পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V58 বাঙ্গলা-ব্যাকরণ। নাই, প্রত্যেক শব্দই প্রথমাবস্থায় অথবা কোন বিভক্তি যুক্ত নাহইলে কর্তৃকারীয় ৰূপবিশিষ্ট, যথা, পুরুষ, স্ত্রী, রাজা, গরু, । এবং স্বভাবতঃ বহুবচনশদেরও কর্তৃকারকীয় কোন চিহ্ন নাই। ' - করণ ও অপাদন-কারক,—একবচন। ৫ (এক বচন) শব্দের পরে কর্তৃক, করণ, দ্বারা শব্দের বা দিয়া চিহ্নের যোগে করণকারকীয়, এবং হইতে শব্দের যোগে অপাদান কারকীয়ৰূপ হয়, যথা বালক-কর্তৃক করণক, দ্বারা ব{ দিয়া, বালক-হইতে । আর ২ কারকীয় ৰূপ বিশেষ২ বিভক্তি বা চিহ্ন যোগদ্বার লাধ্য, যথা— - t ৬ কৰ্ম্ম ও সম্প্রদান কারকীয় বিভক্তি কে*। ৭ সম্বন্ধ কারকের চিহ্ন র এবং এর,— ৮ এবং অধিকরণ কারকের চিহ্ন এ, এতে, য় এবং তে । তন্মধ্যে এর, এবং এ, বা এতে প্রথম শ্রেণিস্থ অর্থাৎ হসন্ত এবং অকারান্ত শব্দে যুক্ত হয়। র এবং য় বা তে আকারান্ত শব্দের উত্তর ব্যবহৃত হয়, র এবং তে অন্য অক্ষরান্ত শব্দে যুক্ত হয়। সম্বোধন । শব্দের কর্তৃকারকীয় ৰূপের পূর্বে ও, হে, ওহে, ওগো, ওরে, আরে, হারে, যোগ করিলে, কিম্বা হে, গে, রে ইত্যাদি তৎ পরে যোগ করলে কর্তৃপদের বচনানুসারে এক ও বহু বচনীয় সম্বোধন পদের কাপ হয়, যথা, ও বালক, ও বালকর । ভাই হে, ওহে ভাইরা ইত্যাদি। বহু বচনীয় রূপ সাধন। ৯ যে সকল (মন্সষ্য বাচক) শব্দের বহুবচন কর্তৃ পদ রা কিম্বা এরী বিভক্তির যোগ দ্বারা নিষ্পন্ন হয়, সে সকলের এক বচন প্রথমন্ত বা -- -- - -- - - هـي سمسم.

  • এই কে অনেক স্থানে প্রকাশ হয় ন;—৩৩ পৃষ্ঠার প্রথম স্থত্র দেখ । 1 ৩১ পৃষ্ঠা দেখ ।