পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२९ 8 বাঙ্গলা-ব্যাকরণ বিশেষণ হইলে) পুৰস্তাব অর্থাৎ পুংলিঙ্গরাচ্য রূপ প্রাপ্ত হয়, যথা, রসিক।--ভায্যl=রসিকভাৰ্য্যা, পঞ্চমী-{-ভাৰ্য্যl=পঞ্চমভাৰ্য্য, সীতা--স্ত্রী =গীতস্ত্রী,* ব্রাহ্মণী+ভাযf=ব্রাহ্মণভাৰ্য্য, সুকেশী--ভাৰ্য্যা=মুকেশভাৰ্য্যা । ' দ্বিগু সমাস । পূৰ্ব্ববাৰ্ত্ত সংখ্যাবাচক শব্দের সহিত পদান্তরের যে সংযোগ তাহার নাম দিগু সমাস, মৃথা, ত্রি-ভুবন। তিন+মহন= ८ड़-भइन। क्रांग्नि+ब्लाखा=cप्नो-ज्ञांखाi । তৎপুরুষ সমাস। পূৰ্ব্ববৰ্ত্তি দ্বিতীয়াদি বিভক্ত্যন্ত পদের বিভক্তি লোপে পর পদের সহিত ষে সমাস তাহার নাম তৎপুরুষ। পরন্তু বিভক্তি সমুহের মধ্যে যে বিভক্তি লোপদ্বারা তৎপুরুষ সমাস নিম্পন্ন হয় সেই বিভক্তির নামপূর্বক তৎপুরুষ সমাস বিশেষ করাযায়, যথা, দ্বিতীয়া বিভক্তি লোপে নিম্পন্ন সমাস দ্বিতীয়া তৎপুরুষ বলাযায়। এই ৰূপ তৃতীয় ও চতুর্থী আদি তৎপুরুষ সমাস । ভিন্ন২ তৎপুরুষ সমাসীয় পদসাধনের উপদেশ। দ্বিতীয় তৎপুরুষ সমাস । কৰ্ম্মকারকীয় বিশেষ্য পদের বা (কদাচিৎ) তদ্রুপে ব্যবহৃত বিশেষণ পদের সঙ্গে ধাতুরূপে দর্শিত দ্বিতীয় প্রকার (সকৰ্ম্মক) ক্রিয়াবাচক শব্দের, কিম্ব ৬৮ ও ৬৯ পৃষ্ঠায় দর্শিত সংস্কৃত ধাতুসকলের মধ্যে কোন সকৰ্ম্মক

  • অর্থাৎ সীতানামী স্ত্রী। ।
  • দ্বিগু ও বহুব্রীহি সমাসে দুই, তিন, ও চারি শব্দের স্থানে ক্রমে দে (বা দু), ద్పొకి চেী আদিষ্ট হয় । t!

তৎপুরুষ সমাসস্থ পদদ্বয়ের মধ্যে প্রথম পদ প্রায় শব্দ হয়।