পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ্য । २8१ দীঘললিতচ্ছন্দঃ । জয় মৃত্যুঞ্জয় জায় (১), মহেশমোহিনি ময় (২), হয়ে গোদাবরি গয়া (৩) অবনিতে এসেছ (৪) । - ওগো শিব প্রেম পাত্রি (১), জীবের কৈবল্য দাত্রি (২), মদনের মুক্তি কত্রী (৩), হয়ে মাগো বসেছ (৪) ॥. - বিধু তো কলঙ্কা বলে (১), কলঙ্ক ধরেছে গলে (২), আমি মলে তার আর (৩), কি অধিক পুষিবে (৪) । ... • ভুজঙ্গের সঙ্গে থাকা (১), অঙ্গে তার বিষ মাখা (২), সে চন্দনে দৈলে দেহ (৩), কেব। তারে রুষিবে (৪) । । * নিজে কাম দগ্ধকায় (১), আণমারে দহিতে চায় (২), এ সহজ দোষে তীয় (৩), কেবা তারে দুষিবে (৪) । জগৎ প্রাণ নাম ধরে (১), প্রাণ যদি মার মোরে (২), তব এ কলঙ্ক বায়ু (৩), কেবা নাহি ঘুষিবে (৪) । - - लघू। ললিতচ্ছন্দঃ । নয়ন কেবল (১), নীল উতপল (২), মুখ শতদল (৩), দিয়া গঠিল (৪)। কুন্দে দন্ত পাতি (১), রাখিয়ছে গাথি (২), অধরে নবীন (৩), পল্লব দিল (৪) । শরীর সকল (১), চম্পকের দল (২), দিয়া অবিকল (৩), বিধি রচিল (৪)। তাই ভাবি মনে (১), তবে কিকণরণে (ই), পাষাণেতে তব (৩), মন গঠিল (৪) । চতুষ্পদী বা চৌপদী। চৌপদী চরণ দীঘ হউক বা লঘু হউক, তাহার প্রথম, দ্বিতীয়, •ও তৃতীয় পদ অক্ষরসংখ্যায়, ও মিত্রাক্ষরে পরস্পর মিলে, এবং চতুর্থ পদ তদ্‌ যুগ্ম চরণের চতুর্থ পদের সঙ্গে অক্ষরের সংখ্যায় ও মিত্রাক্ষরে মিলে । কিন্তু পূৰ্ব্বপদত্ৰয় হইতে চতুর্থ পদের অক্ষরসংখ্যা নুন্ন হয়, যথা নিম্নদর্শিত দুষ্টান্ত কতিপয়ে প্রকাশ । দীর্ঘচতুষ্পদীচ্ছদ অক্ষরের সংখ্যানুসারে কএক প্রকার, যথা— হরগোরী রূপ।