পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨(t8 বাঙ্গলা-ব্যাকরণ । ইহা, উহা, ও তাহা শব্দ ক্রমে এ, ও, তা হয়, যথ, ইহাকে—একে, উহার-ওর, তাহাতে—তাতে । প্রথম পুরুষ বর্তমান কালীয় ক্রিয়াপদের অন্তেস্থিত না সামান্যরূপে নে হয়, যথা, পারিনা—পারিনে। পদান্তরে সংযোগবিন ব্যবহৃত নাই সামান্যতঃ নে হয়, যথা, তনি সেখানে নাই বা নেই। নৰ্ত্তবানি হয়, যথা, যাইনাই—যাইনি। সামান্য কথোপকথনে কখনই দুই তিন পদ একত্রে সডিক্ষপ্ত হয়, যথা,—খা আলিয়া—খেসে, পড়িয়দেখগিয়া—পড়ুেদেখগে। এতদ্ভিন্ন, ছন্দ আদির অনুরোধে অনেক পদকে বিশেষ ৰূপে সঙেক্ষপ করাযায়, এবং সে বিশেষ ৰূপ গদ্যেতে প্রায় ব্যবহৃত হয় না, উক্তৰূপ সঙেক্ষপের নিয়ম যথা, – সংযুক্ত রূপ বর্তমান কালীয় পদস্থ চতুমের তে ভাগ লুপ্ত হয়, যথা— করিতেছে-করিছে, বলিতেছে—বলিছে। প্রথম শ্রেণিস্থ ধাতুর ত্ত্বাছ পদের ইয়া ভাগ কখন লুপ্ত কখন বা ইয়ে ভাগে পরিবর্তিত হয়, যথা,–করিয়া—করি, বা করিয়ে। ইলাম বিভক্তি ইনু হয়, যথা, করিলাম—করিন্থ । পদের মধ্যস্থিত অকারপূর্বক ই অণর উ ক্রমে ঐ-কারে আর ঔ-কারে সডিক্ষপ্ত হয় যথা, হইল—হৈল, লইতে—লৈতে ; সেহিতে)সইতে—সৈতে হউক—হৌক, ! কতকগুলি পদ অনিয়মিত রূপে সজিক্ষপ্ত হয়, যথা, নাপারিব—নারিব ব। নারব, করিল—কৈল, মরিল--মৈল, না-হইবেক—নহিবেক, ইত্যাদি । ছন্দোনুরোধে কতকগুলি পদে বর্ণবৃদ্ধি হয়, অর্থাৎ,— ত্ন, গ্ল, স্ম, ব্রু ও রেফাদি যুক্ত অনেক বর্ণের মধ্যে অ-কারের আগম হয়, যথা, রত্ন—রতন, মগ্ন—মগন, জন্ম—জনম, ভক্তি—ভকতি, উৎপল— উতপল, প্রাণ—পরগণ, মৰ্ম্ম—মরুম, ইত্যাদি। প্রথম পুরুষ বৰ্ত্তমান কালীয় অসংযুক্তরূপ ক্রিয়াপদের অন্ত্য একারের পূৰ্ব্বে অয় ভাগের অাগম হয়, যথা—করে—করয়ে, কাটে— কাটয়ে । o و“ - দ্বার শব্দ–ছুয়ার হয়, এত—এতেক, অত—অতেক, তত—ততেক, যত—ধতেক, এবং 'কত—কতেক হয়, ইত্যাদি । বিভক্তিযুক্ত সংস্কৃত পদ বাঙ্গলা গদ্যেতে প্রায় চলিত নাই,