পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ্য । R66 ,

কিন্তু তাহার অধিকাংশ পদ্যেতে মধ্যে২ ব্যবহৃত হইয়াছে ও হইতেছে, যথা—১০০ পৃষ্ঠা দেখ . . কোন২ পণ্ডিত কবি বাঙ্গলণছন্দে সংস্কৃত পদ গ্রন্থনদ্বার স্তব বন্দনাদির রচনা এরূপে করিয়াছেন যে তাহ এক প্রকার সংস্কৃত বলাযাইতে পারে, যথl,—মণৰ্ত্তণ্ড প্রচণ্ড ভণন্থ ভাস্কর হে । কাতরে বিতর কৃপ, দিবাকর হে । কালিয় দমন, কংস নিস্থদন, কেশি মথন, কংসারে । স্থতন নীরদ, নীল কলেবর, নন্দ নন্দন, নরকারে । জয়, ত্রিলোককারক, ত্রিলোকপালক ত্ৰিলেণকনাশক, মহেশ্বর । জয়, সুরারিনাশন, বৃষেশবাহন, ভূজঙ্গভূষণ, জটাধর । e কখনই বাঙ্গলাছন্দে এমত অবিকল সংস্কৃত রচনা করিয়াছেন যে তাহা সংস্কৃত বই বলাযাইতে পারে মা, যথা,— গভবতি তিমিরে, উদয়তি মিহিরে, স্ফুটতি নলিনীজলিং • সমুদ কলাপে, বিহিত বিলাপে, সীদতি রহসুি বিশালং।। শ্ৰীকবি মদনে, ধূতহরিচরণে, রচয়তি রহিত বিষাদং । বিহিত সুসঞ্জাং, পরিহর শয্যাং, নৃপস্থত স্মর হরিপাদং । জয় চামুণ্ডে২, জয় চামুণ্ডে২ । কর কলিতাসি বরাভয় মুণ্ডে । লট পট কেশে, সুবিকট বেশে, হুতদনুজহুতি মুখশিখি কুণ্ডে । কলিমলমথনং, হরি গুণকথনং, বিরচয় ভারত কবিবরতুণ্ডে । কোনং কবি রচনা কৌশল বা বৈচিত্র্য প্রকাশমানসে বাঙ্গলাছন্দে বাঙ্গল পদমধ্যে হিন্দী মিসাইয়াছেন, অথবা শুদ্ধ হিন্দী গাথিয়াছেন, যথা—দুহভুজ পাশ-হি দুহজন বন্ধন। চিরদিন ভুকু পিয়াস। ঘনং ভুরু কামান টানে। ব্যাঘ্রগুলা কত কোক বিদারে। মাভৈরিতি যুবরাজ ফুকারে। চড়ত ঘুরত পলুল নীরে। রোয়ত শূকুর মেঘ গভীরে। , ব্ৰহ্মজ্ঞানী ব্রাহ্মাণ সে বুহ্মার নায়েব । না মানে না করে খানশপিনগর অণয়েব । বাম হস্ত নাপাক তসবী জপে তায়। • হিন্দুরে নাপাক বলে এত বড় দায়। ঢাল দিয়া তলবণর দিয়া, জর পোষকিয়া, সব কাব্য পঢ়ায়ণ। ভট্ট হে অবভণ্ড ভয়ু, কবিতাই ভটাই মে দাগ'চর্চায়। , কবিরা যে সকল পদ হিন্দী বলিয়া ব্যবহার করিয়াছেন তাহানঅধিকাংশ শুদ্ধ হিন্দী নয়, যথা— -