পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

外而了日 *@.> ভীম ভবাম্বুধি ভাবন হে। ভক্ত ভবাগতিভঞ্জন হে। মদনাশ্রিত পাদস্থপঙ্কজ হে। ক্ষুব্ধমনোমকরধ্বজ হে। হে—হরস্থত, বহু গুণযুত, হর ছদ্ধতি ভারং। • হে—গণপতি, কুরুসম্প্রতি, দুৰ্গতি আবহারং। দেহি সুবিধি, হে গুণনিধি, ভববারিধূিনাবং • কখনই ত্রিপদীচ্ছন্দে প্রথম চরণের কেবল শেষ পদটা রচিত হয়, যথা,— হর হর মমদুখ হর । হর রোগ হর তাপ, হর শোক হর পাপ, হিমকরশেখর শঙ্কর । উর লক্ষি কর দয়া । রক্ষার জননী, বিষ্ণুর ঘরণী, কমলা কমলালয়। ‘ত্রিপদী, চৌপদী, ও পঞ্চপদী ধুয়াতে প্রথম ও দ্বিতীয় চরণ কখন সুরের বিশেষানুসারে অন্যৰূপে অর্থাৎ গীতানুৰূপে রচিত হয়, যথা |— জয়, দেবি জগন্ময়ি, দীন দয়াময়ি । শৈলসুতে, করুণানিকরে। " জয়, চণ্ডবিনাশিনি, মুগুৰিপাতিনি। দুর্গবিঘাতিনি, মুখ্যতরে। গীতও এক প্রকার পদ্য বটে, কিন্তু তাহার সকল চরণে অক্ষরের সংখ্যা কদাচিৎ সমান হয়, কিন্তু স্বরের বিশেষানুসারে কোন চরণ খৰ্ব্ব কোন চরণ দীর্ঘ হয়, এবং কোন চরণ একপদী কোন বা ত্রিপুদী বা অধিকপদী ছয় । গীতের প্রথম ও দ্বিতীয়sচরণ পরম্পর মিত্রাক্ষরে মিলিত, এবং আর২ বিষয়েও প্রায় সমান হইয়া,থাকে; শেষ চরণ ধুয়ার সঙ্গে মিত্ৰাক্ষরে মিলে, মধ্যে এক চরণ থাকিলে তাহ ধুয়ার সঙ্গে মিত্রাক্ষরে মিলে, দুই থাকিলে পরষ্পর অথবা ধূয়ার সঙ্গে মিলে, এবং অধিক থাকিলে দুই২ করিয়া অথবা ধুয়ার সঙ্গে মিলে । o বৈঠকী গীউ মাত্রের প্রায় প্রথম চরণ খুয়া হইয় থাকে। । বাঙ্গলাতে সংস্কৃতানুসারে এক পদ্যগ্রন্থ অনেকচ্ছদে রচিত