পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিহাসাদি বোধক নাম । ৫৩ এ-কার হয়, এবং অন্ত হলে আর এক এ-কারযুক্ত হয়, যথা,—রামনাথ— রামনেথে, ঠাঙ্গরদাস—ঠাঙ্গরদেসে । স্ত্রীলোকের নাম কোন স্বরান্ত নহইলৈ তাহার অন্তে ঈ-কার যোগদ্বারা, এবং স্বরান্ত হইলে ঐ স্বর ঈ-কারে পরিবর্তন দ্যর; এবং মধ্য হলে যুক্ত স্বর উপরি দর্শিত নিয়ম সকলের অনুসারে পরিবর্তন বা বর্জনদ্বারা অনাদর বোধক আকার প্রাপ্ত হয়, যথা, রণধ—রাধী, দুর্গ—দুগী दौ झंशी, डूदन-डूद्दी, हिन्क्-दिग्नौ, - দিগম্বরী—দিগ্‌মী, পীতাম্বরী-পীহ্ৰমী, পদ্ম—পদী ইত্যাদি ক4ক নাম নিপাতনে সিদ্ধ । - পুরুষের তাণ-কার, এ-কার বা ও-কারান্ত নাম, এবং স্ত্রীলোকের ঈ-কারান্ত নাম অনাদর স্থচনার্থ অণকারান্তর প্রাপ্ত হয় না, কিন্তু বক্তার উচ্চারণের ভাবেই তাহার বোধাবোধ হয় । কিন্তু সে যাহtহউক অনাদরসুচক আকার প্রাপ্ত নামের পূৰ্ব্বে বা পরে কোন পরিহাস বা প্রশংসা বোধক পদ ব্যবহৃত হইলে অথবা ঐ নাম - অনাদর বোধক ভাবে উচ্চারিত না হইলে ঐ নাম যে র্যক্তির তাহার প্রতি অনাদর প্রকাশ হয় না, প্রত্যুত বক্তার ভাবানুসারে স্নেহ বা তাহার সহিত অণন্তরিক সোঁহাদ থাকা প্রকাশ পায়। কোন অযোগ্য ব্যক্তির বিশেষ বা সাধারণ নামের পর অর্থব ব্যবসায়সুচক নামের পর কোন সম্বুমস্থচক শব্দ (শ্লেষভাবে) ব্যবহার করিলে তাহার প্রতি অবজ্ঞা বা বিদ্রুপ প্রকাশ হয়, যথা, আমাদের চাকর বাবুর এতক্ষণে ঘুম ভাঙ্গিল । পরিহাসাদিবোধক নাম। কোন ব্যক্তির বিশেষ নামের দ্বিতীয় হল পর্যন্ত গ্রহণ (ও অবশিষ্ট ত্যাগ) করিয়া তাহাতে কখন আই কখন বা উই যোগ করিলে বক্তার উচ্চারণের ভাবানুসারে ঐ ব্যক্তির সম্বন্ধে পরিহাসাদির আভাস প্রকাশ হয়, যথা, জগৎ—জগাই, মাধধ—মাধাই, কুশ–কুশুই, মধু—মধুই। কিন্তু অনেক নাম আছে যাহা এরূপ অণকার গ্রহণ করেনা, কেবল বক্তার উচ্চারণের ভুবাহুসারে উক্ত ভাবের আভাস দেয়। - কোন সাধারণ বা ইতর ব্যক্তি কোনরূপে প্রসিদ্ধ হইলে তাহার ব্যবসায় সম্বন্ধীয় নাম বা পৃদবী উক্ত আকারেই প্রায় ব্যবহৃত হয়, যথা, ধনাই মণ্ডল, মেঘাই সদার। * -