পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8७' বাঙ্গলা-ব্যাকরণ । সবে পিয়ে স্থধ, নাহি তৃষ্ণ ক্ষুধা, কেহ না হিংসয়ে করে। যে যার ভক্ষক, সে তার রক্ষক, সার অসীর সংসারে । তরল ত্রিপদী। তরল ত্রিপদী চরণ লঘূত্রিপদীর ন্যায়, কেবল তাহার শেষ পদে তদপেক্ষ এক অক্ষর অধিক এই মাত্র বিশেষ, যথা— শুনি সবিশেষ, করিলা প্রবেশ, হাতে স্বৰ্গ পায় প্রায় রে। কহিছে মদনে, নৃপের সদনে, দেখিবে চল তথায় রে ॥ কেচিৎ কবি প্রথম ও দ্বিতীয় পদে পাচ২ ও তৃতীয় পদে সাত বর্ণ ব্যবহার করিয়৷ তদ্রুপ চরণকেও লঘু ত্রিপদী কহিয়াছেন, যথ,— চঞ্চল চল, মণিকুণ্ডল, কিঙ্কিণি কল নাদং । রাজিত রজঃ, পদ নীরজ, মদন ব্রজ পাদং । লঘু ভঙ্গ ত্রিপদী। ইহার প্রত্যেক প্রথম ও দ্বিতীয় চরণ ক্রমে দীঘ ভঙ্গ ত্রিপদীর ন্যায়, কেবল দীর্ঘ হইতে লঘুতে প্রত্যেক পদে দুই অক্ষর স্থান মাত্র, যথ1, — ওরে বাছ ধুমকেতু (১), মণবাপের পুণ্য হেতু (২) । কেটে ফেল চোরে (১) ছেডে দেহ মোরে (২), ধৰ্ম্মের বান্ধহ সেতু (৩) ৷ কোটাল কহে এ নয়, দোহারে থাকিতে হয় । রাজার নিকটে, যাহার যে ঘটে, ভারত উচিত কয় ৷ ললিতচ্ছন্দঃ । প্রত্যেক ললিত চরণে চারিপদ থাকে, তন্মধ্যে প্রথম ও দ্বিতীয় পরস্পর অক্ষরের সংখ্যায় ও মিত্রাক্ষরে মিলে । এবং চতুর্থ পদু তদযুগ্ম চরণের ঐ পদের সঙ্গে উক্ত ৰূপে মিলে, পরন্তু তৃতীয় পদ পূৰ্ব্বপদদ্বয়ের সহুিত অক্ষরের সংখ্যাবিষয়ে মিলে কিন্তু মিত্রাক্ষর বিষয়ে কখন মিলে কখন মিলে না। ললিত ছন্দও লঘু দীঘ ভেদে দুই প্রকার, যথা নিম্ন দর্শিত দৃষ্টান্ত দৃষ্টে । • বিশেষে বিদিত হইবে,- ', ' -