পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাস । , २२१. যাহাতে এমত ক্ষেত্র বা আধার বুঝায়, পীতাম্বর শব্দে পীত অম্বর বিশিষ্ট যে কৃষ্ণ র্তাহাকে বুঝায়। নীলোজ্বলবপুঃ শব্দে উজ্বল নীল শরীরবিশিষ্ট কৃষ্ণকে বুঝায়। ‘. বহুব্রীহি সমাস নিষ্পন্ন পদ বিস্তর স্থলে বিশেষণ ৰূপে ব্যবহৃত হয়। বহুব্রীহি সমাসে পদস্থাপনের ক্রম। বহুত্রীহি সমাসস্থ পদদ্বয় বা কতিপয় মধ্যে শেষ পদ বিশেষ্য শব্দ এবং কদাচিৎ বাঙ্গল ক্ৰান্তপদও হয়। প্রথম পদ বিশেষ্য শব্দ, বিশেষণ, অব্যয়, সংস্কৃত ক্তান্ত বা ক্রিয়াবাচক শব্দ হয় । , এবং ঐ উভয়ের মধ্যবৰ্ত্তি কোন পদ থাকিলে তাহা প্রায় বিশেষণ হয়, যথা, পদ্ম-লোচন, মহামতি, দশানন, ভূর্মেধা, হাতকাটা, ছিন্নহস্ত, ৰূপবৎ যুবভাৰ্য্য। go কিন্তু উপমেয় ও উপমান পদে সমাস হইলে উপমান বোধক পদ প্রথমে ব্যবহৃত হয়, যথা, চন্দ্ৰোপম বদন (যাহার) এই সমাসে চন্দ্ৰবদন হয়, বানর বৎ বা তুল্য মুখ যাহার তদৰ্থে বানরমুখ । লিঙ্গ । বহুব্রীহি সমাসে নিম্পন্ন (সংযুক্ত) পদ সকল বিশেষণ হওয়াতে তত্তদৃ বিশেষ্য যে লিঙ্গবাচক সেই লিঙ্গবাচ্য ৰূপ প্রাপ্ত হয়, এবং সেই ৰূপ প্রাপ্তিতে ঐ সমাসস্থ শেষ পদমাত্র বিশেষ্যের লিঙ্গানুসারে রূপ প্রাপ্ত হয়,অন্য পদ আদিকপ প্রাপ্ত হয়, যথা, শ্যামরণ (পুরুষ), শ্যামবর্ণ (স্ত্রী), শ্যামবর্ণ (বস্ত্র), লব্ধপ্রতিষ্ঠ (পুরুষ), লব্ধ প্রতিষ্ঠা (স্ত্রী), লব্ধ প্রতিষ্ঠ (কুল) । স্ব-ৰূপ (পুরুষ), স্বৰূপ (স্ত্রী), মু-ৰূপ পুষ্প । যুব ভাৰ্য্য, অর্থাৎ যুবতী ভাৰ্য বিশিষ্ট পতি)। গুণরংপুত্র (অর্থাৎ গুণবান পুত্রবিশিষ্ট শ্রী)*। o

  • উপরি দশিত সমুfসস্থ পদ কতিপয় অাদেী বর্ণ, প্রতিষ্ঠা, রূপ, ও ভার্য ও

পুত্র ছিল। বর্ণপদ স্বভাবতঃ পুংলিঙ্গু হইয়াণ্ডু, স্বীপদের বিশেষণে বর্ণ হইল, এবং ক্লীবলিঙ্গ বাচক বন্ধপদের বিশেষণে বাঙ্গলীয় রূপত্তির না হইয়াও অর্থতঃ ক্লীবলিঙ্গ