পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ 8० বাঙ্গলা-ব্যাকরণ । অতএব নিম্ন লিখিত কএক চরণ স্বমিলিতরূপে গণ্য,যপ,— শরণ্য যে জন তার, লওরে শরণ। বরেণ্য যে ধন তার, কররে বরণ । ধন বিদ্যা মোক্ষ অহঙ্কারে কাশীবাসী । আমারে না দিল ভিক্ষা আমি উপবাসী। তবে আমি বেদব্যাস এই দিনু শাপ। কণশী বাসি লোকের অক্ষয় হবে পাপ । অন্যত্র যে পাপ হয় তাtহা খণ্ডে কাশী । কাশীতে যে পাপ হবে হবে অবিনাশী। ক্রমে তিন পুরুষের ধন না রহিবে। ক্রমে তিন পুরুষের মোক্ষ না হইবে ॥ মিলিত চরণ বা পদদ্বয়ের মধ্যে. এক চরণ বা পদের শেষাক্ষর ন এ অর্থক না, অথবা সম্বোধন স্থচক কোন চিহ্ন হইলে (৪৭ পৃষ্ঠা দেখ) . তদ্বযুগ্ম চরণের শেষেও ঐ না, বা সম্বোধন চিহ্ন ব্যবহৃত, এবং তৎ পুৰ্ব্ববৰ্ত্তি বর্ণ উভয় চরণে মিত্রাক্ষর রূপে মিলিত হইলে এমত মিলকে সুমিল বলাযায়, যথা,— শুন সুবদনি ওহে, ঝটতি প্রবিশ গৃহে, বাহিরে ক্ষণেক আর থেকে । লো থেকে না । গ্রহণের কাল পেয়ে, রাহু আণসিতেছে ধেয়ে, উহ! পানে আর চেয়ে দেখো না লে দেখো না । ও তো নিজে মুখ রাহু, পসারি আসিছে বাহু, কায কি উহার ভয়, রেখে না লো রেখে৷ না । হেরি তব মুখ শশি, পাছে কি গ্রাসিবে আসি, অনর্থ পরের দায়ে, ঠেকে। ন| লো ঠেকো না । r শিব গেহিনি, শিব দেহিনি, শিব মোহিনি, শিব সোহিনি, গে। গিরি বাসিনি, দুখ নাশিনি, মৃদু হাসিনি, মধু ভাষিণি, গে। - t পদ্যে বর্ণ গণনার নিয়ম । সংস্কৃতে স্বরের সংখ্যানুসারে পদ্যরচনা হওয়াতে, স্বরহীন ব্যঞ্জন বর্ণ বলিয়া ধর্তব্য হয় না। t t ছন্দ বিশেষে এক গুরু বর্ণ দুই অক্ষর বলিয়া গণিত হয়। ' বাঙ্গলাতে অবিকল সংস্কৃত ছন্দের ধর্ণ গণনা স্বরের সংখ্যামুসারে হয়, কিন্তু বাঙ্গল বলিয়া খ্যাত যে২ ছন্দ তাহাতে এক