পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨રના বাঙ্গল-ব্যাকরণ । বিশেষ বিবেচনা । বহুব্রীহি সমাস্থ শেষপদ অাদে স্ত্রীলিঙ্গ বাচ্য হইলে, ও তৎপূৰ্ব্বে একাধিক বিশেষণ সংযুক্ত থাকিলে, সাধারণ মতে ঐ তাবৎ বিশেষণ আদি রূপ প্রাপ্ত হয়, যথা, গুণবতী+যুবতী+ভাৰ্য্য=গুণবৎ যুব ভাৰ্য্য। এবং মতভেদে কেবল শেষ বিশেষণ আদিরূপ প্রাপ্ত হয়, যথা, গুণবতী যুব ভাষ্য এবং কস্যচিৎ মতে কোন বিশেষণই আদিরূপ হয় না, যথা, গুণবতী যুবতী ভাৰ্য। কিন্তু শেষ মত ভাষ্য বিরুদ্ধতাহেতু অতি বিরল। বিশেষ লক্ষণ । সকৃথি ও অক্ষি শব্দ বহুব্রীহি সমাসস্থ শেষ পদ হইলে স্বাঙ্গার্থে তদুভয়ের ই-কার ( পুংলিঙ্গে) অকারে পরিবর্তিত হয়, যথা, পুণ্ডরীক+অক্ষি=পুণ্ডরীকক্ষ, দীর্ঘ+সকৃথি=দীর্ঘসকৃথ অস্বাঙ্গে—যথা, দীর্ঘ সকর্থি শকট । ” দ্বি ও ত্রি শব্দের পর মুৰ্দ্ধন শব্দের ন লুপ্ত হয়, যথা, দ্বিমূৰ্দ্ধ। সু, উৎ, সুরভি, ও পূতি শব্দ যোগে গন্ধ শব্দের অন্ত্য অকার ই-কারে পরিবৰ্ত্তিত হয়, যথা, সুগন্ধি, উদগন্ধি, সুরভিগন্ধি, পূতিগন্ধি । পূৰ্ব্ববৰ্ত্তি উপমান বাচক শব্দ যোগে গন্ধ শব্দের অ বিকম্পে ই হয়, যথা, ঘূতগন্ধি, বা ঘুতগন্ধ, পদ্মগন্ধি বা পদ্মগন্ধ। বহুব্রীহি সমাসের শেষ পদ হইলে ধৰ্ম্ম শব্দের অন্ত্য অ, ও আদৌ মন ভাগ্যন্ত শুদের অনভাগ (স্ত্রী ও পুংলিঙ্গে) প্রায় আকার হয়, যথা বিধৰ্ম্ম (স্ত্রী), অ-কৰ্ম্মন=অকৰ্ম্ম (পুরুষ), ও ক্লীব লিঙ্গে ঐ অা হ্রস্ব হয়, যথা, নির-কৰ্ম্মন=নিষ্কৰ্ম্ম ব্ৰেক্ষ)। বাচ্য হইল। প্রতিষ্ঠা আদৌ স্ত্রীলিঙ্গ রাচ্য হইয়াও পুংলিঙ্গ বাচক পুরুষ -ও ক্লীবলিঙ্গ বাচক কুলপদের অনুরোধে (তত্ত্বৎলিঙ্গ স্থচনাৰ্থে) প্রতিষ্ঠ হইল । রূপ শব্দ স্বভাৰতঃ ক্লীবলিঙ্গ ৰচিক, কিন্তু বন্ধী শব্দের বিশেষণে তল্পিক্ষ বাচক অাকায় প্রাপ্ত হইল, ক্লীৰ লিঙ্গবাচক পুষ্প শব্দের বিশেষণে পূৰ্বাবস্থই থাকিল, এৰং পুরুষ পদের বিশেষণে পূৰ্ব্বরূপ থাকিয়াও ফলতঃ পুংলিঙ্গ বাচক হইল। ভাৰ্য্যা স্বতঃ कीলিত ৰচিক হইয়াও পুরুষ পদের অনুরোধে পুংলিঙ্গ বাচ্য রূপ ভাৰ্য্য হইল। পুত্ৰপদ স্বতঃ পুংলিঙ্গ হইয়াও স্ত্রীলিঙ্গপুদের বিশেষণে তম্বোধক রূপে পুত্র হইল। এবং শ্যাম, লব্ধ, ও যুৱতী পদ স্বং আদিরূপ প্রাপ্ত হইল।