পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫০ বাঙ্গল-ব্যাকরণ । “যদি কুলবধূ হয় প্রেম যেন করে না। যদি করে যেন পরাধীন হয়ে মরে না। कॉर्भइछ्न्मः । প্রত্যেক চামর চরণও পঞ্চদশ অক্ষর বিশিষ্ট, যথা-- ভূপ ৰ্মৈ তেহারি ভট্ট কাঞ্চিপুর যায় কে। ভপকে সমাজ মাঝ রাজপন্ধে পায় কে । رد ها * شده রাজপুত্ৰী-কী কথা বিশেষ ৰ্মৈ সুনায় কে। একর্মে হাজার লাখ র্মৈ বোলা বনায় কে। কুসুমমালিকাচ্ছন্দঃ । প্রত্যেক কুসুমমালিকা চরণ ষোড়শ বর্ণসম্পন্ন, যথা— যথা চাতকিনী কুতুকিনী ঘন দরশনে । যথ। কুমুদিনী প্রমুদিনী হিমাংশু মিলনে। যথ কমলিনী মলিনী যামিনীযোগে থেকে । শেষে দিবসে বিকাশে অণকণশে ভাস্কর দেখে। হৈল তেমতি সুমতি নরপতি মহাশয় । দৃষ্টিকরে সে অপূৰ্ব্ব পুরি তুষ্ট অতিশয়। পঞ্চপদী পদ্য নাচাড়ীতে প্রায় নাই, ধুয়াতে কখনই রচিত হয়, যথা,— শিবগেহিনি, শিবদেহিনি, শিবরোহিণি, শিবমোহিনি, শিবসোহিনি, গে। মৃদুহাসিনি, মধুভাষিণি, খানাশিনি, গিরিবাসিনি, ভারতণশিনি গে1। বন্দন, স্তব, বা নামাবলি আদি কোন বিশেষ ছন্দে, রচণা করিয়া কখন২ জয় শব্দ চরণের প্রথমে অথবা সম্বোধন বোধক কোন চিহ্ন প্রথমে বা শেষে অতিরিক্ত (কিম্বা কদাচিৎ অনতি- , রিক্ত) ৰূপে ব্যবহার করাযায়, যথা,— '• জয় শিবেশ শঙ্কর, বৃষধ্বজেশ্বর, মৃগাঙ্কশেখর, দিগম্বর। জয় কৃতাঙ্গকেশব, কুবেরবান্ধব, ভবাজ ভৈরব, পরাৎপর। জয় পিনাক পণ্ডিত, পিশাচ মণ্ডিত, বিভূতিভূষিত, কলেবর । , * জয় পুনীহি ভারত মহীশভারত, উমেশপৰ্ব্বত, সুতাবর।