পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रृंङ्ग; । ૨૬૭ অনুষ্টপচ্ছন্দঃ । এইছন্দের প্রত্যেক চরণে অষ্টম্বর থাকে,—তন্মধ্যে পঞ্চম সকল চরণে, এবং সপ্তম দ্বিতীয় ওঁ চতুর্থ চরণে প্রায় লঘু হয় ও ষষ্ঠ বর্ণ প্রায় সকল চরণে গুরু, যথা, আইল নৃপবালিকা ৷ মন্মথশিখিজালিক। কামবিশিখপালিকা। মদনহাদয়লণলিকা ॥ গাম্ভীৰ্য্যে রতনাকর। স্থৈৰ্য্যে হিমধরাধর । ক্রোধে যেমন কালাগ্নি। ক্ষমাতে সদৃশ ক্ষেীণী । বাঙ্গলায় যেমন পয়ার, সংস্কৃতে তেমনি অনুষ্টুপচ্ছন্দ অতিসহজ ও সচরাচর প্রচলিত । সংস্কুতে একাক্ষর হইতে ষড়বিংশত্যক্ষর পর্যন্ত (নুানাপ্রকার) ছন্দ আছে, তন্মধ্যে কেবল উপরি দর্শিত কএক ছন্দ বাঙ্গলায় ব্যবহৃত হইয়াছে, এবং অবশিষ্ট অনেক ছন্দ ব্যবহার করিলে ..করাযাইতে পারে। পরন্তু যদি বর্ণের গুরুত্ব লঘুত্ব বা মাত্রার পরিমাণে ছন্দ রচনা করিলে সংস্কৃতচ্ছন্দোনুৰূপ সুললিত না শুনায়, তবে শুদ্ধ তদুবর্ণসংখ্যানুসারে ছন্দ করাযাইতে পারে, এবং তদ্রুপ ছন্দের সংস্কৃত নাম ব্যবহার্য্য ন হইলেও কেবল অক্ষর সংখ্যানুসারে বৃত্তি বা ছন্দ বলাযাইতে পারে, যথা,— দিগক্ষরাবৃত্তি । হৃষ্ট চিত্তে শিষ্ট দুই জন । পুজার করিল অণয়োজন । কাল্পীরে কলিরে দিয়ে বলি মদনে কহিচুে স্তবাবলি । শম্ভু শুভঙ্কর শঙ্কর * হে। পদতলাশ্রিত কিঙ্কর হে।। ভীম ভবাম্বুধি ভাবন হে । দীন সুদুঃখ বিদারণ হে। ত্রয়োদশ অক্ষরাবৃত্তি । কিঙ্করে "করুণ কুর খরকর হে। মদনে সন্মদ দেহি দিবাকর হে ॥