পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર૩8 বাঙ্গলা-ব্যাকরণ । বাঙ্গলা ছন্দের প্রকার ভেদ | পয়ার । পয়ার ছন্দের প্রত্যেক চরণে চতুর্দশ বর্ণ থাকে;—তন্মধ্যে অষ্টম ও নবুমের মধ্যে (উচ্চারণ সুগমত জন্য) প্রায় এক যতি - থাকে, যথা,— o চন্দ্ৰ সবে ষোল কলা, হাস বৃদ্ধি তায় । কৃষ্ণচন্দ্র পরিপুর্ণ, চৌষটি কলায়। পদ্মিনী মৃদয়ে আখি, চন্দ্রকে দেখিলে। কৃষ্ণচন্দ্র দেখিতে পদ্বিানী অাখি মেলে। শসাঙ্ক সশঙ্ক ক্টেরি,সে মুখ সুষমা। ভাবি দিন দিন ক্ষীণ, অন্তরে কালিমা । ভঙ্গ পয়ার । এই ছন্দের প্রেত্যেক) প্রথম চরণ অষ্ট বর্ণ বিশিষ্ট এক পদের দ্বিরুক্তিতে দুই পদে ষোড়শ বর্ণবিশিষ্ট হয়, ও দ্বিতীয় চরণ সাধারণ পয়ারের ন্যায় চতুর্দশ অক্ষরবিশিষ্ট, যথা— চেীর বিদ্যারে বর্ণিয়া, চেণর বিদ্যারে বর্ণিয় । । পডিল পঞ্চাশ শ্লোক অভয়া ভাবিয়া । শুনি চমকিত লোক, শুনি চমকিত লোক । কহিছে ভারত তার গোটাকত শ্লোক। একাবলীচ্ছন্দঃ । একাবলী একদশ অক্ষরা । এই ছন্দে প্রত্যেক চরণের ষষ্ঠ ও সপ্তম অক্ষরের মধ্যে (উচ্চারণ সুগমত জন্য) প্রায় যতি । থাকে, যথা,— সেই বিশ্বনাথ, বিশ্বের সার। ভধ নাম ভব, করিতে পার । শুনিয়া ব্যাসের, হক্টল রোষ । ভারত কহিছে, এ যড় দোষ ।