পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শবদ,——কারক । ○○ উপরোক্ত ৰূপান্তরত বিভক্তিযোগে হওয়াতে (সম্বোধন ভিন্ন) উক্ত কারকসমুহ স্ব২ ক্রমানুসারে পূরণ বিশেষণ শব্দে কথিত হয় ; কিন্তু স্ত্রীলিঙ্গবাচক বিভক্তিশব্দ ঐ সকলের পরে উন্থ থাকাতে তদনুরোধে ঐ সকল বিশেষণ স্ত্রীলিঙ্গ ৰূপে ব্যবহৃত হয়, যথা—১ প্রথম (বিভক্তি) অর্থাৎ কর্তৃ-কারক,–২ দ্বিতীয় (ৰিভক্তি) অর্থাৎ কৰ্ম্ম-কারক,—এই ৰূপ তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, ও সপ্তমী । t * - শব্দের বন্ধপ । সম্বন্ধ ও অধিকরণ কারকীয় ৰূপ তাবৎশব্দের এক ৰূপ না হওয়াতে ঐ বৈলক্ষণ্য অনুসারে শব্দ সকল ভিন শ্রেণিতে বিভক্ত হয়।—অকারান্ত ও হসন্ত শব্দসমূহের ঐ ৰূপ এক প্রকার হওয়াতে ঐ শব্দ সমূহ প্রথম শ্রেণিস্থ। আকারান্ত শব্দের ৰপ প্রকারান্তর হওয়াতে তাহু দ্বিতীয় শ্রেণিস্থ । এবং অন্য স্বরান্ত । শব্দ সকল উক্ত কারণে তৃতীয় শ্রেণিস্থ। সাধারণ স্বত্ৰ । ১ বৃহৎ পশু বাচকখদের কৰ্ম্মকারকীয় ৰূপ অনেক স্থল কর্তৃপদের ন্যায় য়,—মুদ্র পশুবাচক শব্দের কৰ্ম্মকারকের রূপ প্রায় সৰ্ব্বত্র কর্তৃপদের মত,—এবং অপ্রাণি-বাচক শব্দের কৰ্ম্ম কারকীয় ৰূপ কর্তৃপদের ন্যায়। -ի ২ অপ্রাণি-বাচক শব্দের সম্প্রদানকারকীর পদ অধিকরণ কারকীয়পদের ন্যায়। - ৩ যখন পশু ও নিজীব বস্তুকে ব্যক্তি কল্পনা করাযায়। বা কেবল ব্যক্তি প্রতি ব্যবহার্য পদ তাহা, প্রতি ব্যবহার করাযায়, তখন তদ্বোধক শব্দের রূপ মনুষ্য বাচক শব্দের ন্যায় হয়। ভিন্নভাষা হইতে বাঙ্গলায় চলিত শব্দেরু ৰূপ তাহার শেষ বর্ণ দৃষ্টে বাঙ্গলাবিভক্তি যোগদ্বারা করাযায়, যথা, মাষ্টর, মাষ্টর-কে, মাষ্টরের, মাষ্টরে বা মাষ্টরেতে । প্রত্যেক কারকীয় ৰূপ সাধনের সাধারণ নিয়ম। কর্তৃকারক | ৪ বঙ্গভাষায় এক বচনান্ত কর্তৃকারকীয় পদের কোন বিভক্তি 石