পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনাদরাদি সুচক সংজ্ঞা। & X কোন বাক্যে ব্যক্তির নামাদি অপ্রকাশিত থাকিলে ওহে ওগো, ওরে, ওলো, অথবা হে, গে, রে, বা লো তদীয় বিশেষণে, তদভাবে ক্রিয়াতে বা ক্রিয়ার বিশেষণে,অথবা প্রশ্নার্থক কে, বা কি শব্দে যুক্ত হয়, যথা— ওগো মঙ্গল তে। ওহে চল তবে, চল হে, কেন গো? ওলে কোথ যাইস ? কি রে? কে গো ডাকে ? কি হে কি মনে করে ? ৷ ” ক্লেশ, বিলাপ, বিনয় স্পদ্ধ ও ক্রোধাদি প্রকাশে বাক্যের প্রথম পদের পুৰ্ব্বে স্থল বিশেষে ওগো, ওরে, বা অরে, অথবা ওহে, এবং তৎ পরে .গে1,বা রে অথব| হে ব্যবহৃত হয়। অণর পরবর্তি সকল পদের পরে গে1, বা রে অথবা হে ব্যবহৃত হয় । vo পদ্যেতে ওগো এবং গে, অরে, কিম্বা ওরে এবং রে, অথবা ওহে এবং হে, কখন উক্ত রূপে ব্যবহৃত, কখন ব| দুই একত্রে, কখন বা দুয়ের মধ্যে কেবল এক, অথবা যেখানে যেমন লাগে বা অবশ্যক হয় সেখানে তেমন ব্যবহৃত হয়, যথা,— আরে রে অরে দক্ষ দে-রে সতীরে । ক্ষম হে পতি হে প্রিয় হে বঁধুহে। অনাদরাদিসূচক সংজ্ঞার বর্ণনা । - যেমন কোন ব্যক্তির নামের পূৰ্ব্বে শ্ৰীযুক্ত, বাবু বা অন্য কোন বিশেষণ, এবং তাহার পদবীর বা উপাধির পরে, কিম্বা বক্তাব প্রতি তাহণর সম্পর্ক বোধক সংজ্ঞার পরে মহাশয় পদ ব্যবহার করিলে ঐ বক্তির প্রতি সমুম প্রকাশ করা হয়, তদ্রুপ ব্যক্তির নামের কোন অক্ষরের পরিবর্তন, বর্জন, বা তাহাতে কোন অক্ষরের যোগ দ্বার। ঐ ব্যক্তিকে অনাদর, স্নেহ বা পরিহাসাদিসহ প্রকাশ করা যায় । , অনাদর সুচক সংজ্ঞার সাধন। ১ দুই হলবর্ণবিশিষ্ট নামের অন্তে উচ্চারিত অ কিম্বা হল বর্ণ থাকিলে তাহাতে অ যুক্ত হয়, બૈર્નર আ, উ বা উ থাকিলে তাহা ও-কারে পরিবৰ্ত্তিত হয়, আর ই বা ঈ থাকিলে এ-কার হয়, যথা, কৃষ্ণ-কৃষ্ণ, রাম—রাম ; সদা—সদো; শঙ্কু—শম্ভে ; হরি—হরে, কাশী—কাশে বা কেশে। দুই হল বিশিষ্ট অকণরান্ত বা উকারান্ত শব্দের প্রথম হল ই বা ঈ-যুক্ত হইলে ঐ অ বা উ.একারে পরিবৰ্ত্তিত হয়, যথা, নীল—নীলে, তিতু—ভিতে।