পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদবিন্যাস । ২০৭ পরন্তু বিশেষে জ্ঞাতব্য এই যে যদ শব্দমূলক শব্দ বাক্যের প্রথমাংশে ও তদ্‌ শব্দমূলক শব্দ তৎপরাংশেই প্রায় ব্যবহৃত হয়, যথা, যিনি জীব দিয়াছেন, তিনিই আহার দিবেন। (অথবা জীব দিয়াছেন যিনি অtহার দিবেন তিনি)। যাহারা ঈশ্বরের অভিপ্রেত করেন তাহার। ধন্য অথবা তাহার দিগকে সাধু বলিয়। মানি । যেব্যক্তি এমত কৰ্ম্ম করিয়াছে সে বা সেব্যক্তি সব করিতে পারে*যাহা মন্দ তাহ হেয়। যখন তুমি যাইবে, তখন আমিও যাইব । তিনি যবে যাইবেন, তবে আমিও যাইব । মৎকালীন তুমি সেখানে গিয়াছিলে, তৎকালীন আমি সেখানে ছিলাম না। যথা হরি তথা হর । তুমি যে স্থানে থাক, সে স্থানে । বা সেখানে মন্থষ্য থাকিতে পারে না। যেমত ধৰ্ম্ম তেমত ফল । রাম যেমন, শ্যাম তেমন নয়। যেমনটা দেখিবে তেমনটা লিখিবে। সে যেমন্স ভাল, এ তেমনি মন্দ। যতো ধৰ্ম্ম স্ততে জয় । যত্র বায়ু তত্র শীত । কদাচিৎ তদৃ শব্দ মুলক সৰ্ব্বনাম ও বিশেষণ সৰ্ব্বনামও কোন২ ক্রিয়াবিশেষণ বাক্যের প্রথমাংশে, ও যদু শব্দ মুলক সেইরূপ শব্দপরাংশে ' ব্যবহার করা যায়, যথা, সে যাহtহউক, কেন ভুল মনে কর তীরে, যে সৃজন পালন করে সংহারে। “কদাচিৎ যদু শব্দমূলক শব্দ উহ থাকে, যথা, সকল প্রাণিকে দেখে আপনার মত, সেইসে পণ্ডিত হয় শাস্ত্রের সম্মত—অর্থাৎ যে সকল প্রাণিকে আপনার মত দেখে। কদাচিৎ তদ্‌ উহ থাকে, যথা, তুমি যাহা খাইতে চাও দিব—অর্থাৎ যাহা খণইতে চাও তাহ দিব । কদাচিৎ তদৃ শব্দের অাক্ষেপ বিনা যদু-ব্যবহৃত হয়, যথা, যা বল কিন্তু অtমার মনে সন্দেহ জন্মিয়াছে। * যদ শব্দ অব্যয় রূপে ব্যবহৃত হইলে তদ শব্দের অপেক্ষা করে না, যথা, তিনি কহিলেন যে কল্য আসিবেন , পরন্তু আবশ্যক মতে তৎপুর্বে তদু শব্দের ব্যবহার করাযায়, যথা, সে যে বাড়ি গিয়াছে। ' fo ভদ শব্দ মূলক শুদ্ধ সৰ্ব্বনাম যদ্ শব্দের অপেক্ষা করে না, যথা, তিনি অতি স্থলোক । R কখন ২ ভাষার রীতিক্রমে অর্থাবশেষে যদু ও তদু শব্দদ্বয় একত্রে ব্যবহৃত হয়, যথা, যেখানে সেখানে, যথা তথা, যত্র তত্র, যদা তদা, যেমন তেমন, যে সে, যার তার, ইত্যাদি । - o

  • বাক্যের প্রথমভাগে যদ শুকমুলক বিশেষণ সৰ্ব্বনাম পূৰ্ব্বক কোন শব্দ बादकउ হইলে, পরভাগে তদ শব্দমূলক শুস্ক সৰ্ব্বনাম অথবা তদ শব্দমূলক বিশেষণ সৰ্ব্বনাম

ব্যবহার করিলেও হয়।