পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२०8 বাঙ্গল-ব্যাকরণ । কিন্তু তথাপি যে কোন পদ সমুহ যে কোন ক্রমে একত্রে ব্যবহৃত হইলে ও ব্যাকরণ শুদ্ধ হইলেই যে বক্তার অভিপ্রায় ব্যক্ত ও বাক্য হয় তাহী নহে, কিন্তু বিশেষ২ পদ, বিশেষে নিয়মে ও ক্রমে ব্যবহৃত হওয়া চাই, যথা, “ নবদ্বীপ এক আণমি হইতে ভূতন আনিয়াছি গ্রন্থ”। এই পদসমুহ একত্রে ব্যবহৃত ও তদ্ব্যবহারে ব্যাকরণ ঘটিত অশুদ্ধ ন হইলেও যুথ ক্রমে ব্যবহৃত না হওয়াতে অভিপ্রায়ের অপ্রকাশ হেত্ত বাক্য হইলন, কিন্তু “ আমি নবদ্বীপ হইতে এক মুতন গ্রন্থ আনিয়াছি” এমত পরিপাটি ক্রমে বিন্যাস করিলে বাক্য হয়। বাক্য বা বাক্যাংশের রচনায় বিশেষ২ পদের যথাক্রমে স্থাপনের নিয়ম | আদেী জ্ঞাতব্য এই যে এক কর্তৃপদ ও তাহার সমাপিক ক্রিয় বোধক পদ ব্যতীত বাক্য হয় না, অতএব কর্তৃ ও ক্রিয়া'বোধক পদ বাক্যের প্রধান অঙ্গ । বাঙ্গলায় কর্তৃপদ অগ্রেও ক্রিয়াপদ পরে ব্যবহৃত হয়, যথা, রাম যাইতেছেন। o পরন্তু ঐ ক্রিয়ার কৰ্ম্ম থাকিলে (অর্থাৎ ঐ ক্রিয়া সকৰ্ম্মক হইয়। কোন পদার্থে ব্যাপ্ত হইলে) তৎকৰ্ম্ম পদ কৰ্ত্তার পরে ও ক্রিয়ার পূৰ্ব্বে স্থাপিত হয়, যথা, রাম শ্যামকে ধরিলেন। নিমু দর্শিত রূপ বাক্যে কখনই উক্ত ক্রমের ব্যতিক্রমও হইয়াথাকে, যথা, আগে অামাকে তিনি মারিলেন পরে আমি তাহাকে মারিলাম। তিনি শিখান আগমণকে আমি শিখাই তণহণকে । কৌত্তকে, বা বিরক্ত ভাবে কথোপকথনে কখনই ক্রিয়া অগ্রে, কৰ্ত্ত। (উহ বা প্রকাশিত হউক) তৎপরে, এবং কৰ্ম্ম (থাকিলে) তদন্তে ব্যবহৃত হয়, যথা, চললেন শৰ্ম্ম, করে বস্লেন এক কীৰ্ত্তি । অসমাপিকা ক্রিয়াবোধক যে ক্ত্যন্তপদ তন্মাত্রকে কর্তৃপদের উত্তর ব্যবহার দ্বারাও কখনই বাক্য রচনা হইয়া থাকে, যথা, তিনি গত, ও হওয়াই ; - কিন্তু এরূপ বাক্যে কেহই বোধ করেন যে ঐ ক্রান্ত পদের পর এক সমাপিকা ক্রিয় উন্থ থাকে,—অর্থাৎ তিনি গত (হইয়াছেন), ও হওয়াই (মানি) এমন বিবেচনা করেন, আবার কেহ২ তাহার অনাবশ্যক বোধে ঐ অসমাপক ক্রিয়াপদকেই এক প্রকার"সমাপর্ক বোধ করেন ।