পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শব্দের-ৰূপ } SX ছড়ি-গাছ ছডুি-গাছের too. গুরু-মহাশয়ে গুর মহাশয়েতে ই কিম্ব তো প্রত্যয় সম্বোধন পদে যুক্ত হয় না । তো আরং কারকে সিদ্ধ পদের পর যুক্ত হয়, যথা, রাজা-তে, রাজার-তে, রাজায়তো। ই, হসন্ত শব্দের পর ব্যবহৃত হইলে, কর্তৃকারকে প্রায় সাস্কৃেতিক অবয়ৰে লিখিত ও তৎপদে সংযুক্ত রূপে ব্যবহৃত হয়, যথা, জগত, জগতি। যে শব্দের অস্ত্য অ অনুচ্চারিতথাকে তাহার পর ই ঘটিলে প্রথমাপদে লিখনে প্রায় স্বতন্ত্ররূপে লিখিত হয়, এবং এমত লিপির উচ্চারণকালে , ঐ অস্থচারিত অকণরের উচ্চারণও প্রণয় করা যায়, যথা, রাম-ই; কিন্তু কথোপকথনে সচরাচর ঐ ই অন্ত্য অকারের স্থtনব্যাপি-রূপে উচ্চারিত হয় এবং লিখনেও কখন ২ উক্ত রূপে ব্যবহৃত হইয়৷ সাঙ্কেতিকরূপে লিখিত হয়, যথা, রামি মারুক আর রাবণ মারুক আমি মরলামু উচ্চারিত অকারান্ত, ও অন্য স্বরান্ত শব্দের কর্তৃকারকীয় পদের পর ঐ ই স্বতন্ত্র রূপে ব্যবহৃত হয়, যথা, ভাল-ই, রাজা-ই, বিষ্ণু-ই। আর২ কারকে ই, বিভক্তির পর স্বতন্ত্ররূপে ব্যবহৃত হয় যদি ঐ বিভক্তি হসন্ত বা অনুচ্চারিত অকণরান্ত না হয়, যথা, ঘরেতে-ই, তোমার দ্বারা-ই; কিন্তু হসন্ত বা অনুচ্চারিত অকারান্ত হইলে, হসন্ত বা অমৃচ্চারিত অকারান্ত কর্তৃকারকীয় পদের পর যে রূপে ব্যবহৃত হয়, উক্তরূপ বিভক্তির পরও ঐ রূপে ব্যবহৃত হয়, যথা, রামের-ই বা রামেরিণ উচ্চারিত অকণরান্ত ও অন্য স্বরান্ত শব্দের যে ক্লিয়ম উপরে লিখা গেল ঐ নিয়ম পদ্যেতে ও চলিত। কিন্তু অমুচ্চারিত অকারান্ত ও হসন্ত শব্দে ই যুক্ত হইলে তাহার লিখনে ও উচ্চারণে পদ্যেতে উপরোক্ত নিয়ম সৰ্ব্বদা চলে না, ছন্দের ও অক্ষরের সংখ্যা অনুরোধে কখন সংযুক্ত কখন স্বতন্ত্র রূপে লিখিতে ও পড়িতে হয়। প্রত্যেক কারকবষয়ে বিশেষ বিবেচন । কর্তৃকারক। কৰ্ম্মবাচ্যে কর্তৃবাচ্যবাক্যের কর্তৃপদ করণ রূপে, এবং কর্মপদ কর্তৃপদের রূপে ব্যবহৃত হয়, যথ,'(কর্তৃবাচে,) আমি তাহাকে বা রামকে ধরিলাম। (কৰ্ম্মবাচে) সে অথবা রাম অণমণকর্তৃক ধৃত হইল প্রাণিবাচক সাধারণ সংজ্ঞা ও অপ্রাণিবাচক কতকগুলি সংজ্ঞ। সকৰ্ম্মক ক্রিয়ার, কৰ্ত্ত হইলে ইচ্ছাক্রমে অধিকরণরূপে ব্যবহৃত হয়, যথা, ছ • গুরু-মহাশয় গুরু-মহাশয়ের {