পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@8 বাঙ্গল1-ব্যাকরণ স্নেহাদিসুচক নাম ।. কাহারে নামের দ্বিতীয় হল্ল পৰ্য্যন্ত লইয়া (ও বক্রী ত্যাগ করিয়া) তাহাতে উ যোগ করিলে ব্যক্তি বিশেষে নামের সঙ্গে ঈষৎ অণদর বা স্নেহ প্রকাশ হয়, যথা, জগৎ—জগু, সাতকড়ী—সাতু বা ছাতু,পদ্ম—পদু, নীল (মণি বা কমল)—নীলু। চতুর্থ পরিচ্ছেদ । বিশেষণ । বিশেষণ প্রধানতঃ তিনপ্রকার,—গুণবাচক বিশেষণ, ক্রিয়ার বিশেষণ, ও বিশেষণীয় বিশেষণ । গুণবাচক তাহার নাম যদ্বারা কোন বস্তুর দোষ গুণ প্রকাশ হয়, যথা, উত্তম মনুষ্য, সুন্দরী স্ত্রী, শ্বেত পুষ্প । গুণবাচক বিশেষণ বিশেষ্য শব্দের অধীন হওয়াতে তদীয় লিঙ্গাদি অনুসারে লিঙ্গাদি বাচক হয়। লিঙ্গ । বাঙ্গল বিশেষণ তিন লিঙ্গেই একাকার,—যথা, ছোট বালক, ছোট বালিকা, ছোট ঘর । বঙ্গভাষায় ব্যবহৃত সংস্কৃত বিশেষণসকল সংস্কৃতে যদ্রপ বাঙ্গলাতেও তদ্রুপ লিঙ্গভেদে আকারান্তর প্রাপ্ত হয়,—যথা, (পুং) সুন্দর পুরুষ, (স্ত্রী) সুন্দরী স্ত্রী, ক্লেীব) সুন্দর পুষ্প । বিসর্গান্ত পুংলিঙ্গ বাচক, ও মৃ বা অনুস্বারাস্ত ক্লীব লিঙ্গবাচক সংস্কৃত শব্দ বঙ্গভাষায় , ম্ বা ৎ ত্যাগকরিয়া একাকৃতি হয়, যথা8— - ংলিঙ্গ । ক্লীবলিঙ্গ । সংস্কৃত—উত্তমঃ উত্তমম্ বা উত্তমং বাঙ্গলা—উত্তম উত্তম । "