পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ বাঙ্গলা-ব্যাকরণ । বিভক্তি বা প্রত্যযের প্রয়োগ হয়, তখন ঐ বিভক্তির বা প্রত্যয়ের আদি স্বর উপরি প্রদশিত অবয়বে পরিবর্তিত হইয়। ঐ শব্দের সহিত সংযুক্ত হয় যথা, সন্তানু-এর সন্তানের, দ্ৰব্য-এতে দ্রব্যেতে, কর-ইলাম করিলাম। অনুস্বার ও বিসর্গের অবয়ব কোন অবস্থায় পরিবর্তিত হয় না, যথ, হংস, হিংয়া, হরঃ, দুঃখ । ৯.৪ এই দুই’বর্ণের সাঙ্কেতিক অবয়ব না থাকাতে ঐ অকারেই হলের সহিত সংযুক্ত হয়, যথা, সন্ধু । সন্ধি ও সমাসেতে, পুৰ্ব্ব পদ হসন্ত ও পর পদ স্বরাদি ঘটিলে ঐ স্বর আপন আদি অবয়ব পরিবর্ত করিয়৷ পূৰ্ব্ব হল বর্ণে যুক্ত হয়, যথা, হস্অন্ত হসন্ত। () রেফের যোগে ঋ বর্ণ হল ধৰ্ম্মি, অতএব তদবস্থায় তাহার অাদি অবয়ব পরিবর্তিত হয় না, যেমন, প্রজপতিঋষি । স্বর হলে সংযুক্ত কতক গুলি বর্ণ আছে যাক সংযোগার্থে পূৰ্ণ প্রদশিত নিয়মিত আকারে তাদৃক ব্যবহৃত নহে যাদৃক নিমু লিখিত অনিয়মিত আকারে প্রচলিত, যথা— নিয়মিত তাকার অনিয়মিত আবার _r= নিয়মিত তাকার অনিয়মিত আকার ーズ रन्छ त्रै স *ま 3 જ @* छू ভ छू ভ* व्तू ছ 됐 ম *: સુત્ર ব রুপ হ হু ,Nهx シエ র। || | &, হল বর্ণের সহিত হল বর্ণের সংযোগ-বিধান । দুই বা তদধিক চল (শেষ বর্ণ ভিন্ন) বর্ণের পর বর্তি অকারের লেপ দ্বারা একত্রিত হইয়া থাকে, হল বর্ণের এই ৰূপ একত্রতাকেই সংযোগ, এবং এইৰূপে একত্রিত অক্ষর সমুহকেট যুক্তাক্ষর বলা যায়। যখন পুৰ্ব্ববৰ্ত্তি হলের সহিত য, র, ল, প, ম, ঋ, ঋ, ৯, R সংযুক্ত হয়, তখন এই সকল অক্ষর অথবা তক্ত ও সংযোগকে ফল৷ বলা যায়, যথা :– ক-কারাদি বর্ণে য়-কণর সংযুক্ত হইলে য়-কারের যোগ অথবা ভদৰস্থ য়কারকে য়-ফলা বলা যায়।

  • প্রনিধান দ্বারা বোধ হইতেছে যে ও ও রু ভ শু এই পঁচি যুক্ত বর্ণ দেবনাগর (অ) উকারের সাঙ্কেতিক অবয়ব ( ) সংযোগ দ্বার নিম্পন্ন হইয়াছে।