পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কারক । ᎼbrᎼ অষ্টম পরিচ্ছেদ । -- কারক । ক্রিয়াদির সহিত অন্বয় জন্য (বিভক্তি যোগে) শব্দের যে ভিন্ন২ ৰূপ তাহার নাম কারক । কারক অষ্ট প্রকার, যথা—১ যে করে সে কৰ্ত্তা;—২ কৰ্ত্তা যাহা করে তাহা কৰ্ম্ম —৩ কৰ্ম্ম যাহার করণত্বে বা কর্তৃত্বে কৃত হয় তাহ করণ;–৪ যাহাকে বা যদুদেশে দান করষায় তাছ। সম্প্রদান –৫ যাহা হইতে কোন কিছু স্থানান্তরিত হয় তাহা অপাদান ;–৬ যাহার সম্বন্ধীয় কোন বস্তু হয় তাহা সম্বন্ধ ; —৭যাহাতে কোন পদার্থ স্থিত হয় তাহ অধিকরণ ;–8যাহাকে আহ্বান করাযায় তাহা সম্বোন্ধন । কৰ্ত্ত বা কর্তৃবোধক পদ কৰ্ভুকারক, এবং এই ৰূপ কৰ্ম্ম আদি বোধক পদ তত্তন্নামপুৰ্ব্বক কারক বলাযায়,* ৩২ পৃষ্ঠা দেখ। কর্তৃকারকের প্রয়োগাদি । কোন শব্দ ক্রিয়াদির সহিত অন্বয় বিনা ব্যবহৃত হইলে (১), অথবা কর্তৃবাচ্যে (২) ও ঢঘ বাচ্যে (৩) ক্রিয়ার কৰ্ত্ত হইলে, কর্তৃকারকীয়কপে ব্যবহৃত হয় ;– কর্তৃকারকীয় পদ (প্রকৃত ৰূপে) প্রথমাস্ত—যথা, কৃষ্ণু শ্ৰী, জ্ঞান (১); রাজা কহিলেন, তুমি কোথা যাইতেছ (২); তাহা মিলিবেন, তাহার 'প ভাঙ্গিয় গিয়াছে (৩) । - , কিন্তু প্রাণিবাচক সাধারণ সংজ্ঞা ও অপ্রাণিবাচককতিপয় শব্দ সকৰ্ম্মক ক্রিয়ার কৰ্ত্ত হইলে অনেক স্থলে সপ্তমী বিভক্তি যুক্ত হয়, যথা, মানুষে মানুষ খায়ন তাহাকে ঘোড়ায় চাইট মারিয়াছে, বেদে বলে, এখনকার বৃষ্টিতে কোন উপকুরি করেন। উভয় বা সকল শবদ নিত্য, এবং সংখ্যবাদু শব্দপূৰ্ব্বক • * অর্থাৎ কৰ্ম্ম-কারক, করণ-কারক, সঙ্গদান-কারক, অপাদান-কারক, সম্বন্ধকারক, ও সম্বোধন-কারক। to