পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b’ বাঙ্গলা-ব্যাকরণ । অন্তস্ত অগপ দন্ত্য—ওষ্ঠ্য ব কোন অসংযুক্ত শব্দে (গ ম র ভিন্ন) হলেব সহিত (তৎ পরে) সংযুক্ত হইলে তাহার উচ্চারণ দন্ত হইতে হয়, যথা দ্বার, ঈশ্বর* ; কিন্তু গ ম র বর্ণের সহিত সং ক্ত হইলে ওষ্ঠ হইতে উচ্চারিত হয়, যথা পূৰ্ব্ব, অর্থী, কিম্ব। তদ্বৎ এবং তদ্রুপ অণর২ শব্দের ব প্রণয় দন্ত হইতে উচ্চারিত হয়। শ, ষ, স । এই তিন বর্ণকে ক্রমে তালু, মৃদ্ধ ও দন্ত চাইতে উচ্চারণ করা উচিত। কিন্তু বঙ্গভাষায় সামান্যতঃ অবিশেষ রূপে তালু হইতেই উচ্চারিত হয়, যথ শব্দ, ষষ্ঠ, সেবক—অর্থৎ ষষ্ঠ শষ্ঠ বৎ, ও সেবক শেবক বৎ উচ্চারিত হয়। t শ-কারের সহিত র (অর্থাৎ_) ঋ, 행. কিম্বা ন (পরে) সংযুক্ত হইলে শ-কারের উচ্চারণ স-কারের ন্যায় হয়, যথা, শ্রবণ স্রবণ বৎ, শৃগাল সুগাল বং, প্রশ্ন প্রশ্ন বং। e স-কারের সহিত ত, থ, ন, র, কিম্বা ঋ ধূ (পরে) সংযুক্ত হইলে স-কারের উচ্চারণ দন্ত হইতেই হয়, যথা, স্তব, স্থল, স্নান, স্ৰকৃ, সৃষ্টি। স-কার প-কারের সহিত (পরে) সংযুক্ত হইলে সকারের উচ্চারণ দন্ত হইতে হয়, যথা, লিপসা। অক্ষরের সংযোগ বিধান । হলের সহিত স্বরের সংযোগ বিধান ! সংস্কৃত ও বঙ্গ ভাষায় হল বর্ণের সংযোগ হল বর্ণ বা স্বর বর্ণের সহিত হয় ও হইতে পারে, কিন্তু স্বর বর্ণের সহিত স্বর বর্ণের সংযোগ হয় না ।

  • পদের মধ্যে বা শেষে যে অক্ষরের সহিত ব সংযুক্ত হয় সেই অক্ষরের

উচ্চারণ সামান্যতঃ দুই বর্ণের ন্যায় হয়, যথ, ঈশ্বর ঈশশর বৎ বিশ্ব বিশ্বশ বৎ, স্বত্ব স্বত্ত বৎ 4. "ী প্রশ্ন শব্দ সামান্যতঃ &धर्ड द९ উচ্চারিত হয়, এবং সুন-কে অনেকে मगुमीন্যতঃ স্ত উচ্চারণ করিয়াথাকেন, যথ। স্নেহ-কে স্তেহ কহেন, স্নান আদিকে স্তান অffদ বলেন, l