পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ケペ বাঙ্গলা-ব্যাকরণ । জন শব্দ বিকল্পে অধিকরণ ৰূপে অকৰ্ম্মক ক্রিয়ারও কর্তা হয়, যথা, উভয়ে বা দুই জনেই পীড়িত আছেন, যাহাতে সকলে বা দশজনে সন্মত"তাহাই কৰ্ত্তব্য। অথবা দুই জনই পীড়িত আছেন, যাহাতে দশ জন সন্মত তাহাই কৰ্ত্তব্য । কৰ্ম্মবাচ্যে কর্তৃবাচ্যবাক্যের কর্তৃপদ করণকপে এবং কৰ্ম্ম পদ প্রধান ৰূপে উক্ত হইয়া কর্তৃপদের ন্যায় প্রথমান্ত ৰূপে ব্যবহৃত হয়, যথা, (কর্তৃবাচ্যে) শ্যাম রামকে ধরিলেন –(কৰ্ম্মবাচে), শ্যামকর্তৃক রাম ধৃত হইলেন। বিশেষ বিবেচন। যে কৰ্ম্মবাচ্যবাক্যের (কৰ্ম্মবাচ্য) ক্রিয়াপদ বণঙ্গল ভক্ত স্তপদ ব্যবহার দ্বার নিম্পন্ন হইয়াছে তাহার কৰ্ম্মপদ কর্তৃপদের ন্যায় প্রথমান্ত রূপে প্রকাশিত হয়, কিন্তু কর্তৃবাচ্যে প্রথমান্ত রূপে ব্যবহৃত হইয়াছিল যে ঐ ক্রিয়ার কর্তা তাহা এরূপ কৰ্ম্মবাচ্যে (করণ কণরকেও) প্রকাশ করার রীতি নাই, এবং প্রকাশ করিলেও অানখ এবং অসুশ্রাব্য বোধ হয়, যথা, “ আমি আজি একটা চোর ধরিয়াছি।” এই বাক্যের কৰ্ম্মবাচ্যে « আজি একটা চোর ধরাগিয়াছে বলাযায়” কিন্তু আম কর্তৃক আজি একটা চোর ধরাগিয়াছে বলার রীতি নাই। প্রত্যেক ক্রিয়াপদ বচনাদি বিষয়ে তৎকৰ্ত্তার অধীন হয়,— অর্থাৎ তদনুসারে একবচন, বহুবচন, উত্তম, মধ্যম, বা প্রথম পুরুষীয় হয়, এবং স্বার্থতিরেকে স্বকীয় কৰ্ত্তার উৎকর্ষ বা অপকর্ষের বোধক বা অবোধক হয় । - যথা—আমি কল্য যাইব । রাজা আজ্ঞা করিলেন। তুই কি কহিস্ ? তোমরা কোথা চলিলে ? এগাছটা ঝড়ে ভাঙ্গিয় গিয়াছে, তাহ মিলিবে না। আপনি,মহাশয়াদি উৎকর্ষ বোধক কৰ্ত্তার ক্রিয়াবোধ্যপদের রূপ প্রথম পুরুষীয় উৎকর্ষ বোধক ক্রিয়াপদের ন্যায়। অপকর্ষ স্থাক দাসাদি শব্দ (৯৩ পৃষ্ঠা, দেখ) ও সেজন শব্দ ফলতঃ উত্তম পুরুষীয় হইলেও আকারভ প্রথম পুরুষীয় হওয়াতে তৎক্রিয়ার আকারও প্রথম পুরুষীয় অপকষ বোধক পদবৎ ।