পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষরের সংযোগ বিধান । >Nう বর্ণমালাপুস্তকে যে ক-কারাদি বর্ণের সহিত অমুনাসিক বর্ণ পঞ্চের, ও স-কারাদি বর্ণের সংযোগ দশিত হইয়াছে, ঐ সকল সংযোগ বা কখনই ঐ সকল যুক্ত বর্ণ, ঐ দুই যুক্ত বর্ণ শ্রেণিদ্বয়ের প্রথম যুক্ত বর্ণের নামানুসারে (অ1)ঙ্ক-ফলা ও (অl)স্ক-ফল বলা যায়। এস্থলে বিশেষ ৰূপে জ্ঞাতব্য এই যে ওঁ-কারাদি অনুনাসিক পঞ্চ বর্ণের সংযোগ তত্তৎ বর্গীয় বর্ণ ভিন্ন (প্রায়) অন্যের সহিত হয় না । যদিও বর্ণ মালাতে য, ল, ব, শ, ষ, স, এই.কএক বর্ণের সহিত ও কারের সংযোগ দশিত হইয়াছে, কিন্তু এমত সংযোগের ব্যবহার নাই । যখন (অকারুহীন) অনুনাসিক বর্ণ অন্য বর্ণের কোন বর্ণের অব্যবধান ৰূপে পূর্ববৰ্ত্তি হয়, তখন ঐ অনুনাসিক বর্ণ ঐ হলের সবর্ণ সানুনাসিক বর্ণে পরিবর্তিত হয়; যথা স্তন+ভ=স্তম্ভ, ঝন্‌-কার=ঝঙ্কার, (সমৃ) সামূ+ত=সান্ত সেন্ধির ১১স্বত্র দেখ) , হলবর্ণর সহিত শ ষ স এই তিন বর্ণ সংযোগের নিয়মু এই যে ঐ বর্ণ ত্রয় যে২ স্থান হইতে উচ্চারিত, ক্রমে তৰ্ত্তং স্থান হইতে উচ্চারিত বর্ণের সহিত সংযুক্ত হয়,—অর্থাৎ তালব্য শ তালব্য বর্ণের সহিত, মুৰ্দ্ধন্য ষ মৃদ্ধণ্য বর্ণের সহিত, ও দন্ত্য স দন্ত্য বর্ণের সহিত সংযুক্ত হয়। দন্ত্য স কণ্ঠ ও ওষ্ঠ্য বর্ণের সঙ্গে ও সংযুক্ত.ই ইয়া থাকে, এবং তদবস্থায় কখন২ মৃদ্ধন্য ষ-কারে পরিবর্তিত হয়, যথা, পশ্চাৎ নিশ্চয়, বেষ্টণ, অনুষ্ঠান, স্তব নিস্তার, তস্কর, স্মৃতি, দুষ্কর, নিষ্ফর্তি,--(সন্ধির ১৫ ও ২০ স্বত্র দেখ)। () রেফ যুক্ত হসের ইচ্ছাক্রমে দ্বিভাব হয়, ব্যাকরণের এই স্বত্র অনুসারে যদিও রেফ যুক্ত হস্ বর্ণ ইচ্ছাক্রমে এক বা দুই লিখিলেও লিখা যাইতে পারে যথা—দুর্গ বা গর্গা,ধৰ্ম্ম বা ধর্ম, তথাপি এমত ইচ্ছার ব্যহার নাই; কিন্তু রেফ যুক্ত যে অক্ষর কে দুই লিখা পূৰ্ব্বাপর ব্যবহার আছে তাহাই দুই লিখা যায় ও লিখিতে হইবে, যথা, ধৰ্ম্ম শব্দে দুই ম লিখা ব্যবহার আছে দুই লিখিতে হইবে, এবং দুর্গা শব্দে এক গ, ব্যবহারানুসারে লিখিতে হইবে, - যখন কোন বর্গের দ্বিতীয় বা চতুর্থ অক্ষরের দ্বিভাব হয়, তখন ঐ অক্ষর দ্বয়ের প্রথম অক্ষর ক্রমে তৃদ্বগের প্রথম ও তৃতীয় অক্ষরে পরিবর্তিত হয় যথা, ছ°ছ=চ্ছ, খৃ}থ=থধ+ ধ==দ্বী.; পুচ্ছ উথান, সিদ্ধ !. o

  • রেফাত্রাস্তু হলেffদুৰ্ব্ব,