পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to বাঙ্গলা ব্যাকরণ । সম্বোধন চিহ্নের প্রয়োগ-বিশেষ। ভো, বা ভোভো কদাচিৎ বাঙ্গলায় ব্যবহৃত হয় । হে, সংস্কৃতে সাধারণক্ৰপে সকল শব্দের পূর্বেই ব্যবহৃত হয়, কিন্তু বাঙ্গলায় স্ত্রীবোধক শব্দের ও গুরুলোকের নামাদির পূর্বে ব্যবহৃত হয় না। অতএব উক্তৰূপ শব্দের সংস্কৃত সম্বোধনে, হে থাকিলে বাঙ্গলায় ঐ হে ত্যাগপূর্বক শুদ্ধ শব্দটি। (সংস্কৃত) সম্বোধনৰূপে প্রায় ব্যবহার করাযায়, যথা, হে মাতঃ ন। বলিয়। শুদ্ধ মাতঃ বলাযায় । হে, কোন ব্যক্তির নামের পূর্বে প্রযুক্ত হইলে তদ্বারা ঐ ব্যক্তি প্রতি সন্ত্রম বা অসন্তুম কিছু প্রকাশ হয় না; কিন্তু স্থল বিশেষে ও উচ্চারণ বিশেষে বিদ্রুপদি প্রকাশ হইতে পারে। হে, এবং ওহে সমান ব্যক্তির সম্বোধনেই প্রায় ব্যবহৃত হইয় থাকে। . ও, সৰ্ব্বপ্রকার ব্যক্তির নামের পূৰ্ব্বে বা সম্পর্কবোধক শব্দের পূর্বে ব্যহহাত হইয়া থাকে। - হে, যে সকল ব্যক্তির নামের পূর্বে বা বক্তার সহিত তাহাদের সম্পর্ক স্থচক শব্দের পূৰ্ব্বে যে ভাবে ব্যবহৃত হইয়াথাকে, ওহে সেই সকল নামাদির পুৰ্ব্বে সেই ভাবে ব্যবহৃত হয়। সম্বন্ধে গুরুলোক অথবা যে, সকল ব্যক্তির সহিত বক্তা দেশীয় নীত্যমুসারে পরিহাসাদি করিতে পারেন, ঐ সকলের সম্বোধনে তাহণদের নামাদের পুর্বে ওগো, হাগে বা ছাগে ব্যবহার করিয়া থাকে। সম্বন্ধে কনিষ্ঠ অথবা নীচ ব্যক্তির নামাদির পূৰ্ব্বে, অথবা কণহণকে তাহার নীচতা বা কনিষ্ঠভাদি প্রকাশ পূৰ্ব্বক সম্বোধনে, অথবা তাহার প্রতি অনাদর প্রকাশপুৰ্ব্বক সম্বোধনে ওরে অারে, বা অরে ব্যবহৃত হয়। স্থল বিশেষে ও বক্তার ভাব বিশেষে ওরে, আরে, বা অরে, স্নেহ প্রকাশকও 交弧目 & t ওলো, পরিচাসাদি যোগ্য স্ত্রীলোকের গ্ৰতি স্ত্রীলোককর্তৃক ব্যবহার্য । যে প্রকার ব্যক্তির নামাদির পূৰ্ব্বে ওহে, ওগো, ওরে বা ওলো । ব্যবহৃত হয়, সেই প্রকার ব্যক্তির নামাদির পরে ক্রমে হে, গে, রে, বা লো ব্যবহৃত হয়। * কখনই কেবল ওহে, ওগো, ওলো, বা ওরে প্রকাশিত থাকে, এবং ঐ সকল যে২ শব্দে প্রযুক্ত বা প্রযুজ্য ডাই উহ থাকে, যথা, ওহে একটা কথা শুনে য়াও, ওগো হেথা অষ্টিস। "