পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদবিন্যাস । २०¢ এক ক্রিয়ার দুই কৰ্ম্ম থাকিলে (অথবা এক সম্প্রদান ও এক কৰ্ম্ম থাকিলে) তন্মধ্যে যাহার বিভক্তি লুপ্ত হয়, তাহাই প্রায় পরে ব্যবহৃত হয়, (৩৩ ও ৪২) পৃষ্ঠা দেখ, এবং সম্প্রদান ক্লা বিভক্তিযুক্তকৰ্ম্মপদ তৎপরে স্থাপিত হয়, যথা, আমি তাহণকে কিছু বলিতে চাই। রাম শ্যামকে কন্যা সম্প্রদান করিলেন । কখন ২ বাক্যের প্রথমাংশের শেষে যে শব্দপুৰ্ব্বক কোন শব্দ বা সৰ্ব্বনাম কর্তৃকারকে ব্যবহৃত হইয়া তৎপরেই সেই শব্দ বা সৰ্ব্বনাম সেই কারকে ৰ৷ কণরকান্তরে ব্যবহৃত হয়, যথা, সকলের মান্য যে তিনি, তিনিও ভুৎকর্তৃক অপমানিত হইয়াছেন, এত ধাৰ্ম্মিক ছিলেন যে যুধিষ্ঠির সে যুধিষ্ঠিরকেও নরক দেখিতে হইয়াছিল। বিশেষণ পদ সাধারণ ৰূপে স্বকীয় বিশেষের পূৰ্ব্বেই (প্রায়) ব্যবহৃত হয়, অথবা ষে পদ যে প্রদের অধীন বা সংক্রান্ত তাহ তৎপূর্বেই প্রায় ব্যবহৃত হয়, যথাকনিষ্ঠ যুবরাজ আপনি বৃদ্ধ পিতাকে অত্যন্ত অপমান পূৰ্ব্বক দৃঢ় নিগড়ে বদ্ধ ও মহা ঘোর কারাগারে রুদ্ধ করিয়া, বলে রাজ্যাধিকার ও সিংহাসনারোহণ করিয়াছেন। এক দিবস তাহারা দুই বন্ধুতে ভ্রমণার্থ নির্গমন কালীন অনতিদূরস্থ এক কাত্যায়নীর মন্দিরে শ্রবণ মনোহর বীণাশব্দ শ্রবণ করিয়া কেীৰ্ত্তকাবিষ্ট চিত্তে সত্বরে তথায় উপস্থিত হইয়া দেখিলেন এক পরম সুন্দরী কন্যা বীণানুগত স্তুতিগভী গীত দ্বারা ভগবতী কাত্যায়নীর আরাধনা করিতেছেন । রিশেষ বিবেচন । কণল বা স্থান সম্বন্ধীয় ক্রিয়।বিশেষণ কখনই তৎক্রিয়ার অব্যবহিত । পুৰ্ব্বে স্থাপিত না হইয়া বাক্যের প্রথমে স্থাপিত হয়, যথা, কালক্রমে বাহু ও পণ্ডিত হইবেন । এই গ্রামের প্রান্তভাগে এক আশ্চৰ্য্য মন্দির ছিল, তাহতে এক যোগী তপস্যা করিতেন, এক্ষণে সে মন্দির নষ্ট ও সে যোগী অদৃষ্ট হইয়াছেন। সংজ্ঞ বা সৰ্ব্বনাম সংস্থান্ত বিশেষণ, ঐ সংজ্ঞার বা সৰ্ব্বনামের পরেই প্রায় ব্যবহৃত হইয় থাকে, যথা, রাম অতি শিষ্ট, তুমি খড় দুষ্ট, সে নির্লজ্জ । আছি ও হওন ধাতুর পূর্ব বা পরস্থিত বিশেষণ কখনই তদ্ধিশেষ্যের