশ্চৰ্য্য ! ইত্যাদি । হঠাৎ নিবারণ বোধক, যথা,—হঁীহাহী ! ইত্যাদি। হঠাৎ স্মরণ আদি বোধক, যথা,—ও, ওহে ! ইত্যাদি। শপথ বা রক্ষার্থে আহান বোধক, যথা,—দোহাই ! ইত্যাদি । লজ্জাদি ৰোধক, যথা—দূর ! বহিস্করণার্থক, যথা—দূর দূর দূর । উপহাস দি বোধক, যথb—দুয়ো দুয়েt২ ! ৫ উপসৰ্গ । নিম্ন লিখিত বিংশতি অব্যয় শব্দ সংস্কৃতে (অতএব বাঙ্গলাতেও) উপসর্গ বলাযায়। উপসর্গ অসংযুক্ত সংস্কৃত পদের পূৰ্ব্বে তৎসংযোগে ব্যবহৃত হয়, উপসর্গ সংসর্গে এক পদ অনেক হইয়া সংস্কৃত ভাষা এমত প্রবৃদ্ধ ও সমৃদ্ধ হইয়াছে। উপসর্গ উক্তৰূপ পদ সংযোগে কদাচিৎ তদখাতিরেকে বিশেষণৰূপে কোন অর্থের বাচক হয়,কদাচিৎ স্বয়ং কোন পৃথকৃ অর্থ ন বুঝাইয় এবং তৎযুক্ত পদকেও তাহার অসংযুক্তাবস্থার অর্থ বুঝাইতে না দিয়া তদ্ভিন্নার্থের দ্যোতক হয়, এবং কদচিৎ উপসর্গ যুক্ত বিশেষ২ পদ স্বকীয় আদ্যর্থেরই প্রায় প্রকাশক হয়, অতএব তদবস্থায় ঐ উপসর্গ কোন অর্থের বাচক হয় না দ্যোতকও বলাযাইতে পারে ন। কিন্তু কোন উপসগ কোন পদ সংযোগে কি অর্থের বাচক বা দ্যোতক হয়, তাহার সবিশেষ বর্ণনা অভিধানের অভিধেয় ব্যাকরণের নয়—তবে ঐ প্রত্যেক উপসগ প্রধানতঃ কি অর্থের বা ভুাবের বাচক, ও সচরাচর কি অর্থের দোতক, ব্যাকরণে কেবল তাহারি বর্ণনা করিয়া ঐ উপসৰ্গ সংযুক্ত পদদ্বারা তাহার • উদাহরণ দশান যাইতে পারে, যথা,— ১ প্র, প্রকর্ষ বা উৎকর্ষ বাচক, যথা,--প্র-ণতি, প্র-দীপ্ত, প্রদান —অর্থাৎ প্রকৃষ্ট ণতি, উৎকৃষ্টৰূপে দীপ্ত, প্রকৃষ্টৰূপে দান। এবং প্রকর্ষ, উৎপত্তি, ও সৰ্ব্বতে ভাবাদির দ্যোতক, যথা, প্রকৃষ্ট, প্রভূত, প্রদক্ষিণ ইত্যাদি।