পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ্য। . ス○● যে শ্লোকের চারি চরণই পরস্পর অসমান, তাহাবিষম বৃত্ত, যথা, অলস অবশ দুহ অঙ্গ অচেতন ক্ষণ রহি চেতন পায়ে । উপজীল হাস বাস পরি সন্ত্রম রসবতী বাহিরে যায়ে। সহচরীগণ যদি সন্নিধি আইল নম্নমুখী অতি লাজে। ভারতচন্দ্র কহে শুন স্কন্দরি লাজ কর কোন কাযে। বাঙ্গলাতে সমবৃত্ত বই অৰ্দ্ধসম ও বিষমবৃত্ত পাদের রচনা প্রায় নাই। - সংস্কৃতে অনেক ছন্দ বর্ণের গুরুত্ব ও লঘুত্বের সংখ্যা অথচ অক্ষরের সংখ্যানুসারি, এবং অবশিষ্ট শুদ্ধ মাত্রানুসারি* । বাঙ্গলায় উক্ত দুই প্রকারে কতিপয় সংস্কৃত ছন্দোহনুসারেই কেবল কিছু পদারচনা হইয়াছে; কিন্তু (অক্ষরের গুরুত্ব ও লঘুত্ব ভেদ, ও মাত্রার গণনা বিনা) শুদ্ধ অক্ষরের সংখ্যানুসারে অনেক ছন্দে অনেক পদ্যরচনা হইয়াছে ॥ লঘু-গুরু-ভেদ ॥ দীর্ঘ স্বর স্বভাবতঃ গুরু ও ভূস্ব স্বর স্বতঃ+ লঘু হওয়াতে হল বর্ণসঙ্গে সংযুক্ত বা অসংযুক্ত উভয় অবস্থাতেই ক্রমে গুরু ও লঘু গণিত হয়। পরন্তু লঘুবৰ্ণ অনুস্বার বা বিসর্গ যুক্ত হইলে, অথবা সংযুক্ত বর্ণের পূর্ববৰ্ত্তি হইলে গুরু হয়, এবং পাদের অর্থাৎ চরণের অস্ত্য বর্ণ বিকম্পে লঘু ও গুরু হয় । —অর্থাৎ স্বভাবতঃ লঘু হইলে ছন্দোহনুসারে ইচ্ছামতে লঘু বা গুরু ৰূপে ব্যবহার করা যাইতে পারে, এবং স্বতঃ গুরু হইলেও ইচ্ছামতে গুরু বা লঘু কম্পন করাযাইতে পারে । , এক লঘু বর্ণ উচ্চারণের দ্বিগুণ সময়ে এক গুরু বর্ণ উচ্চারিত হয় ।

  • এক হুস্ব ৰ লঘু কর্ণে এক মাত্রা গণ্য। এক দীর্ঘ বা গুরু বর্ণে দুই মাত্র গণ্য। এবং এক প্লুত বর্ণে তিন মাত্র গণ্য।

o + ৩ পৃষ্ঠা দেখ। # সানুস্বারুশ দীর্ঘশ্চ, বিসর্গাঁচ গুরুম্ভবেৎ। বর্ণঃ সংযোধুৰ্ব্বশ, তথা পাদাত্তগোংপি ৰাঁ । *